ETV Bharat / bharat

Adani Group: হিন্ডেনবার্গ রিপোর্ট ভিত্তিহীন, আদানিকে ক্লিনচিট সুপ্রিম কোর্ট কমিটির

author img

By

Published : May 19, 2023, 7:26 PM IST

আদানি গোষ্ঠীর শেয়ারে বাজারদরে কারসাজির সিদ্ধান্ত নেওয়া প্রাথমিকভাবে সম্ভব নয় বলেও জানায় সুপ্রিম কোর্টের কমিটি ৷ অভিযোগের আদৌ কোনও ভিত্তি নেই বলেও জানায় কমিটি ৷

Etv Bharat
আদানিকে ক্লিনচিট

নয়াদিল্লি, 19 মে: গৌতম আদানির কোম্পানিকে কার্যত ক্লিনচিট দিল সুপ্রিম কোর্টের কমিটি। শুক্রবার কমিটি রিপোর্ট পেশ করে জানিয়েছে, আদানিদের বিরুদ্ধে শেয়ারের দর বাড়িয়ে দেখানোর যে অভিযোগ মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্টে উল্লেখ করা হয়েছিল তার কোনও ভিত্তি নেই। এমনকী এই অভিযোগের স্বপক্ষে কোনও তথ্য প্রমাণ মেলেনি বলেও জানিয়েছে কমিটি। শীর্ষ আদালত গঠিত কমিটির এই রিপোর্টে স্বাভাবিকভাবেই স্বস্তি পেলেন আদানি ৷

আদানি গোষ্ঠীর শেয়ারে বাজারদরে কারসাজির সিদ্ধান্ত নেওয়া প্রাথমিকভাবে সম্ভব নয় বলেও জানায় সুপ্রিম কোর্টের কমিটি ৷ হিন্ডেনবার্গ বিতর্কের পর আদানি গ্রুপ নিয়ে কমিটির রিপোর্ট নিয়ে আইনজীবী মুকুল রোহাতগি বলেন, "রিপোর্টে পাওয়া গিয়েছে যে, আদানি গোষ্ঠীর দ্বারা কোনও স্টক মূল্যের হেরফের হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের কোনও লঙ্ঘনও হয়নি।" প্রাথমিক তথ্যের ভিত্তিতে এবং সেবি'র ব্যাখ্যা বিবেচনা করে, কমিটির পক্ষে এই সিদ্ধান্তে পৌঁছেছে, শেয়ারে দামের আদেও হেরফের করা হয়নি ৷ অভিযোগের আদেও কোনও ভিত্তি নেই বলেও জানায় কমিটি ৷

বিশেষজ্ঞ কমিটি তার জমা দেওয়া রিপোর্টে জানিয়েছে, এটি স্পষ্ট যে সেবি বাজারের উন্নয়ন এবং দামের গতিবিধির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। কমিটি আরও জানিয়েছে, ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে, চলতি বছরের 24 জানুয়ারির পর থেকে গোষ্ঠীর খুচরো বিনিয়োগকারীদের এক্সপোজার বেড়েছে ৷ তাৎপর্যপূর্ণাভাবে সেসময়ই হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হয়েছিল। কমিটি অভিজ্ঞতামূলক প্রমাণের উপর ভিত্তি করে কার্যত উপসংহারে পৌঁছেছে যে, সামগ্রিকভাবে দেশের বাজার টালমাটাল ছিল না। তবে আদানি স্টকের টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল তা মেনে নিয়েছে কমিটি ৷ তবে এর জন্য হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশকে দায়ী করেছে সুপ্রিম কোর্টের কমিটি ৷

আদানি স্টকগুলির পুনর্মূল্য নির্ধারণ করেছে এবং পুনরায় তার মূল্যায়ন করলেও তারা 24 জানুয়ারি, 2023-এর আগের অবস্থায় ফিরে নাও যেতে পারে বলে সংশয় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের কমিটি ৷ তবে বর্তমানে আদানি স্টকের অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছে কমিটি ৷ সেই সঙ্গে কমিটির দাবি, স্টকে বা শেয়ারে অস্থিরতা বাজারের জন্য সবসময় খারাপ প্রতিপন্য নাও হতে পারে ৷ গত 2 মার্চ শীর্ষ আদালত বাজার নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দেয় হিন্ডেনবার্গ রিপোর্টের পরিপ্রেক্ষিতে সেবি আদানি গোষ্ঠীর দ্বারা নিরাপত্তা আইনের লঙ্ঘনের তদন্ত করবে ৷ যার জেরে আদানি গ্রুপের বাজার মূল্য একটি বড় আকারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই সঙ্গে, সুপ্রিম কোর্ট উদ্ভূত সমস্যাটির উপর একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করে। কমিটির নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএম সাপ্রে। শীর্ষ আদালত সেবিআইকে দু'মাসের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্টও দাখিল করতে বলেছিল।

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদে সিবিআইয়ের তাড়া থাকলেও শুভেন্দুর ক্ষেত্রে কেন নেই, প্রশ্ন তুললেন কুণাল

নয়াদিল্লি, 19 মে: গৌতম আদানির কোম্পানিকে কার্যত ক্লিনচিট দিল সুপ্রিম কোর্টের কমিটি। শুক্রবার কমিটি রিপোর্ট পেশ করে জানিয়েছে, আদানিদের বিরুদ্ধে শেয়ারের দর বাড়িয়ে দেখানোর যে অভিযোগ মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্টে উল্লেখ করা হয়েছিল তার কোনও ভিত্তি নেই। এমনকী এই অভিযোগের স্বপক্ষে কোনও তথ্য প্রমাণ মেলেনি বলেও জানিয়েছে কমিটি। শীর্ষ আদালত গঠিত কমিটির এই রিপোর্টে স্বাভাবিকভাবেই স্বস্তি পেলেন আদানি ৷

আদানি গোষ্ঠীর শেয়ারে বাজারদরে কারসাজির সিদ্ধান্ত নেওয়া প্রাথমিকভাবে সম্ভব নয় বলেও জানায় সুপ্রিম কোর্টের কমিটি ৷ হিন্ডেনবার্গ বিতর্কের পর আদানি গ্রুপ নিয়ে কমিটির রিপোর্ট নিয়ে আইনজীবী মুকুল রোহাতগি বলেন, "রিপোর্টে পাওয়া গিয়েছে যে, আদানি গোষ্ঠীর দ্বারা কোনও স্টক মূল্যের হেরফের হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের কোনও লঙ্ঘনও হয়নি।" প্রাথমিক তথ্যের ভিত্তিতে এবং সেবি'র ব্যাখ্যা বিবেচনা করে, কমিটির পক্ষে এই সিদ্ধান্তে পৌঁছেছে, শেয়ারে দামের আদেও হেরফের করা হয়নি ৷ অভিযোগের আদেও কোনও ভিত্তি নেই বলেও জানায় কমিটি ৷

বিশেষজ্ঞ কমিটি তার জমা দেওয়া রিপোর্টে জানিয়েছে, এটি স্পষ্ট যে সেবি বাজারের উন্নয়ন এবং দামের গতিবিধির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। কমিটি আরও জানিয়েছে, ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে, চলতি বছরের 24 জানুয়ারির পর থেকে গোষ্ঠীর খুচরো বিনিয়োগকারীদের এক্সপোজার বেড়েছে ৷ তাৎপর্যপূর্ণাভাবে সেসময়ই হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হয়েছিল। কমিটি অভিজ্ঞতামূলক প্রমাণের উপর ভিত্তি করে কার্যত উপসংহারে পৌঁছেছে যে, সামগ্রিকভাবে দেশের বাজার টালমাটাল ছিল না। তবে আদানি স্টকের টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল তা মেনে নিয়েছে কমিটি ৷ তবে এর জন্য হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশকে দায়ী করেছে সুপ্রিম কোর্টের কমিটি ৷

আদানি স্টকগুলির পুনর্মূল্য নির্ধারণ করেছে এবং পুনরায় তার মূল্যায়ন করলেও তারা 24 জানুয়ারি, 2023-এর আগের অবস্থায় ফিরে নাও যেতে পারে বলে সংশয় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের কমিটি ৷ তবে বর্তমানে আদানি স্টকের অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছে কমিটি ৷ সেই সঙ্গে কমিটির দাবি, স্টকে বা শেয়ারে অস্থিরতা বাজারের জন্য সবসময় খারাপ প্রতিপন্য নাও হতে পারে ৷ গত 2 মার্চ শীর্ষ আদালত বাজার নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দেয় হিন্ডেনবার্গ রিপোর্টের পরিপ্রেক্ষিতে সেবি আদানি গোষ্ঠীর দ্বারা নিরাপত্তা আইনের লঙ্ঘনের তদন্ত করবে ৷ যার জেরে আদানি গ্রুপের বাজার মূল্য একটি বড় আকারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই সঙ্গে, সুপ্রিম কোর্ট উদ্ভূত সমস্যাটির উপর একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করে। কমিটির নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএম সাপ্রে। শীর্ষ আদালত সেবিআইকে দু'মাসের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্টও দাখিল করতে বলেছিল।

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদে সিবিআইয়ের তাড়া থাকলেও শুভেন্দুর ক্ষেত্রে কেন নেই, প্রশ্ন তুললেন কুণাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.