ETV Bharat / bharat

PK on Nitish Kumar Govt নীতীশের পাশে থাকতে শর্ত দিলেন পিকে - Congress

সম্প্রতি বিহারে আবার মহাজোটের সরকার তৈরি হয়েছে ৷ সেই সরকারে ফের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার ৷ সেই সরকারের পাশে থাকার বার্তা দিলেন প্রশান্ত কিশোর (PK on Nitish Kumar Govt) ৷ সঙ্গে জুড়লেন শর্তও ৷

Prashant Kishor will back Nitish Kumar if the Mahagathbandhan government provides jobs
PK on Nitish Kumar Govt নীতীশের পাশে থাকতে শর্ত দিলেন পিকে
author img

By

Published : Aug 18, 2022, 2:27 PM IST

কলকাতা, 18 অগস্ট : বিজেপির (BJP) সঙ্গে ছেড়ে তেজস্বী যাদবের (Tejaswi Yadav) হাত ধরেছেন নীতীশ কুমার (Nitish Kumar) ৷ পাঁচ বছর পর বিহারে ফের তৈরি হয়েছে মহাজোটের সরকার ৷ এই পরিস্থিতিতে নীতীশের সরকারের পাশে থাকার বার্তা দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Poll Strategist Prashant Kishor) ৷

মাস কয়েক আগে বিহারে জন সুরজ অভিযান (Jan Suraj Abhiyan) শুরু করেছেন পিকে ৷ বুধবার বিহারের সমস্তিপুরে নিজের সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ সেখানেই তিনি নীতীশের পাশে থাকার বার্তা দেন এই ভোটকুশলী ৷ তবে এর সঙ্গে তিনি জুড়েছেন শর্ত ৷

কী সেই শর্ত ? তিনি জানিয়েছেন, বিহারে তৈরি হওয়া মহাজোটের সরকার যদি পরবর্তী এক থেকে দুই বছরে 5-10 লক্ষ চাকরির ব্যবস্থা করতে পারে, তাহলে তিনি এই জন সুরজ অভিযান থেকে সরে আসবেন ৷ আর নীতীশ কুমারের পাশে থাকবেন ৷

2015 সালে বিহারে প্রথমবার মহাজোটের সরকার ক্ষমতায় আসে ৷ আরজেডি (RJD) ও কংগ্রেসকে (Congress) সঙ্গে নিয়ে জেডিইউ-এর তরফে মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার ৷ সেই সময় ওই জোটের ভোটকুশলী ছিলেন প্রশান্ত কিশোর ৷ পরে তিনি নীতীশের দলে যোগদান করেন ৷ জেডিইউ (JDU)-এর সহ-সভাপতি হন ৷ কিন্তু তার পর ক্রমশ তাঁর সঙ্গে নীতীশের দূরত্ব তৈরি হয় ৷ শেষে পিকে জেডিইউ ছেড়ে বেরিয়ে আসেন ৷

এর পর বিহারের রাজনীতিতে অনেক বদল এসেছে ৷ 2017 সালে নীতীশ কুমার মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন ৷ বিজেপির সমর্থন নিয়ে ফের সরকার গড়েন ৷ 2020 সালের বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করে আবার মুখ্যমন্ত্রী হন ৷ সম্প্রতি 2017-র উলটপুরাণ ঘটিয়ে বিজেপির সঙ্গ ছেড়ে ফের মহাজোটের সঙ্গী হয়েছেন নীতীশ কুমার ৷

এই নিয়ে দিনকয়েক আগে সমালোচনা করেছিলেন পিকে ৷ এই ধরনের সিদ্ধান্তের জেরে নীতীশ মানুষের আস্থা হারাবে বলেও দাবি করেছিলেন তিনি ৷ বুধবারও একই কথা বলেছেন পিকে ৷ তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রীর পদে থাকতে ফেবিকল ব্য়বহার করেন নীতীশ ৷ আর বাকিরা তাঁর পাশে ঘুরে বেড়ায় ৷

আরও পড়ুন : বিহারে শপথ নিলেন 31 মন্ত্রী, 16 জনই তেজস্বীর দলের

কলকাতা, 18 অগস্ট : বিজেপির (BJP) সঙ্গে ছেড়ে তেজস্বী যাদবের (Tejaswi Yadav) হাত ধরেছেন নীতীশ কুমার (Nitish Kumar) ৷ পাঁচ বছর পর বিহারে ফের তৈরি হয়েছে মহাজোটের সরকার ৷ এই পরিস্থিতিতে নীতীশের সরকারের পাশে থাকার বার্তা দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Poll Strategist Prashant Kishor) ৷

মাস কয়েক আগে বিহারে জন সুরজ অভিযান (Jan Suraj Abhiyan) শুরু করেছেন পিকে ৷ বুধবার বিহারের সমস্তিপুরে নিজের সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ সেখানেই তিনি নীতীশের পাশে থাকার বার্তা দেন এই ভোটকুশলী ৷ তবে এর সঙ্গে তিনি জুড়েছেন শর্ত ৷

কী সেই শর্ত ? তিনি জানিয়েছেন, বিহারে তৈরি হওয়া মহাজোটের সরকার যদি পরবর্তী এক থেকে দুই বছরে 5-10 লক্ষ চাকরির ব্যবস্থা করতে পারে, তাহলে তিনি এই জন সুরজ অভিযান থেকে সরে আসবেন ৷ আর নীতীশ কুমারের পাশে থাকবেন ৷

2015 সালে বিহারে প্রথমবার মহাজোটের সরকার ক্ষমতায় আসে ৷ আরজেডি (RJD) ও কংগ্রেসকে (Congress) সঙ্গে নিয়ে জেডিইউ-এর তরফে মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার ৷ সেই সময় ওই জোটের ভোটকুশলী ছিলেন প্রশান্ত কিশোর ৷ পরে তিনি নীতীশের দলে যোগদান করেন ৷ জেডিইউ (JDU)-এর সহ-সভাপতি হন ৷ কিন্তু তার পর ক্রমশ তাঁর সঙ্গে নীতীশের দূরত্ব তৈরি হয় ৷ শেষে পিকে জেডিইউ ছেড়ে বেরিয়ে আসেন ৷

এর পর বিহারের রাজনীতিতে অনেক বদল এসেছে ৷ 2017 সালে নীতীশ কুমার মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন ৷ বিজেপির সমর্থন নিয়ে ফের সরকার গড়েন ৷ 2020 সালের বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করে আবার মুখ্যমন্ত্রী হন ৷ সম্প্রতি 2017-র উলটপুরাণ ঘটিয়ে বিজেপির সঙ্গ ছেড়ে ফের মহাজোটের সঙ্গী হয়েছেন নীতীশ কুমার ৷

এই নিয়ে দিনকয়েক আগে সমালোচনা করেছিলেন পিকে ৷ এই ধরনের সিদ্ধান্তের জেরে নীতীশ মানুষের আস্থা হারাবে বলেও দাবি করেছিলেন তিনি ৷ বুধবারও একই কথা বলেছেন পিকে ৷ তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রীর পদে থাকতে ফেবিকল ব্য়বহার করেন নীতীশ ৷ আর বাকিরা তাঁর পাশে ঘুরে বেড়ায় ৷

আরও পড়ুন : বিহারে শপথ নিলেন 31 মন্ত্রী, 16 জনই তেজস্বীর দলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.