ETV Bharat / bharat

দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ কোবিন্দ-মোদি-মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "ঈশ্বরদত্ত অনন্য মেধার অধিকারী ছিলেন তিনি ৷ যাতে মুগ্ধ হয়েছে সমস্ত প্রজন্মের দর্শক ৷"

s
s
author img

By

Published : Jul 7, 2021, 10:25 AM IST

Updated : Jul 7, 2021, 10:46 AM IST

নয়া দিল্লি, 7 জুলাই : আজ সকালে প্রয়াত হয়েছেন হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ৷ বয়সজনিত অসুস্থায় ভুগছিলেন তিনি ৷ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে 98 বছরে বয়সে মৃত্যু হয় তাঁর ৷ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে বলিউড শোকের ছায়া নেমেছে ৷ বলিউডের সর্বকালের অন্যতমে সেরা অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও ৷ টুইট করে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "দিলীপ কুমারজিকে সিনেমা জগতের একজন কিংবদন্তি হিসেবে স্মরণ করা হবে ৷ ঈশ্বরদত্ত অনন্য মেধার অধিকারী ছিলেন তিনি ৷ যাতে মুগ্ধ হয়েছে সমস্ত প্রজন্মের দর্শক ৷ তাঁর মৃত্যু আমাদের সাংস্কৃতিক জগতে এক বড় ক্ষতি ৷ সমবেদনা রইল তাঁর পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের প্রতি ৷"

  • Dilip Kumar Ji will be remembered as a cinematic legend. He was blessed with unparalleled brilliance, due to which audiences across generations were enthralled. His passing away is a loss to our cultural world. Condolences to his family, friends and innumerable admirers. RIP.

    — Narendra Modi (@narendramodi) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্দি সিনেমার কালজয়ী অভিনেতার প্রতি টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ টুইটে তিনি লেখেন, "দিলীপ কুমার নিজের মধ্যে উদীয়মান ভারতের ইতিহাসকে প্রতিষ্ঠা দিয়েছিলেন ৷ তাঁর অভিনয়ের উষ্ণতা সমস্ত সংকীর্ণ সীমা অতিক্রম করেছিল ৷ তিনি উপমহাদেশের ভালবাসার পাত্র হয়ে উঠেছিলেন ৷ তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল ৷ চিরকাল ভারতের হৃদয়ে থাকবেন দিলীপ সাহাব ৷ সমবেদনা জানাই পরিবার ও অগুন্তি ভক্তদের ৷"

  • Dilip Kumar summarised in himself a history of emerging India. The thespian’s charm transcended all boundaries, and he was loved across the subcontinent. With his demise, an era ends. Dilip Saab will live forever in the heart of India. Condolences to family and countless fans.

    — President of India (@rashtrapatibhvn) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Dilip Kumar : প্রয়াত দিলীপ কুমার

দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা টুইট করেন, "বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারজির মৃত্যুর খবর জেনে গভীরভাবে বেদনাহত ৷ তাঁর অননুকরণীয় অভিনয়ের প্রকরণ সিনেমা অনুরাগীদের হৃদয়ে প্রথিত থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে ৷ আমার হৃদয়ের সমবেদনা রইল সায়রা বানু, তাঁর পরিবার ও দিলীপ কুমারের কোটি কোটি ভক্তিদের প্রতি ৷"

  • Crestfallen at the passing of a beacon in cinema.Deeply anguished to learn about the demise of veteran actor Dilip Kumar ji.His inimitable style of acting will remain engraved among film lovers for generations. My heartfelt condolences to Saira Banu,his family & millions of fans.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়া দিল্লি, 7 জুলাই : আজ সকালে প্রয়াত হয়েছেন হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ৷ বয়সজনিত অসুস্থায় ভুগছিলেন তিনি ৷ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে 98 বছরে বয়সে মৃত্যু হয় তাঁর ৷ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে বলিউড শোকের ছায়া নেমেছে ৷ বলিউডের সর্বকালের অন্যতমে সেরা অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও ৷ টুইট করে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "দিলীপ কুমারজিকে সিনেমা জগতের একজন কিংবদন্তি হিসেবে স্মরণ করা হবে ৷ ঈশ্বরদত্ত অনন্য মেধার অধিকারী ছিলেন তিনি ৷ যাতে মুগ্ধ হয়েছে সমস্ত প্রজন্মের দর্শক ৷ তাঁর মৃত্যু আমাদের সাংস্কৃতিক জগতে এক বড় ক্ষতি ৷ সমবেদনা রইল তাঁর পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের প্রতি ৷"

  • Dilip Kumar Ji will be remembered as a cinematic legend. He was blessed with unparalleled brilliance, due to which audiences across generations were enthralled. His passing away is a loss to our cultural world. Condolences to his family, friends and innumerable admirers. RIP.

    — Narendra Modi (@narendramodi) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্দি সিনেমার কালজয়ী অভিনেতার প্রতি টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ টুইটে তিনি লেখেন, "দিলীপ কুমার নিজের মধ্যে উদীয়মান ভারতের ইতিহাসকে প্রতিষ্ঠা দিয়েছিলেন ৷ তাঁর অভিনয়ের উষ্ণতা সমস্ত সংকীর্ণ সীমা অতিক্রম করেছিল ৷ তিনি উপমহাদেশের ভালবাসার পাত্র হয়ে উঠেছিলেন ৷ তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল ৷ চিরকাল ভারতের হৃদয়ে থাকবেন দিলীপ সাহাব ৷ সমবেদনা জানাই পরিবার ও অগুন্তি ভক্তদের ৷"

  • Dilip Kumar summarised in himself a history of emerging India. The thespian’s charm transcended all boundaries, and he was loved across the subcontinent. With his demise, an era ends. Dilip Saab will live forever in the heart of India. Condolences to family and countless fans.

    — President of India (@rashtrapatibhvn) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Dilip Kumar : প্রয়াত দিলীপ কুমার

দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা টুইট করেন, "বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারজির মৃত্যুর খবর জেনে গভীরভাবে বেদনাহত ৷ তাঁর অননুকরণীয় অভিনয়ের প্রকরণ সিনেমা অনুরাগীদের হৃদয়ে প্রথিত থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে ৷ আমার হৃদয়ের সমবেদনা রইল সায়রা বানু, তাঁর পরিবার ও দিলীপ কুমারের কোটি কোটি ভক্তিদের প্রতি ৷"

  • Crestfallen at the passing of a beacon in cinema.Deeply anguished to learn about the demise of veteran actor Dilip Kumar ji.His inimitable style of acting will remain engraved among film lovers for generations. My heartfelt condolences to Saira Banu,his family & millions of fans.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jul 7, 2021, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.