নয়াদিল্লি, 6 জুলাই : বেশ কয়েকটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এক প্রেস বিবৃতিতে মঙ্গলবার এই বিষয়ে জানানো হয়েছে ৷ যে রাজ্যগুলিতে নতুন রাজ্যপাল নিয়োগ করা হল, সেগুলি হল - কর্নাটক, মিজোরাম, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ ৷
কর্নাটকের রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলটকে ৷ হরি বাবু কমভামপতিকে করা হল মিজোরামের রাজ্যপাল ৷ মধ্য়প্রদেশের রাজ্যপাল হলেন মঙ্গুভাই ছগনভাই প্যাটেল ৷ আর হিমাটল প্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে ৷
আরও পড়ুন : মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে মোদির গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল
ওই প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে মিজোরামের রাজ্যপাল ছিলেন পিএস শ্রীধরন পিল্লাই ৷ তাঁকে গোয়ার রাজ্যপাল পদে স্থানান্তরিত করা হল ৷ অন্যদিকে হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হল ৷ ত্রিপুরায় রাজ্যপাল ছিলেন রমেশ ব্যস ৷ তাঁকে ঝাড়খণ্ডের রাজ্যপাল করা হল ৷ আর হরিয়ানার রাজ্যপাল পদে আনা হল বন্দারু দত্তাত্রেয়কে ৷ তিনি বর্তমানে হিমাচল প্রদেশের রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছিলেন ৷
আরও পড়ুন : নির্বাচনের প্রস্তুতিতে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মু-কাশ্মীরে ডেলিমিটেশন কমিশন
কর্নাটকের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন থাওয়ারচাঁদ গেহলট ৷ তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ এবং নরেন্দ্র মোদির ক্যাবিনেটের সদস্য ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করা হবে বলে বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ৷ সূত্রের খবর, চলতি সপ্তাহেই এই রদবদল হতে পারে ৷ তার আগে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক থেকে গেহলটকে অব্যাহতি দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে টুইট-শ্রদ্ধা মোদির