ETV Bharat / bharat

Presidential Election 2022: ভোট দিলেন মোদি, হুইলচেয়ারে এসে ভোটাধিকার প্রয়োগ মনমোহনেরও

author img

By

Published : Jul 18, 2022, 12:48 PM IST

ঘোষিত নির্ঘণ্ট অনুসারে, সোমবার (18 জুলাই, 2022) সকাল 10টা থেকে শুরু হল রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) ৷

Prime Minister Narendra Modi Cast Vote for Presidential Election 2022
Presidential Election 2022: ভোট দিলেন মোদি, হুইলচেয়ারে এসে ভোটাধিকার প্রয়োগ মনমোহনেরও

নয়াদিল্লি, 18 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) অংশ নিয়ে নিজের ভোটদানের অধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ ঘোষিত সূচি অনুসারে, সোমবার (18 জুলাই, 2022) দেশের প্রত্যেকটি বিধানসভা এবং সংসদে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় ৷ বিভিন্ন দলের নির্বাচিত বিধায়ক ও সাংসদরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন ৷

ভোট দেন ভারতের প্রধানমন্ত্রী তথা বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি ৷ এ দিন সকাল 10টা থেকে দেশের 15তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় ৷ বর্তমানের পাশাপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও (Manmohan Singh) এদিন তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে সংসদে পৌঁছে যান ৷ তবে, শারীরিক অসুস্থতার কারণে হুইল চেয়ারে সংসদে পৌঁছন তিনি ৷ ভোটদানে তাঁকে সাহায্য করতে সঙ্গে ছিলেন পাঁচ সহযোগী ৷ তাঁদের সহায়তাতেই নিজের ভোট ব্যালট বাক্সে ফেলেন তিনি ৷

ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য ভারতবাসীকে 21 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হলেও তা যে কোন দিকে যেতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত ৷ এনডিএ প্রার্থী দৌপদী মুর্মুর (Droupadi Murmu) রাষ্ট্রপতি ভবনে পদার্পণ এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ দ্রৌপদী ভারতের রাষ্ট্রপতি ঘোষিত হলে একসঙ্গে অনেকগুলি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকবে দেশ ৷ 64 বছরের দ্রৌপদী হবেন ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি এবং অবশ্যই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ৷ হিসাব বলছে, সাংসদ ও বিধায়কদের মোট ভোটের প্রায় 62 শতাংশই পাবেন দ্রৌপদী ৷ কারণ, কেন্দ্রের শাসকজোট এনডিএ ছাড়াও একাধিক আঞ্চলিক দল তাঁকে সমর্থন জানিয়েছে ৷ 21 জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের গণনা ও ফল ঘোষণার পর আগামী 25 জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন: PM Modi ahead of Monsoon Session: 'খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়', বাদল অধিবেশন ফলপ্রসূ করার ডাক মোদির

এ দিনের ভোটগ্রহণের জন্য সংসদ ভবনের ভিতরেই অস্থায়ী পোলিং বুথ তৈরি করা হয় ৷ পদাধিকার বলে রাজ্যসভার সাধারণ সচিব হলেন এই নির্বাচনের রিটার্নিং অফিসার ৷ এ দিকে, ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে ৷ আগামী 6 অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice Presidential Election 2022) অনুষ্ঠিত হবে ৷ প্রসঙ্গত, সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন (Monsoon Session 2022) শুরু হল ৷ এই অধিবেশন চলবে আগামী 12 অগাস্ট পর্যন্ত ৷

নয়াদিল্লি, 18 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) অংশ নিয়ে নিজের ভোটদানের অধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ ঘোষিত সূচি অনুসারে, সোমবার (18 জুলাই, 2022) দেশের প্রত্যেকটি বিধানসভা এবং সংসদে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় ৷ বিভিন্ন দলের নির্বাচিত বিধায়ক ও সাংসদরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন ৷

ভোট দেন ভারতের প্রধানমন্ত্রী তথা বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি ৷ এ দিন সকাল 10টা থেকে দেশের 15তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় ৷ বর্তমানের পাশাপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও (Manmohan Singh) এদিন তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে সংসদে পৌঁছে যান ৷ তবে, শারীরিক অসুস্থতার কারণে হুইল চেয়ারে সংসদে পৌঁছন তিনি ৷ ভোটদানে তাঁকে সাহায্য করতে সঙ্গে ছিলেন পাঁচ সহযোগী ৷ তাঁদের সহায়তাতেই নিজের ভোট ব্যালট বাক্সে ফেলেন তিনি ৷

ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য ভারতবাসীকে 21 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হলেও তা যে কোন দিকে যেতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত ৷ এনডিএ প্রার্থী দৌপদী মুর্মুর (Droupadi Murmu) রাষ্ট্রপতি ভবনে পদার্পণ এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ দ্রৌপদী ভারতের রাষ্ট্রপতি ঘোষিত হলে একসঙ্গে অনেকগুলি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকবে দেশ ৷ 64 বছরের দ্রৌপদী হবেন ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি এবং অবশ্যই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ৷ হিসাব বলছে, সাংসদ ও বিধায়কদের মোট ভোটের প্রায় 62 শতাংশই পাবেন দ্রৌপদী ৷ কারণ, কেন্দ্রের শাসকজোট এনডিএ ছাড়াও একাধিক আঞ্চলিক দল তাঁকে সমর্থন জানিয়েছে ৷ 21 জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের গণনা ও ফল ঘোষণার পর আগামী 25 জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন: PM Modi ahead of Monsoon Session: 'খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়', বাদল অধিবেশন ফলপ্রসূ করার ডাক মোদির

এ দিনের ভোটগ্রহণের জন্য সংসদ ভবনের ভিতরেই অস্থায়ী পোলিং বুথ তৈরি করা হয় ৷ পদাধিকার বলে রাজ্যসভার সাধারণ সচিব হলেন এই নির্বাচনের রিটার্নিং অফিসার ৷ এ দিকে, ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে ৷ আগামী 6 অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice Presidential Election 2022) অনুষ্ঠিত হবে ৷ প্রসঙ্গত, সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন (Monsoon Session 2022) শুরু হল ৷ এই অধিবেশন চলবে আগামী 12 অগাস্ট পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.