ETV Bharat / bharat

ভোট দিয়ে সন্তানের জন্ম দিতে হাসপাতালে ভরতি হলেন শাহদোলের সুরভী

Madhya Pradesh Assembly Elections 2023: শুক্রবার মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ছিল ৷ সেখানকার শাহদোলের বাসিন্দা সুরভী বর্মা আগে ভোট দিয়েছেন, তার পর হাসপাতালে ভরতি হন ডেলিভারির জন্য ৷

Madhya Pradesh Assembly Elections 2023
Madhya Pradesh Assembly Elections 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 2:46 PM IST

শাহদোল (মধ্যপ্রদেশ), 18 নভেম্বর: সন্তানের জন্ম দিতে গিয়েও গণতান্ত্রিক অধিকারকে ভুললেন না মধ্যপ্রদেশের এক তরুণী ৷ আগে ভোট দিলেন ৷ তার পর হাসপাতালে গিয়ে ভরতি হলেন ৷ জন্ম দিলেন ফুটফুটে এক কন্যাসন্তানের ৷ গতকাল, শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোলে ৷

গতকাল মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ছিল ৷ 70 শতাংশের বেশি ভোটার বুথে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ তাঁদেরই মধ্যে একজন শাহদোলেন সুরভী বর্মা ৷ শাহদোল জেলা সদরের 20 নম্বর ওয়ার্ডে বাড়ি সুরভীর ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 17 নভেম্বরই সুরভীর ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল ৷ ফলে শুক্রবারই তাঁকে হাসপাতালে ভরতি হতে হত ৷

কিন্তু তিনি তাঁর স্বামী আদর্শ বর্মাকে জানান যে হাসপাতালে ভরতি হওয়ার আগে ভোট দিতে চান ৷ কারণ, শাহদোলে এবার ছিল তাঁর প্রথম ভোট ৷ স্ত্রীর আবদার মেনে নেন আদর্শ ৷ আগে সুরভীকে তিনি স্থানীয় রঘুরাজ স্কুলে যান ৷ সেখানে ভোট দেন সুরভী ৷ তার পর স্বামী-স্ত্রী চলে যান হাসপাতালে ৷ সেখানেই সি-সেকশন ডেলিভারির মাধ্যমে সুরভী জন্ম দেন কন্যা সন্তানের ৷

Madhya Pradesh Assembly Elections 2023
বোরা বাইগা ও তাঁর স্ত্রী বুড়ি বাইগা

তবে শুধু সুরভী নন, আরও অনেকে নিজেদের সমস্যা দূরে সরিয়ে রেখে ভোটাধিকার প্রয়োগ করেছেন শুক্রবার ৷ এঁদেরই একজন মধ্যপ্রদেশের জৈতপুর বিধানসভা কেন্দ্রের কাতকোনা এলাকার বাসিন্দা বোরা বাইগা ও তাঁর স্ত্রী বুড়ি বাইগা ৷ বুড়ি চোখে দেখতে পান না ৷ তাই স্বামীর ভরসায় ও লাঠির সাহায্যে বুথে পৌঁছান ভোট দেওয়ার জন্য ৷

অনেকে আবার ভিনরাজ্যে কর্মরত ৷ তাঁরা সেখান থেকে শাহদোলে পৌঁছান ভোট দেওয়ার জন্য ৷ সুরভী, বোরা, বুড়ি ও শাহদোলের অন্যান্য উৎসাহিত ভোটারদের ভোটদানের জন্য জয় হল কোন দলের, তা জানার জন্য আগামী 3 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ কারণ, ওই দিনই মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে ৷

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশে ভোট দিলেন শিবরাজ-কমলনাথ, ভোটারদের ছত্তিশগড়ে উন্নয়নে সামিল হওয়ার বার্তা বাঘেলের
  2. আদর্শ আচরণবিধি চলাকালীন মধ্যপ্রদেশে বাজেয়াপ্ত 40 কোটিরও বেশি নগদ, কয়েকশো কোটির সোনা-রূপো-মদ-মাদক

শাহদোল (মধ্যপ্রদেশ), 18 নভেম্বর: সন্তানের জন্ম দিতে গিয়েও গণতান্ত্রিক অধিকারকে ভুললেন না মধ্যপ্রদেশের এক তরুণী ৷ আগে ভোট দিলেন ৷ তার পর হাসপাতালে গিয়ে ভরতি হলেন ৷ জন্ম দিলেন ফুটফুটে এক কন্যাসন্তানের ৷ গতকাল, শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোলে ৷

গতকাল মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ছিল ৷ 70 শতাংশের বেশি ভোটার বুথে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ তাঁদেরই মধ্যে একজন শাহদোলেন সুরভী বর্মা ৷ শাহদোল জেলা সদরের 20 নম্বর ওয়ার্ডে বাড়ি সুরভীর ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 17 নভেম্বরই সুরভীর ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল ৷ ফলে শুক্রবারই তাঁকে হাসপাতালে ভরতি হতে হত ৷

কিন্তু তিনি তাঁর স্বামী আদর্শ বর্মাকে জানান যে হাসপাতালে ভরতি হওয়ার আগে ভোট দিতে চান ৷ কারণ, শাহদোলে এবার ছিল তাঁর প্রথম ভোট ৷ স্ত্রীর আবদার মেনে নেন আদর্শ ৷ আগে সুরভীকে তিনি স্থানীয় রঘুরাজ স্কুলে যান ৷ সেখানে ভোট দেন সুরভী ৷ তার পর স্বামী-স্ত্রী চলে যান হাসপাতালে ৷ সেখানেই সি-সেকশন ডেলিভারির মাধ্যমে সুরভী জন্ম দেন কন্যা সন্তানের ৷

Madhya Pradesh Assembly Elections 2023
বোরা বাইগা ও তাঁর স্ত্রী বুড়ি বাইগা

তবে শুধু সুরভী নন, আরও অনেকে নিজেদের সমস্যা দূরে সরিয়ে রেখে ভোটাধিকার প্রয়োগ করেছেন শুক্রবার ৷ এঁদেরই একজন মধ্যপ্রদেশের জৈতপুর বিধানসভা কেন্দ্রের কাতকোনা এলাকার বাসিন্দা বোরা বাইগা ও তাঁর স্ত্রী বুড়ি বাইগা ৷ বুড়ি চোখে দেখতে পান না ৷ তাই স্বামীর ভরসায় ও লাঠির সাহায্যে বুথে পৌঁছান ভোট দেওয়ার জন্য ৷

অনেকে আবার ভিনরাজ্যে কর্মরত ৷ তাঁরা সেখান থেকে শাহদোলে পৌঁছান ভোট দেওয়ার জন্য ৷ সুরভী, বোরা, বুড়ি ও শাহদোলের অন্যান্য উৎসাহিত ভোটারদের ভোটদানের জন্য জয় হল কোন দলের, তা জানার জন্য আগামী 3 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ কারণ, ওই দিনই মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে ৷

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশে ভোট দিলেন শিবরাজ-কমলনাথ, ভোটারদের ছত্তিশগড়ে উন্নয়নে সামিল হওয়ার বার্তা বাঘেলের
  2. আদর্শ আচরণবিধি চলাকালীন মধ্যপ্রদেশে বাজেয়াপ্ত 40 কোটিরও বেশি নগদ, কয়েকশো কোটির সোনা-রূপো-মদ-মাদক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.