নয়াদিল্লি, 18 নভেম্বর: ডিপ-ফেক এবং জেনারেটিভ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে ব্যবহার করছে অপরাধীরা ৷ সাধারণ মানুষ ছাড়াও এবার অত্যাধুনিক প্রযুক্তির শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রীরা ৷ সেই ইস্যুকে সামনে এনে এবার পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তাঁর উপদেশ, পুলিশ আধিকারিকদের সর্বদা প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের আপগ্রেড রাখতে হবে ৷ শনিবার 2022 সালের ভারতীয় পুলিশ সার্ভিসের প্রবেশনারদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন দ্রৌপদী মুর্মু ৷
রাষ্ট্রপতি ভবন থেকেই এ দিন প্রবেশনারদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি ৷ সেখানে তিনি বলেন, ‘‘সাইবার অপরাধ, মাদক পাচার, বামপন্থী চরমপন্থা এবং সন্ত্রাসবাদের মতো অনেক চ্যালেঞ্জে পুলিশ প্রশাসনের সামনে আসে ৷ এমনকি এই সব ক্ষেত্রে সোশাল মিডিয়া ও নয়া প্রযুক্তির কারণে পরিস্থিতি বদলে গিয়ে একাধিক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পুলিশকে ৷ আর তারই বড় একটা দিক বর্তমানে মানবসমাজের মাথা ব্যাথার কারণ হয়ে দেখা দিয়েছে ৷ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করছে সাইবার অপরাধীরা ৷’’
আর সেই কারণেই পুলিশের সবসময় প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকার কথা বলেন রাষ্ট্রপতি ৷ তিনি বলেন, ‘‘এই সমস্ত অপরাধীদের উপর নিয়ন্ত্রণ পেতে হলে পুলিশকে সবসময় প্রযুক্তির বিষয়গুলি সম্পর্কে অবগত থাকতে হবে ৷’’ তিনি এও বলেন, পুলিশ প্রশাসনের প্রাথমিক কর্তব্য আইন-শৃঙ্খলা বজায় রাখা ৷ বাকিটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন ৷ কিন্তু, একজন আইপিএস আধিকারিকের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ কারণ, রাজ্যের তরফে নিয়োগ করা একজন পুলিশ অফিসার বা কর্মীকে সঠিক নেতৃত্ব দিয়ে কাজ করানোর দায়িত্ব আইপিএস-এর ৷
পুলিশের কর্তব্য সম্পর্কে বলতে গিয়ে, বিনিয়োগ এবং স্থানীয় উন্নয়ন প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি বলেন, ‘‘কোনও এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন নির্ভর করে পুলিশ প্রশাসনের উপর ৷ এর প্রধান কারণ, যে এলাকায় অপরাধ বেশি হয়, সেখানে কোনও বড় বিনিয়োগকারী সংস্থা আসবে না ৷ এমনকি ছোট ও মাঝারি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রেও বড় বাধার কারণ আইন-শৃঙ্খলার অবনতি ৷ আর সেখানেই একটি এলাকাকে অপরাধমুক্ত রেখে, সুন্দর সমাজ গড়ে তোলরা সঙ্গেই, সেখানকার আর্থিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন ৷
আরও পড়ুন: