ETV Bharat / bharat

TIPRA Motha Chairman: ত্রিপুরায় আদিবাসীরা ভিক্ষুকের মতো জীবনযাপন করছে, মন্তব্য প্রদ্যোতের - Tribals are living like beggars

স্বাধীনতার 70 বছর পরেও (70 years of independence) ত্রিপুরার আদিবাসীরা তাঁদের নিজের জমিতে ভিক্ষুকের মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছে । এমনটাই দাবি করলেন টিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা (TIPRA Motha Chairman Pradyot Kishore Manikya Debbarma) ৷

TIPRA Motha Chairman
TIPRA Motha Chairman
author img

By

Published : Dec 5, 2022, 10:50 PM IST

ত্রিপুরা (আগরতলা), 5 ডিসেম্বর: ত্রিপুরা সরকারের তীব্র সমালেচনা করেলন টিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা (TIPRA Motha Chairman Pradyot Kishore Manikya Debbarma) ৷ সোমবার তিনি দাবি করেন, স্বাধীনতার 70 বছর পরেও (70 years of independence) ত্রিপুরার আদিবাসীরা তাঁদের নিজের জমিতে ভিক্ষুকের মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন । ত্রিপুরার রাজবংশের সন্তান প্রদ্যোত ৷ তিনি আজ ত্রিপুরার আদিবাসীদের অস্তিত্বের জন্য 'বৃহত্তর টিপরাল্যান্ড' (Greater Tipraland) বা একটি স্থায়ী সাংবিধানিক সমাধানের দাবিতে যন্তর মন্তরের (Jantar Mantar) সামনে দু'দিন ব্যাপী 'দিল্লি ছাড়ি দিল্লি ভরো অভিযান' (Delhi Chari Delhi Bharo Abhiyan)-এর সূচনা করেছেন ।

প্রদ্যোত বলেন, "যন্তর মন্তরের সামনে এত বড় প্রতিবাদ শুধুমাত্র টিপরা মোথাই করতে পারে ৷ আর কেউ করতে পারে না । আমরা ত্রিপুরা থেকে দিল্লিতে এসেছি ৷ ত্রিপুরা দেশকে অনেক কিছু দিয়েছে ৷ কিন্তু সেখানকার মাটির সন্তানরা এখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, তাঁদের বেঁচে থাকার অধিকার এবং অস্তিত্বের জন্য লড়াই করছে । আমাদের জনজাতির ভবিষ্যতের জন্য আমরা লড়াই করছি । অনেকে ভাবতে পারে যে দিল্লিতে আসা লোকেরা সন্ত্রাসবাদী বা দেশের বিরুদ্ধে ৷ কিন্তু না টিপরা ভারতকে ভালোবাসে ৷ আমরা বলতে চাই, কেন্দ্রে ক্ষমতায় যেই থাকুক তাকে টিপরা এবং ত্রিপুরার জন্য ভাবতে হবে ।"

আরও পড়ুন: স্লো ইন্টারনেটে ব্যাহত ওয়ার্ক ফ্রম হোম, জরিমানা বিএসএনএল-কে

প্রদ্যোত আরও বলেন, "আগামিকাল আমি স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) কাছে একটি স্মারকলিপি পাঠাব ৷ যতক্ষণ না তারা আমাদের সাংবিধানিক দাবিগুলির জন্য কোনও আশ্বাস দেন ততক্ষণ পর্যন্ত কোনও নেতার সঙ্গে দেখা করব না। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে জোট নে ই। আমরা লড়াই করতে প্রস্তুত ৷ এই লড়াই বেঁচে থাকা এবং অস্তিত্বের জন্য ।" উল্লেখ্য, 1400টিরও বেশি কর্মী ও নেতা বৃহত্তর টিপরাল্যান্ডের দাবিতে দুই দিনের শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য দিল্লিতে গিয়েছেন ৷

ত্রিপুরা (আগরতলা), 5 ডিসেম্বর: ত্রিপুরা সরকারের তীব্র সমালেচনা করেলন টিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা (TIPRA Motha Chairman Pradyot Kishore Manikya Debbarma) ৷ সোমবার তিনি দাবি করেন, স্বাধীনতার 70 বছর পরেও (70 years of independence) ত্রিপুরার আদিবাসীরা তাঁদের নিজের জমিতে ভিক্ষুকের মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন । ত্রিপুরার রাজবংশের সন্তান প্রদ্যোত ৷ তিনি আজ ত্রিপুরার আদিবাসীদের অস্তিত্বের জন্য 'বৃহত্তর টিপরাল্যান্ড' (Greater Tipraland) বা একটি স্থায়ী সাংবিধানিক সমাধানের দাবিতে যন্তর মন্তরের (Jantar Mantar) সামনে দু'দিন ব্যাপী 'দিল্লি ছাড়ি দিল্লি ভরো অভিযান' (Delhi Chari Delhi Bharo Abhiyan)-এর সূচনা করেছেন ।

প্রদ্যোত বলেন, "যন্তর মন্তরের সামনে এত বড় প্রতিবাদ শুধুমাত্র টিপরা মোথাই করতে পারে ৷ আর কেউ করতে পারে না । আমরা ত্রিপুরা থেকে দিল্লিতে এসেছি ৷ ত্রিপুরা দেশকে অনেক কিছু দিয়েছে ৷ কিন্তু সেখানকার মাটির সন্তানরা এখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, তাঁদের বেঁচে থাকার অধিকার এবং অস্তিত্বের জন্য লড়াই করছে । আমাদের জনজাতির ভবিষ্যতের জন্য আমরা লড়াই করছি । অনেকে ভাবতে পারে যে দিল্লিতে আসা লোকেরা সন্ত্রাসবাদী বা দেশের বিরুদ্ধে ৷ কিন্তু না টিপরা ভারতকে ভালোবাসে ৷ আমরা বলতে চাই, কেন্দ্রে ক্ষমতায় যেই থাকুক তাকে টিপরা এবং ত্রিপুরার জন্য ভাবতে হবে ।"

আরও পড়ুন: স্লো ইন্টারনেটে ব্যাহত ওয়ার্ক ফ্রম হোম, জরিমানা বিএসএনএল-কে

প্রদ্যোত আরও বলেন, "আগামিকাল আমি স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) কাছে একটি স্মারকলিপি পাঠাব ৷ যতক্ষণ না তারা আমাদের সাংবিধানিক দাবিগুলির জন্য কোনও আশ্বাস দেন ততক্ষণ পর্যন্ত কোনও নেতার সঙ্গে দেখা করব না। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে জোট নে ই। আমরা লড়াই করতে প্রস্তুত ৷ এই লড়াই বেঁচে থাকা এবং অস্তিত্বের জন্য ।" উল্লেখ্য, 1400টিরও বেশি কর্মী ও নেতা বৃহত্তর টিপরাল্যান্ডের দাবিতে দুই দিনের শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য দিল্লিতে গিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.