ETV Bharat / bharat

Man Kills Brother: গায়ে পেট্রল ঢেলে আগুন, পাথর ছুড়ে মারধর; জমি বিবাদে নৃশংস খুন ভাইকে ! - গায়ে পেট্রল ঢেলে আগুন

গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পাথর ছুড়ে তীব্র মারধর ৷ জমি বিবাদের জেরে নৃশংস ভাবে ভাইকে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷

Man Kills Brother
নৃশংস খুন ভাইকে
author img

By

Published : Apr 16, 2023, 10:52 AM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল: নিজের ছোট ভাইকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযোগ, সবার সামনে ভাইয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত ৷ পালানোর চেষ্টা করলে, ভাইকে রাস্তার পাথর ছুড়ে মারতে থাকে সে ৷ প্রায় তিনঘণ্টা ধরে তিনি ভাইকে মারধর করতে থাকেন বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, বহু লোকের সামনে এই ঘটনা ঘটলেও কেউ সেই সময় তাঁকে আটকাতে আসেননি ৷ পুলিশেও খবর দেওয়া হয়নি ৷ ভাই পারিবারিক জমিতে নিজের ভাগ বিক্রি করতে চাওয়ায় দাদা তাঁকে নৃশংস ভাবে হত্যা করে বলে অভিযোগ ৷

তেলাঙ্গানার ওয়ারাঙ্গল শহরের করিমাবাদ উরসু এলাকায় ঘটে এই ঘটনা । নিহতের স্ত্রী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন যে, গোবিন্দুলা শ্রীনিবাস, শ্রীধর ও শ্রীকান্ত তিন ভাই । 40 ডিভিশন উরসু তাল্লামান্ডুভা এলাকায় তাঁদের বাড়ি ৷ তিনজনেই 94.16 গজ হারে বাবা-মায়ের বাড়ির জায়গা ভাগ করে নেন । বড় ছেলে শ্রীনিবাস মারা গিয়েছেন । ছোট ভাই শ্রীকান্তের ভাগ নিয়ে ঝগড়া হয় দাদা শ্রীধরের সঙ্গে । তার জেরে শ্রীকান্ত ওয়ারঙ্গলের বাড়ি ছেড়ে জীবিকা নির্বাহের জন্য মায়ের সঙ্গে নিজামবাদে চলে যান ।

2019 সালে তিনি সেখানে একটি মেয়ের প্রেমে পড়েন এবং তাঁকে বিয়ে করেন । করোনার পর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে বাড়ির প্লট বিক্রির অর্থ দিয়ে তিনি চিকিৎসা করাতে চেয়েছিলেন । সেই কারণে নিজামবাদ থেকে বাড়ি ফিরে তিনি তাঁর অংশ বিক্রি করার চেষ্টা করেন ৷ ভাই শ্রীধর সেই সময় তাঁকে হুমকি দেন বলে অভিযোগ ৷ চলতি মাসের 7 তারিখে মিলস কলোনি থানায় দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রীকান্ত ।

পুলিশ শ্রীধরকে থানায় ডেকে কাউন্সেলিং করলে তিনি পুলিশের কাছে স্বীকার করে নেন যে, তাঁর ভাই জমি বিক্রি করলে তাঁর কোনও আপত্তি নেই । জমি বিক্রির জন্য শ্রীকান্ত তাঁর স্ত্রীকে নিয়ে ওয়ারাঙ্গলে এসে এক আত্মীয়ের বাড়িতে থাকেন । বাড়ির প্লট বিক্রির চেষ্টা করছিলেন তিনি । শনিবারও তিনি যথারীতি দুই ক্রেতা নিয়ে ওই স্থানে গেলে শ্রীধর এসে আচমকা তাঁর উপর চড়াও হন । ফলে জমি দেখতে আসা লোকজন ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যান ।

অভিযোগ, এরপরই শ্রীকান্তকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে মারধর করেন শ্রীধর ৷ তিনি ভাইয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন । শ্রীকান্ত যাতে ঘর থেকে বেরোতে না পারেন, সে জন্য দরজা আটকে রাখেন তিনি ৷ স্থানীয়রা জানান, শ্রীকান্ত কোনও মতে বাড়ি থেকে বের হলে সবার সামনে তাঁর গায়ে পাথর ছুড়ে তাঁকে হত্যা করা হয় ।

বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শ্রীকান্তকে মারধর করা হলেও স্থানীয় কেউ পুলিশকে খবর দেননি বলে অভিযোগ । শ্রীধর তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান । পরে খবর পেয়ে এসিপি বনলা কিষাণ, মিলস কলোনির সিআই শ্রীনিবাস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন । সিআই জানিয়েছেন, নিহতের স্ত্রী রানির অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্বামীর হাতে খুন স্ত্রী !

হায়দরাবাদ, 16 এপ্রিল: নিজের ছোট ভাইকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযোগ, সবার সামনে ভাইয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত ৷ পালানোর চেষ্টা করলে, ভাইকে রাস্তার পাথর ছুড়ে মারতে থাকে সে ৷ প্রায় তিনঘণ্টা ধরে তিনি ভাইকে মারধর করতে থাকেন বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, বহু লোকের সামনে এই ঘটনা ঘটলেও কেউ সেই সময় তাঁকে আটকাতে আসেননি ৷ পুলিশেও খবর দেওয়া হয়নি ৷ ভাই পারিবারিক জমিতে নিজের ভাগ বিক্রি করতে চাওয়ায় দাদা তাঁকে নৃশংস ভাবে হত্যা করে বলে অভিযোগ ৷

তেলাঙ্গানার ওয়ারাঙ্গল শহরের করিমাবাদ উরসু এলাকায় ঘটে এই ঘটনা । নিহতের স্ত্রী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন যে, গোবিন্দুলা শ্রীনিবাস, শ্রীধর ও শ্রীকান্ত তিন ভাই । 40 ডিভিশন উরসু তাল্লামান্ডুভা এলাকায় তাঁদের বাড়ি ৷ তিনজনেই 94.16 গজ হারে বাবা-মায়ের বাড়ির জায়গা ভাগ করে নেন । বড় ছেলে শ্রীনিবাস মারা গিয়েছেন । ছোট ভাই শ্রীকান্তের ভাগ নিয়ে ঝগড়া হয় দাদা শ্রীধরের সঙ্গে । তার জেরে শ্রীকান্ত ওয়ারঙ্গলের বাড়ি ছেড়ে জীবিকা নির্বাহের জন্য মায়ের সঙ্গে নিজামবাদে চলে যান ।

2019 সালে তিনি সেখানে একটি মেয়ের প্রেমে পড়েন এবং তাঁকে বিয়ে করেন । করোনার পর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে বাড়ির প্লট বিক্রির অর্থ দিয়ে তিনি চিকিৎসা করাতে চেয়েছিলেন । সেই কারণে নিজামবাদ থেকে বাড়ি ফিরে তিনি তাঁর অংশ বিক্রি করার চেষ্টা করেন ৷ ভাই শ্রীধর সেই সময় তাঁকে হুমকি দেন বলে অভিযোগ ৷ চলতি মাসের 7 তারিখে মিলস কলোনি থানায় দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রীকান্ত ।

পুলিশ শ্রীধরকে থানায় ডেকে কাউন্সেলিং করলে তিনি পুলিশের কাছে স্বীকার করে নেন যে, তাঁর ভাই জমি বিক্রি করলে তাঁর কোনও আপত্তি নেই । জমি বিক্রির জন্য শ্রীকান্ত তাঁর স্ত্রীকে নিয়ে ওয়ারাঙ্গলে এসে এক আত্মীয়ের বাড়িতে থাকেন । বাড়ির প্লট বিক্রির চেষ্টা করছিলেন তিনি । শনিবারও তিনি যথারীতি দুই ক্রেতা নিয়ে ওই স্থানে গেলে শ্রীধর এসে আচমকা তাঁর উপর চড়াও হন । ফলে জমি দেখতে আসা লোকজন ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যান ।

অভিযোগ, এরপরই শ্রীকান্তকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে মারধর করেন শ্রীধর ৷ তিনি ভাইয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন । শ্রীকান্ত যাতে ঘর থেকে বেরোতে না পারেন, সে জন্য দরজা আটকে রাখেন তিনি ৷ স্থানীয়রা জানান, শ্রীকান্ত কোনও মতে বাড়ি থেকে বের হলে সবার সামনে তাঁর গায়ে পাথর ছুড়ে তাঁকে হত্যা করা হয় ।

বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শ্রীকান্তকে মারধর করা হলেও স্থানীয় কেউ পুলিশকে খবর দেননি বলে অভিযোগ । শ্রীধর তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান । পরে খবর পেয়ে এসিপি বনলা কিষাণ, মিলস কলোনির সিআই শ্রীনিবাস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন । সিআই জানিয়েছেন, নিহতের স্ত্রী রানির অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্বামীর হাতে খুন স্ত্রী !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.