ওয়াশিংটন, 24 সেপ্টেম্বর : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বিশেষ উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ একটি পুরনো বিজ্ঞপ্তি ফ্রেমে বাঁধিয়ে কমলা হ্যারিসকে উপহার দিয়েছেন তিনি ৷ সূত্রের খবর, ওই বিজ্ঞপ্তিটি কমলা হ্যারিসের দাদুর সঙ্গে সম্পর্কিত ৷ যিনি নিজে ভারত সরকারের একজন সরকারি আধিকারিক ছিলেন ৷ পাশাপাশি মীনাকারি কাজ করা বেনারসের একটি দাবার বোর্ড উপহার হিসেবে কমলা হ্যারিসকে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁদের দু’জনের ব্যক্তিগত সাক্ষাতের সময় এই উপহারগুলি নরেন্দ্র মোদি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে দেন ৷
প্রসঙ্গত, তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে নরেন্দ্র মোদি এবং কমলা হ্যারিস একান্ত বৈঠক করেন ৷ যেখানে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান প্রসঙ্গও তোলেন কমলা হ্যারিস ৷ তিনি নিজে সেই বিষয়টি নিটে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বলে জানানো হয়েছে ৷ যেখানে কমলা হ্যারিস বলেন, পাকিস্তানে এমন কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠন সক্রিয় রয়েছে, যারা ভারত এবং আমেরিকার শান্তি বিঘ্নিত করতে চায় ৷ সেই সব সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে বন্ধ করতে পাক সরকারের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান হ্যারিস ৷
আরও পড়ুন : Modi-Harris meet : ভারত আমেরিকার খুব গুরুত্বপূর্ণ সহযোগী, প্রধানমন্ত্রীকে জানালেন কমলা হ্যারিস
প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে বর্তমান পরিস্থিতি যে অবস্থায় রয়েছে ৷ বিশেষ করে আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠার পর, কমলা হ্যারিসের এই মন্তব্য এবং পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ে সরাসরি এই বার্তা নয়াদিল্লির কাছে খুবই তাৎপর্যপূর্ণ ৷ ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের মধ্যে ওই বৈঠকে আমেরিকাকে ভারতের খুব ভাল বন্ধু বলে উল্লেখ করেছেন মোদি ৷ যে বৈঠকে দু’জনের মধ্যে বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়, যেখানে দুই দেশের একধরনের স্বার্থ রয়েছে ৷ পাশাপাশি, ভারত ও প্রশান্ত মহাসাগরের জলপথে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে চিনের হস্তক্ষেপ নিয়েও আলোচনা হয় ৷ যেখানে দুই দেশের গণতন্ত্র রক্ষা করতে একজোট হয়ে কাজ করার বিষয়টিও উঠে আসে বলে সূত্রের খবর ৷
আরও পড়ুন : Narendra Modi : ওয়াশিংটনে মোদিকে স্বাগত ইন্দো-আমেরিকানদের, আজ হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ
যে বৈঠকের পর নয়াদিল্লির এক সূত্রের তরফে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কমলা হ্যারিসের এই দ্বিপাক্ষিক বৈঠক সফল হয়েছে ৷ সূত্রের তরফে বলা হয়, ‘‘খুবই আন্তরিকতার সঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে একটি পুরনো বিজ্ঞপ্তির কপি কাঠের ফ্রেমে বাঁধিয়ে উপহার দিয়েছেন ৷ যা তাঁর দাদু পি ভি গোপালানের সঙ্গে সম্পর্কিত ৷ পি ভি গোপালান ভারত সরকারের একজন সিনিয়র এবং সম্মানিত আধিকারিক ছিলেন ৷ যিনি বিভিন্ন পদের দায়িত্ব সামলে ছিলেন ৷’’
আরও পড়ুন : Ghana on Covishield : ভারতের কোভিশিল্ড ব্রাত্য ইউরোপে, রাষ্ট্রসংঘে কড়া সমালোচনা ঘানার প্রেসিডেন্টের
মোদি এই তিনদিনের মার্কিন সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন ৷ পাশাপাশি, প্রথমবার ব্যক্তিগতভাবে কোয়াড সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার 76তম অধিবেশনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নরেন্দ্র মোদি ৷