ETV Bharat / bharat

Pravin Togadia on GOI population report : দেশে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যেতে পারে, আশঙ্কা প্রবীণ তোগাড়িয়ার - ভারতের হিন্দুদের জনসংখ্যা নিয়ে আশঙ্কা তোগাদিয়ার

সম্প্রতি সরকারি একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ভারতে দম্পতি পিছু দু'টি করে সন্তান রয়েছে ৷ তাতেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া ৷ তাঁর আশঙ্কা দেশে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যেতে পারে (Hindus declining in India says Togadia) ৷

Pravin Togadia on Hindu population in India
ভারতের হিন্দুদের জনসংখ্যা নিয়ে আশঙ্কা প্রবীণ তোগাড়িয়ার
author img

By

Published : Dec 6, 2021, 11:57 AM IST

Updated : Dec 6, 2021, 3:07 PM IST

বেনারস, 6 ডিসেম্বর : সপ্তাহখানেক আগেই কেন্দ্রীয় সরকার একটি জনসমীক্ষা প্রকাশ করেছে (GOI population report) ৷ তারপরই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া (VHP President Pravin Togadia) ৷ তাঁর আশঙ্কা, দেশে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যেতে বসেছে ৷

কেন্দ্রের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দেশে জনসংখ্যা বৃদ্ধির হার দম্পতি প্রতি দুই সন্তানে এসে দাঁড়িয়েছে ৷ তার ভিত্তিতেই উদ্বেগ প্রকাশ করে তোগাড়িয়া বলেন, "এদেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার 2.5 ৷ সেই জায়গায় হিন্দুদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে । মুসলিম জনসংখ্যা বাড়তেই থাকবে ৷ এভাবে চলতে থাকলে হিন্দুদের সংখ্যালঘু হওয়ার আশঙ্কা বাড়ছে ৷"

বেনারস, 6 ডিসেম্বর : সপ্তাহখানেক আগেই কেন্দ্রীয় সরকার একটি জনসমীক্ষা প্রকাশ করেছে (GOI population report) ৷ তারপরই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া (VHP President Pravin Togadia) ৷ তাঁর আশঙ্কা, দেশে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যেতে বসেছে ৷

কেন্দ্রের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দেশে জনসংখ্যা বৃদ্ধির হার দম্পতি প্রতি দুই সন্তানে এসে দাঁড়িয়েছে ৷ তার ভিত্তিতেই উদ্বেগ প্রকাশ করে তোগাড়িয়া বলেন, "এদেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার 2.5 ৷ সেই জায়গায় হিন্দুদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে । মুসলিম জনসংখ্যা বাড়তেই থাকবে ৷ এভাবে চলতে থাকলে হিন্দুদের সংখ্যালঘু হওয়ার আশঙ্কা বাড়ছে ৷"

Last Updated : Dec 6, 2021, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.