ETV Bharat / bharat

Shinzo Abe Death: পদ্মভূষণ থেকে গঙ্গা আরতিতে জড়িয়ে আবে, 'বন্ধু'র প্রয়াণে জাতীয় শোক ঘোষণা মোদির - Shinzo Abe Died

শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Former Japanese Shinzo Abe) ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷

Prime Minister Narendra Modi Announces National Mourning After Shinzo Abe Death
Shinzo Abe Death: পদ্মভূষণ থেকে গঙ্গা আরতিতে জড়িয়ে আবে, 'বন্ধু'র প্রয়াণে জাতীয় শোক ঘোষণা মোদির
author img

By

Published : Jul 8, 2022, 3:28 PM IST

Updated : Jul 8, 2022, 4:52 PM IST

নয়াদিল্লি, 8 জুলাই : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Former Japanese Shinzo Abe) ৷ শুক্রবার সকালে আচমকাই গুলিবিদ্ধ হন ৷ তার পর কয়েকঘণ্টার লড়াই শেষে মৃত্যু হয় তাঁর (Shinzo Abe Died) ৷ যার জেরে শোকস্তব্ধ জাপান ৷

সেই শোকের ছড়িয়ে পড়েছে ভারতেও ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মধ্যে ৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার খবর মিলতেই টুইট করেন মোদি ৷ উদ্বেগ প্রকাশ করেন ৷

তার পর আবের মৃত্যুর খবর আসতেই একের পর এক টুইট করা হয় নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেল থেকে ৷ নিজের শোকবার্তায় আরও একবার তিনি শিনজো আবেকে নিজের ‘প্রিয় বন্ধু’ হিসেবেই উল্লেখ করেন ৷ জানান, আগামিকাল ভারতে আবেকে শ্রদ্ধা জানানোর জন্য একদিনের জাতীয় শোক পালিত হবে (Prime Minister Narendra Modi Announces National Mourning After Shinzo Abe Death) ৷

বিদেশি রাষ্ট্রনায়ক বা প্রাক্তন রাষ্ট্রনায়কদের প্রয়াণে শোকবার্তা সব দেশ থেকেই যায় ৷ আর সেটা বরাবরই থাকে ‘প্রোটোকলের‘ মোড়কে ৷ কিন্তু এদিন প্রধানমন্ত্রী যেভাবে একের পর এক টুইটে আবেকে নিয়ে স্মৃতিচারণ করেছেন, তাতে প্রশ্ন উঠছে যে কেন তিনি এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন ৷

ওয়াকিবহাল মহল বলছে যে এটাই স্বাভাবিক ৷ কারণ, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির সম্পর্ক দীর্ঘদিনের ৷ তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই এই দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ৷ মোদিও টুইটে সেকথা উল্লেখ করেছেন ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে তাঁর সঙ্গে শিনজো আবের পরিচয়, সেটাও তিনি জানিয়েছেন ৷

বন্ধু'র প্রয়াণে জাতীয় শোক ঘোষণা মোদির

তাছাড়া মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর শিনজো আবে একাধিকবার ভারতে এসেছেন ৷ 2015 সালে তাঁকে বারাণসীতে গঙ্গা আরতি দেখতে নিয়ে যান মোদি ৷ বছর দুয়েক পর আবার আসেন আবে ৷ আমেদাবাদে সেই সময় বুলেট ট্রেনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন ৷ পরের বছর ভারত-জাপান বার্ষিক সম্মেলনেও আসেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷

তবে শুধু মোদি নয়, ভারতের সঙ্গেও বরাবর তাঁর সম্পর্ক ভালো ছিল ৷ 2014 সালের প্রজাতন্ত্র দিবসে তিনি প্রধান অতিথি ছিলেন ৷ 2021 সালে তাঁকে ভারত সরকার দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ দেয় ৷

আরও পড়ুন : Shinzo Abe Passes Away: শেষরক্ষা হল না, মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

নয়াদিল্লি, 8 জুলাই : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Former Japanese Shinzo Abe) ৷ শুক্রবার সকালে আচমকাই গুলিবিদ্ধ হন ৷ তার পর কয়েকঘণ্টার লড়াই শেষে মৃত্যু হয় তাঁর (Shinzo Abe Died) ৷ যার জেরে শোকস্তব্ধ জাপান ৷

সেই শোকের ছড়িয়ে পড়েছে ভারতেও ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মধ্যে ৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার খবর মিলতেই টুইট করেন মোদি ৷ উদ্বেগ প্রকাশ করেন ৷

তার পর আবের মৃত্যুর খবর আসতেই একের পর এক টুইট করা হয় নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেল থেকে ৷ নিজের শোকবার্তায় আরও একবার তিনি শিনজো আবেকে নিজের ‘প্রিয় বন্ধু’ হিসেবেই উল্লেখ করেন ৷ জানান, আগামিকাল ভারতে আবেকে শ্রদ্ধা জানানোর জন্য একদিনের জাতীয় শোক পালিত হবে (Prime Minister Narendra Modi Announces National Mourning After Shinzo Abe Death) ৷

বিদেশি রাষ্ট্রনায়ক বা প্রাক্তন রাষ্ট্রনায়কদের প্রয়াণে শোকবার্তা সব দেশ থেকেই যায় ৷ আর সেটা বরাবরই থাকে ‘প্রোটোকলের‘ মোড়কে ৷ কিন্তু এদিন প্রধানমন্ত্রী যেভাবে একের পর এক টুইটে আবেকে নিয়ে স্মৃতিচারণ করেছেন, তাতে প্রশ্ন উঠছে যে কেন তিনি এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন ৷

ওয়াকিবহাল মহল বলছে যে এটাই স্বাভাবিক ৷ কারণ, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির সম্পর্ক দীর্ঘদিনের ৷ তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই এই দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ৷ মোদিও টুইটে সেকথা উল্লেখ করেছেন ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে তাঁর সঙ্গে শিনজো আবের পরিচয়, সেটাও তিনি জানিয়েছেন ৷

বন্ধু'র প্রয়াণে জাতীয় শোক ঘোষণা মোদির

তাছাড়া মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর শিনজো আবে একাধিকবার ভারতে এসেছেন ৷ 2015 সালে তাঁকে বারাণসীতে গঙ্গা আরতি দেখতে নিয়ে যান মোদি ৷ বছর দুয়েক পর আবার আসেন আবে ৷ আমেদাবাদে সেই সময় বুলেট ট্রেনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন ৷ পরের বছর ভারত-জাপান বার্ষিক সম্মেলনেও আসেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷

তবে শুধু মোদি নয়, ভারতের সঙ্গেও বরাবর তাঁর সম্পর্ক ভালো ছিল ৷ 2014 সালের প্রজাতন্ত্র দিবসে তিনি প্রধান অতিথি ছিলেন ৷ 2021 সালে তাঁকে ভারত সরকার দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ দেয় ৷

আরও পড়ুন : Shinzo Abe Passes Away: শেষরক্ষা হল না, মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

Last Updated : Jul 8, 2022, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.