দিল্লি, 20 নভেম্বর : শুক্রবার দিল্লিতে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্য়ান্য় শীর্ষস্থানীয় আধিকারিকরা ৷ গতকাল জম্মু ও কাশ্মীরে 4 জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয় বলে জানা গিয়েছে ৷ বৈঠকের পর প্রধানমন্ত্রী টুইট করে জানান, জম্মু ও কাশ্মীরে জইশের বড়সড় নাশকতার ছক বানচাল হয়েছে ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবারের সেই সংঘর্ষে 4 জঙ্গিকে খতম করার পর, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাহিনী ৷
জঙ্গিদের কাছে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হওয়ায় উদ্বেগ বেড়েছে কেন্দ্রের ৷ এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, নভেম্বরে কাশ্মীর ভ্য়ালিতে হতে চলা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে উপত্য়কায় বড় কোনও নাশকতার ছক জঙ্গিরা করেছে বলে মনে করা হচ্ছে ৷ তার প্রেক্ষিতেই এ দিন একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে তিনি লেখেন, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের 4 জঙ্গিকে নিকেষ করা হয়েছে ৷ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷ তারা আবারও কোনও বড় নাশকতার পরিকল্পনা করেছিল, যা সম্পূর্ণভাবে ব্য়র্থ হয়েছে ৷ শুক্রবারের এই বৈঠকে বিদেশ সচিব এবং ইন্টেলিজ়েন্স বিভাগের শীর্ষ আধিকারিকরাও ছিলেন বলে জানা গিয়েছে ৷ এর আগে জঙ্গিদের পরিকল্পনা ব্য়র্থ করে দেওয়ায় নিরাপত্তারক্ষীদের প্রশংসা করে প্রধানমন্ত্রী লেখেন, আমাদের নিরাপত্তারক্ষীরা আবারও দক্ষতা ও সাহসের পরিচয় দিয়েছে ৷ তাঁদের সতর্কতার জন্য়ই, জম্মু ও কাশ্মীরে আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে হওয়া চক্রান্তকে পরাজিত করা সম্ভব হয়েছে ৷
জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 2 কনস্টেবল আহত হয়েছেন ৷ জঙ্গিরা একটি ট্রাকে লুকিয়ে শ্রীনগর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীরা তাদের আটকায় ৷ জম্মু ও কাশ্মীরের তরফে জানানো হয়েছিল, জঙ্গিরা কাশ্মীর উপত্য়কার দিকে যাচ্ছিল ৷ যেখানে এ মাসের শেষে নির্বাচন রয়েছে ৷ সেই কারণেই গতকাল পুলিশ প্রশাসন আশঙ্কার প্রকাশ করে, হয়তো জঙ্গিরা ভোটের আগে সেখানে বড় কোনও হামলার পরিকল্পান করেছিল ৷