বোলানগির (ওড়িশা), 5 অগস্ট: সংসারে আর্থিক অনটন, তাই পাঁচদিনের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার বোলানগির জেলার তিতিলাগড়ে ৷ অভিযোগ সন্তোষ পালেই এবং তাঁর স্ত্রী পুষ্পা পালেই সম্প্রতি আড়াই লক্ষ টাকার বিনিময়ে 5 দিনের পুত্র সন্তানকে বিক্রি করে দিয়েছেন ৷ জানা গিয়েছে, সন্তানকে বড় করার খরচ বহন করতে পারবেন না বলেই তাকে বিক্রি করে দিয়েছেন ৷ এই ঘটনায় সন্তোষ পালেই এবং তাঁর প্রতিবেশী তথা মধ্যস্থতাকারী শেখ রমজানকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শিশুটির খোঁজ শুরু করেছে পুলিশ ৷
সূত্র মারফত তিতিলাগড় থানার পুলিশ জানতে পারে, এক দম্পতি তাঁদের পাঁচদিনের সন্তানকে বিক্রি করে দিয়েছেন ৷ খবর পেতেই পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৷ এর পর বোলানগির জেলার তিতিলাগড়ে সন্তোষ পালেইয়ের বাড়িতে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে সন্তোষ এবং তাঁর প্রতিবেশী শেখ রমজানকে গ্রেফতার করা হয় ৷ জেরায় পুলিশ জানতে পেরেছে, সন্তোষ এবং তাঁর স্ত্রী পুষ্পার আরও একটি সন্তান রয়েছে ৷ কিন্তু, দ্বিতীয় সন্তানের খরচ তাঁরা বহন করতে পারবেন না ৷
এই পরিস্থিতিতে সন্তোষ এবং পুষ্পা ঠিক করেন অর্থের অভাব মেটাতে তাঁদের সন্তানকে বিক্রি করে দেবেন ৷ সেই মতো প্রতিবেশী শেখ রমজানকে বিষয়টি জানান ৷ তিনিই ওড়িশার ভবানীপাটনার বাসিন্দা রাজা নামে এক ব্যক্তির কাছে 5 দিনের শিশুকে বিক্রির ব্যবস্থা করে দেন ৷ শেখ রমজানের স্ত্রী জারিনাকে পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছিল ৷ সূত্রের খবর, জারিনা পুলিশকে জানিয়েছেন, রাজা প্রথমে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করেছিল সদ্যজাত শিশুর খোঁজে ৷ সেই মতো শেখ রমজান খোঁজ চালাচ্ছিল ৷
আরও পড়ুন: পরকীয়ায় সন্তানের জন্ম, সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার মা-সহ 4
তখনই সন্তোষ পালেই রমজানের সঙ্গে যোগাযোগ করেন ৷ সেই মতো রমজান মধ্যস্থতাকারী হিসেবে সন্তোষের সঙ্গে রাজার পরিচয় করিয়ে দেন ৷ এর পর আড়াই লক্ষ টাকার বিনিময়ে 5 দিনের শিশুপুত্রকে রাজার হাতে তুলে দেন সন্তোষ ৷ পুলিশের সন্দেহ শেখ রমজান কোনও শিশু বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন ৷ যদিও, জারিনা পরে দাবি করেছেন, তাঁর স্বামী নির্দোষ ৷ এমনকি পুলিশ লকাআপে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন জারিনা ৷ পুলিশ শিশুটিকে উদ্ধার করতে রাজা নামে ব্যক্তির খোঁজ চালাচ্ছে ৷