ETV Bharat / bharat

President Kovind to visit Bangladesh: বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে আজ ঢাকা যাচ্ছেন রাষ্ট্রপতি - রাম নাথ কোবিন্দের বাংলাদেশ সফর

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে (50th Victory Day celebrations) যোগ দিতে আজ বাংলাদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Kovind to visit Bangladesh)৷

President Ram Nath Kovind going to 3-day visit to Bangladesh for 50th Victory Day celebrations
বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে আজ থেকে ঢাকা সফরে রাষ্ট্রপতি
author img

By

Published : Dec 15, 2021, 11:52 AM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: এবছর বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ (50th Victory Day celebrations)৷ এই বিশেষ দিনটির উদযাপনে প্রতিবেশী দেশের পাশে থাকতে আজ ওপার বাংলায় যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Kovind to visit Bangladesh) ৷ আজ তিনদিনের সফরে ঢাকায় পাড়ি দিচ্ছেন তিনি ৷ বিজয় দিবসের 50তম বর্ষে তাঁকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ৷

মঙ্গলবার বিদেশসচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla on Kovind Bangladesh visit) সাংবাদিকদের বলেন, "বুধবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর ৷ তিনি সফর করবেন 15-17 ডিসেম্বর (President Ram Nath Kovind going to 3-day visit to Bangladesh) ৷ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ 50তম বিজয় দিবস পালনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি কোবিন্দকে ৷ সেই কারণেই তাঁর এই সফর ৷" 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিরাট সাফল্য পেয়েছিল বাংলাদেশ ৷ আত্মসমর্পণ করে পাক বাহিনী ৷ সেই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয় ওপার বাংলায় ৷

আরও পড়ুন: Abhinandan Varthaman Receives Vir Chakra: রাষ্ট্রপতির থেকে বীর চক্র গ্রহণ, অভিনন্দনে মাতলেন নেটিজেন

কোভিড 19 (Covid 19) অতিমারির প্রাদুর্ভাবের পর রাষ্ট্রপতি এই প্রথমবার বিদেশে যাচ্ছেন বলে জানিয়ে শ্রিংলা আরও বলেন, "এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে ৷ তিনিই সেই অনুষ্ঠানে একমাত্র বিদেশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৷ কোভিড 19 অতিমারির পর রাষ্ট্রপতি এই প্রথমবার বাইরে যাচ্ছেন, এটাও খুবই তাৎপর্যপূর্ণ ৷"

আরও পড়ুন: Harsh Vardhan Shringla meeting with Sheikh Hasina : রাষ্ট্রপতির সফরের আগে হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের বিদেশ সচিব

রাষ্ট্রপতির এই সফর ভারত ও বাংলাদেশ - দু‘দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশাপ্রকাশ করেছেন বিদেশসচিব ৷ তাঁর আশা, এই সফরের ফলে দ্বিপাক্ষিক ক্ষেত্রে বন্ধন আরও গভীর ও বিস্তৃত হবে ৷ বাংলাদেশ সফরে গিয়ে সে দেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন রাষ্ট্রপতি কোবিন্দ ৷ তাঁর দেখা করার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদেশমন্ত্রী একএ আবদুল মোমেনের সঙ্গেও ৷

আরও পড়ুন : Foreign Secretary Visits Bangladesh: মৈত্রী দিবসে 2 দিনের বাংলাদেশ সফরে বিদেশ সচিব শ্রিংলা

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: এবছর বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ (50th Victory Day celebrations)৷ এই বিশেষ দিনটির উদযাপনে প্রতিবেশী দেশের পাশে থাকতে আজ ওপার বাংলায় যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Kovind to visit Bangladesh) ৷ আজ তিনদিনের সফরে ঢাকায় পাড়ি দিচ্ছেন তিনি ৷ বিজয় দিবসের 50তম বর্ষে তাঁকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ৷

মঙ্গলবার বিদেশসচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla on Kovind Bangladesh visit) সাংবাদিকদের বলেন, "বুধবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর ৷ তিনি সফর করবেন 15-17 ডিসেম্বর (President Ram Nath Kovind going to 3-day visit to Bangladesh) ৷ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ 50তম বিজয় দিবস পালনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি কোবিন্দকে ৷ সেই কারণেই তাঁর এই সফর ৷" 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিরাট সাফল্য পেয়েছিল বাংলাদেশ ৷ আত্মসমর্পণ করে পাক বাহিনী ৷ সেই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয় ওপার বাংলায় ৷

আরও পড়ুন: Abhinandan Varthaman Receives Vir Chakra: রাষ্ট্রপতির থেকে বীর চক্র গ্রহণ, অভিনন্দনে মাতলেন নেটিজেন

কোভিড 19 (Covid 19) অতিমারির প্রাদুর্ভাবের পর রাষ্ট্রপতি এই প্রথমবার বিদেশে যাচ্ছেন বলে জানিয়ে শ্রিংলা আরও বলেন, "এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে ৷ তিনিই সেই অনুষ্ঠানে একমাত্র বিদেশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৷ কোভিড 19 অতিমারির পর রাষ্ট্রপতি এই প্রথমবার বাইরে যাচ্ছেন, এটাও খুবই তাৎপর্যপূর্ণ ৷"

আরও পড়ুন: Harsh Vardhan Shringla meeting with Sheikh Hasina : রাষ্ট্রপতির সফরের আগে হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের বিদেশ সচিব

রাষ্ট্রপতির এই সফর ভারত ও বাংলাদেশ - দু‘দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশাপ্রকাশ করেছেন বিদেশসচিব ৷ তাঁর আশা, এই সফরের ফলে দ্বিপাক্ষিক ক্ষেত্রে বন্ধন আরও গভীর ও বিস্তৃত হবে ৷ বাংলাদেশ সফরে গিয়ে সে দেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন রাষ্ট্রপতি কোবিন্দ ৷ তাঁর দেখা করার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদেশমন্ত্রী একএ আবদুল মোমেনের সঙ্গেও ৷

আরও পড়ুন : Foreign Secretary Visits Bangladesh: মৈত্রী দিবসে 2 দিনের বাংলাদেশ সফরে বিদেশ সচিব শ্রিংলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.