ETV Bharat / bharat

Yogi's Swearing-in Ceremony : যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে

author img

By

Published : Mar 23, 2022, 2:32 PM IST

অগামী 25 মার্চ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী হিসাবে বিজেপির যোগী আদিত্যনাথ শপথ নেবেন ৷ তার আগে গোটা শহর সেজে উঠেছে ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রীগণসহ 12 জন বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রী, পাঁচ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা (Preparations in full swing for Yogi Adityanath's swearing-in ceremony) ।

Yogi Adityanath
Yogi Adityanath

লখনউ, 23 মার্চ : উত্তরপ্রদেশ জুড়ে এখন সাজো সাজো রব ৷ গোটা শহর সেজে উঠছে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে (Preparations in full swing for Yogi Adityanath's swearing-in ceremony) ৷

দ্বিতীয়বারের জন্য় অগামী 25 মার্চ বিজেপির যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীর পদে বসতে চলেছেন ৷ তার আগে কোনরকম খামতি রাখতে চাইছেন না উত্তরপ্রদেশ সরকার ৷ অনুষ্ঠানের জন্য় শহিদ পথ এবং তার সার্ভিস লেন জুড়ে প্রায় 150টির বেশি উল্লম্ব বাগান এবং 5 হাজারের বেশি ফুলের পাত্র রাখা হয়েছে, যে পথে লখনউয়ের একানা স্টেডিয়ামে নিয়ে আসা হবে শতাধিক বিশিষ্ট ব্যক্তি এবং অন্যান্য অতিথিকে ।

আরও পড়ুন : HC over Rampurhat Massacre Case : রামপুরহাট গণহত্যায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ আদালতের, শুনানি দুপুর 2টোয়

যোগী আদিত্যনাথের দ্বিতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানে (Yogi Adityanath's Swearing-in Ceremony) উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রীগণ-সহ 12 জন বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রী, পাঁচ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাবা রামদেব ছাড়াও মথুরা-বৃন্দাবন, অযোধ্যা, হরিদ্বার-সহ আরও বিভিন্ন স্থানের সাধুকেও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল ।

আরও পড়ুন : Fuel Price Hike : আজও বাড়ল জ্বালানির দাম, কলকাতায় পেট্রল 106.34 ও ডিজেল 91.42 টাকা

অনুষ্ঠানকে ঘিরে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ শহিদ পথটি খুব দ্রুত তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে । তার আশেপেশের রাস্তাগুলি মেরামত করা হচ্ছে, মিডিয়ান এবং গ্রিল রং করা হচ্ছে, গাছ ছাঁটাই করা হচ্ছে এবং দেওয়ালের লিখণ এবং প্রচারমূলক বার্তাগুলি মুছে ফেলা হচ্ছে । নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব রজনীশ দুবে বলেছেন, ভিআইপিদের চলাচলের জন্য় সমস্ত রাস্তার আলো কাজ করছে এবং রঙিন এলইডি স্ট্রিপ দিয়ে সাজানো হয়েছে ।

লখনউ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এলএমসি) আধিকারিকদের একটি দল গোমতী নগরের জনেশ্বর মিশ্র পার্কের সাথে শহীদ পথের সংযোগকারী গোমতী নদীর সমান্তরাল রাস্তার সমস্ত আলো পরিদর্শন করেছে ইতিমধ্য়ে । কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য স্টেডিয়ামটিকে 10টি জোনে বিভক্ত করা হয়েছে, প্রতিটির নেতৃত্বে একজন সিনিয়র অফিসার থাকবেন । প্রায় 27 হাজার চেয়ার রাখা হয়েছে অনুষ্ঠানকে ঘিরে এবং স্ট্যান্ডগুলিতে 50 হাজার দর্শক বসতে পারবেন ।

আরও পড়ুন : Fire at Timber Depot in Telangana : সেকেন্দ্রাবাদে কাঠের ডিপোয় আগুন, অগ্নিদগ্ধ 11 শ্রমিক

এলএমসি স্টেডিয়াম কমপ্লেক্সে 80টি শৌচাগারের পাশাপাশি 27টি মোবাইল টয়লেটও রাখছে ৷ যার মধ্যে 16টি ভিআইপি এবং বিশিষ্ট অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে ৷ কর্পোরেশন শুক্রবার থেকে স্টেডিয়ামে 400 জন স্যানিটেশন কর্মী মোতায়েন করবে এবং ট্র্যাশ বিনগুলি রাখবে ৷

লখনউ, 23 মার্চ : উত্তরপ্রদেশ জুড়ে এখন সাজো সাজো রব ৷ গোটা শহর সেজে উঠছে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে (Preparations in full swing for Yogi Adityanath's swearing-in ceremony) ৷

দ্বিতীয়বারের জন্য় অগামী 25 মার্চ বিজেপির যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীর পদে বসতে চলেছেন ৷ তার আগে কোনরকম খামতি রাখতে চাইছেন না উত্তরপ্রদেশ সরকার ৷ অনুষ্ঠানের জন্য় শহিদ পথ এবং তার সার্ভিস লেন জুড়ে প্রায় 150টির বেশি উল্লম্ব বাগান এবং 5 হাজারের বেশি ফুলের পাত্র রাখা হয়েছে, যে পথে লখনউয়ের একানা স্টেডিয়ামে নিয়ে আসা হবে শতাধিক বিশিষ্ট ব্যক্তি এবং অন্যান্য অতিথিকে ।

আরও পড়ুন : HC over Rampurhat Massacre Case : রামপুরহাট গণহত্যায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ আদালতের, শুনানি দুপুর 2টোয়

যোগী আদিত্যনাথের দ্বিতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানে (Yogi Adityanath's Swearing-in Ceremony) উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রীগণ-সহ 12 জন বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রী, পাঁচ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাবা রামদেব ছাড়াও মথুরা-বৃন্দাবন, অযোধ্যা, হরিদ্বার-সহ আরও বিভিন্ন স্থানের সাধুকেও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল ।

আরও পড়ুন : Fuel Price Hike : আজও বাড়ল জ্বালানির দাম, কলকাতায় পেট্রল 106.34 ও ডিজেল 91.42 টাকা

অনুষ্ঠানকে ঘিরে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ শহিদ পথটি খুব দ্রুত তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে । তার আশেপেশের রাস্তাগুলি মেরামত করা হচ্ছে, মিডিয়ান এবং গ্রিল রং করা হচ্ছে, গাছ ছাঁটাই করা হচ্ছে এবং দেওয়ালের লিখণ এবং প্রচারমূলক বার্তাগুলি মুছে ফেলা হচ্ছে । নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব রজনীশ দুবে বলেছেন, ভিআইপিদের চলাচলের জন্য় সমস্ত রাস্তার আলো কাজ করছে এবং রঙিন এলইডি স্ট্রিপ দিয়ে সাজানো হয়েছে ।

লখনউ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এলএমসি) আধিকারিকদের একটি দল গোমতী নগরের জনেশ্বর মিশ্র পার্কের সাথে শহীদ পথের সংযোগকারী গোমতী নদীর সমান্তরাল রাস্তার সমস্ত আলো পরিদর্শন করেছে ইতিমধ্য়ে । কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য স্টেডিয়ামটিকে 10টি জোনে বিভক্ত করা হয়েছে, প্রতিটির নেতৃত্বে একজন সিনিয়র অফিসার থাকবেন । প্রায় 27 হাজার চেয়ার রাখা হয়েছে অনুষ্ঠানকে ঘিরে এবং স্ট্যান্ডগুলিতে 50 হাজার দর্শক বসতে পারবেন ।

আরও পড়ুন : Fire at Timber Depot in Telangana : সেকেন্দ্রাবাদে কাঠের ডিপোয় আগুন, অগ্নিদগ্ধ 11 শ্রমিক

এলএমসি স্টেডিয়াম কমপ্লেক্সে 80টি শৌচাগারের পাশাপাশি 27টি মোবাইল টয়লেটও রাখছে ৷ যার মধ্যে 16টি ভিআইপি এবং বিশিষ্ট অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে ৷ কর্পোরেশন শুক্রবার থেকে স্টেডিয়ামে 400 জন স্যানিটেশন কর্মী মোতায়েন করবে এবং ট্র্যাশ বিনগুলি রাখবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.