ETV Bharat / bharat

Eid ul Fitr Greetings: আজ খুশির ঈদ-অক্ষয় তৃতীয়া, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

আজ খুশির ঈদ এবং অক্ষয় তৃতীয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রেড রোডের মঞ্চ থেকে সবাইকে ঈদের শুভচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Eid ul Fitr
ঈদ
author img

By

Published : Apr 22, 2023, 8:52 AM IST

Updated : Apr 22, 2023, 9:29 AM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল: চাঁদ দেখা দিয়েছে ৷ শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার পর আজ খুশির ঈদ পালিত হচ্ছে দেশ তথা বিশ্বজুড়ে ৷ এর সঙ্গে আজ অক্ষয় তৃতীয়াও ৷ ঈদ ও অক্ষয় তৃতীয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অনেকে ৷ রাষ্ট্রপতি তাঁর টুইটারে লিখলেন, "ঈদ-উল-ফিতরে দেশবাসীকে বিশেষত মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা জানাই ৷ প্রেম আর করুণার পর্ব হল ঈদ ৷ এই উৎসব আমাদের অন্যদের সাহায্য করার বার্তা দেয় ৷ আসুন, এই উদযাপন উপলক্ষ্যে আমরা সবাই সমাজে ভ্রাতৃত্ব আর নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির রাস্তায় এগিয়ে যাই, তার সংকল্প নিই ৷"

  • ईद-उल-फ़ित्र पर सभी देशवासियों विशेष रूप से मुस्लिम भाइयों-बहनों को मैं बधाई देती हूं। प्रेम और करुणा का पर्व ईद हमें दूसरों की मदद करने का संदेश देता है। आइए, जश्न के इस मुबारक मौके पर हम सभी समाज में भाईचारा और आपसी सौहार्द को बढ़ाने की राह पर आगे बढ़ने का संकल्प लें।

    — President of India (@rashtrapatibhvn) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঈদের শুভেচ্ছা টুইটারে লিখেছেন, "ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ৷ আমাদের সমাজে সম্প্রীতি ও সহানুভূতি আরও বাড়ুক, এই কামনা করি ৷ আমি প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ভালো থাকার জন্যও প্রার্থনা করি ৷ ঈদ মুবারক !" পাশাপাশি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।

  • Greetings on Eid-ul-Fitr. May the spirit of harmony and compassion be furthered in our society. I also pray for everyone’s wonderful health and well-being. Eid Mubarak!

    — Narendra Modi (@narendramodi) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রকৃতির রোষে নতিস্বীকার ধর্মীয় রীতিরও, এই প্রথম ছাউনির নীচে ঈদের সমবেত নমাজ

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধি ৷ তিনি লিখেছেন, "সবাইকে ঈদ মুবারক ! এই শুভ উৎসব সবার জীবনে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসুক ৷" অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে তিনি লিখেছেন, "অক্ষয় তৃতীয়ায় আপনাদের সবার জন্য মঙ্গলময় হয়ে উঠুক ৷ আশা করি, এই শুভ দিন আপনার জীবনে সুখ আর সম্পদ নিয়ে আসবে ৷" ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ৷

রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সবাইকে সাহসের সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করেন ৷ তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিহারের পটনায় গান্ধি ময়দানে নমাজ পাঠ হয়েছে ৷ সেখানে উপস্থিত মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ দিল্লির জামা মসজিদে উপচে পড়েছে মানুষের ভিড় ৷ নমাজ শেষে একে অপরকে আলিঙ্গনের দৃশ্য ধরা পড়ল ক্যামেরায় ৷

নয়াদিল্লি, 22 এপ্রিল: চাঁদ দেখা দিয়েছে ৷ শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার পর আজ খুশির ঈদ পালিত হচ্ছে দেশ তথা বিশ্বজুড়ে ৷ এর সঙ্গে আজ অক্ষয় তৃতীয়াও ৷ ঈদ ও অক্ষয় তৃতীয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অনেকে ৷ রাষ্ট্রপতি তাঁর টুইটারে লিখলেন, "ঈদ-উল-ফিতরে দেশবাসীকে বিশেষত মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা জানাই ৷ প্রেম আর করুণার পর্ব হল ঈদ ৷ এই উৎসব আমাদের অন্যদের সাহায্য করার বার্তা দেয় ৷ আসুন, এই উদযাপন উপলক্ষ্যে আমরা সবাই সমাজে ভ্রাতৃত্ব আর নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির রাস্তায় এগিয়ে যাই, তার সংকল্প নিই ৷"

  • ईद-उल-फ़ित्र पर सभी देशवासियों विशेष रूप से मुस्लिम भाइयों-बहनों को मैं बधाई देती हूं। प्रेम और करुणा का पर्व ईद हमें दूसरों की मदद करने का संदेश देता है। आइए, जश्न के इस मुबारक मौके पर हम सभी समाज में भाईचारा और आपसी सौहार्द को बढ़ाने की राह पर आगे बढ़ने का संकल्प लें।

    — President of India (@rashtrapatibhvn) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঈদের শুভেচ্ছা টুইটারে লিখেছেন, "ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ৷ আমাদের সমাজে সম্প্রীতি ও সহানুভূতি আরও বাড়ুক, এই কামনা করি ৷ আমি প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ভালো থাকার জন্যও প্রার্থনা করি ৷ ঈদ মুবারক !" পাশাপাশি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।

  • Greetings on Eid-ul-Fitr. May the spirit of harmony and compassion be furthered in our society. I also pray for everyone’s wonderful health and well-being. Eid Mubarak!

    — Narendra Modi (@narendramodi) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রকৃতির রোষে নতিস্বীকার ধর্মীয় রীতিরও, এই প্রথম ছাউনির নীচে ঈদের সমবেত নমাজ

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধি ৷ তিনি লিখেছেন, "সবাইকে ঈদ মুবারক ! এই শুভ উৎসব সবার জীবনে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসুক ৷" অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে তিনি লিখেছেন, "অক্ষয় তৃতীয়ায় আপনাদের সবার জন্য মঙ্গলময় হয়ে উঠুক ৷ আশা করি, এই শুভ দিন আপনার জীবনে সুখ আর সম্পদ নিয়ে আসবে ৷" ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ৷

রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সবাইকে সাহসের সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করেন ৷ তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিহারের পটনায় গান্ধি ময়দানে নমাজ পাঠ হয়েছে ৷ সেখানে উপস্থিত মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ দিল্লির জামা মসজিদে উপচে পড়েছে মানুষের ভিড় ৷ নমাজ শেষে একে অপরকে আলিঙ্গনের দৃশ্য ধরা পড়ল ক্যামেরায় ৷

Last Updated : Apr 22, 2023, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.