ETV Bharat / bharat

Mangaluru: মোদির সফরের 10 দিনের মধ্যেই উধাও পিচের প্রলেপ ! ম্যাঙ্গালুরুর রাস্তায় মরণফাঁদ - নরেন্দ্র মোদি

বুন্দেলখণ্ডের (Bundelkhand) পর কর্নাটকের (Karnataka) ম্য়াঙ্গালুরু (Mangaluru) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime minister Narendra Modi) সফরের পর কয়েক দিন যেতে না যেতেই ভাঙল সড়ক ! ছোট-বড় গর্তের (Potholes on Road) জেরে মরণফাঁদ ম্য়াঙ্গালুরুর কুলুরু সেতু ও সংলগ্ন রাস্তা ৷

Potholes on Road in Mangaluru visible again within 10 days of Narendra Modi Visit
Mangaluru: মোদির সফরের 10 দিনের মধ্যেই উধাও পিচের প্রলেপ ! ম্য়াঙ্গালুরুর রাস্তায় মরণফাঁদ
author img

By

Published : Sep 14, 2022, 2:29 PM IST

Updated : Sep 14, 2022, 11:05 PM IST

ম্য়াঙ্গালুরু, 14 সেপ্টেম্বর: বুন্দেলখণ্ডের (Bundelkhand) পুনরাবৃত্তি ঘটল দক্ষিণী রাজ্য কর্নাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুতেও (Mangaluru) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime minister Narendra Modi) সফর শেষ হওয়ার 10 দিনের মধ্যেই উঠে গেল রাস্তার জোড়াতাপ্পি ! স্থানীয় সূত্রের দাবি, এলাকার রাস্তাগুলির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল ৷ এখানে-সেখানে ছিল ছোট-বড় গর্ত (Potholes on Road) ৷ কিন্তু, প্রধানমন্ত্রীর সফরের আগে তড়িঘড়ি সেইসব রাস্তা মেরামত করা হয় ৷ বুজিয়ে দেওয়া হয় দীর্ঘদিনের মরণফাঁদ ! কিন্তু, মোদির সফর শেষ হতেই আবারও ফিরল পুরনো ছবি !

  • 15 हजार करोड़ की लागत से बना एक्सप्रेसवे अगर बरसात के 5 दिन भी ना झेल सके तो उसकी गुणवत्ता पर गंभीर प्रश्न खड़े होते हैं।

    इस प्रोजेक्ट के मुखिया, सम्बंधित इंजीनियर और जिम्मेदार कंपनियों को तत्काल तलब कर उनपर कड़ी कार्यवाही सुनिश्चित करनी होगी।#BundelkhandExpressway pic.twitter.com/krD6G07XPo

    — Varun Gandhi (@varungandhi80) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সরকারি প্রকল্পের উদ্বোধন করতে গত 2 সেপ্টেম্বর ম্যাঙ্গালুরুতে এসেছিলেন মোদি ৷ সেই সফরের আগেই ব্যস্ততা বাড়ে শহরের রাস্তায় ৷ সংশ্লিষ্ট প্রশাসনের তরফে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয় ৷ রাতারাতি 'ভ্য়ানিশ' হয়ে যায় রাস্তার গর্ত ৷ কিন্তু, ইতিমধ্য়েই পিচের আলগা প্রলেপ উঠে গিয়ে সেইসব গর্ত ফের দেখা দিতে শুরু করেছে ! এর মধ্য়ে ম্যাঙ্গালুরুর কুলুরু সেতুতেও তৈরি হয়েছে খানা-খন্দ ! ফলে বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রী ও গাড়ির চালকদের ৷ এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ বেহাল রাস্তা ও সেতুর ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

  • ये है भाजपा के आधे-अधूरे विकास की गुणवत्ता का नमूना… उधर बुंदेलखंड एक्सप्रेस-वे का बड़े लोगों ने उद्घाटन किया ही था कि इधर एक हफ़्ते में ही इस पर भ्रष्टाचार के बड़े-बड़े गड्ढे निकल आए।

    अच्छा हुआ इस पर रनवे नहीं बना। pic.twitter.com/Dcl22VT8zv

    — Akhilesh Yadav (@yadavakhilesh) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে বিজেপি-তে 'মিশে' গেলেন গোয়ার আট বিধায়ক !

গত জুলাই মাসে প্রায় একই ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মধ্য়ে অবস্থিত বুন্দেলখণ্ডে ৷ চলতি বছরের 16 জুলাই রীতিমতো ধুমধাম করে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে এমন ঝাঁ-চকচকে রাস্তা পাওয়ার জন্য আমজনতাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, এর কয়েক দিন পরই শুরু হয় ভারী বৃষ্টি ৷ তাতে 296 কিলোমিটার দীর্ঘ রাস্তার নানা জায়গায় পিচের প্রলেপ উঠে গিয়ে তৈরি হয় বেহাল দশা ৷

  • सावधान ❗

    उत्तर प्रदेश में 'विनाश' को विकास कहा जाता है। pic.twitter.com/kcLND0GEDn

    — UP Congress (@INCUttarPradesh) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের সেই ঘটনা সামনেই আসতেই গেরুয়া শিবিরের সমালোচনায় সরব হয় বিরোধীরা ৷ এ নিয়ে টুইট করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ৷ টুইটে মোদির ভাষণের ভিডিয়ো পোস্ট করে কটাক্ষ করা হয় উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেসের তরফে ৷ এমনকী, এ নিয়ে মুখ খোলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধিও !

ম্য়াঙ্গালুরু, 14 সেপ্টেম্বর: বুন্দেলখণ্ডের (Bundelkhand) পুনরাবৃত্তি ঘটল দক্ষিণী রাজ্য কর্নাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুতেও (Mangaluru) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime minister Narendra Modi) সফর শেষ হওয়ার 10 দিনের মধ্যেই উঠে গেল রাস্তার জোড়াতাপ্পি ! স্থানীয় সূত্রের দাবি, এলাকার রাস্তাগুলির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল ৷ এখানে-সেখানে ছিল ছোট-বড় গর্ত (Potholes on Road) ৷ কিন্তু, প্রধানমন্ত্রীর সফরের আগে তড়িঘড়ি সেইসব রাস্তা মেরামত করা হয় ৷ বুজিয়ে দেওয়া হয় দীর্ঘদিনের মরণফাঁদ ! কিন্তু, মোদির সফর শেষ হতেই আবারও ফিরল পুরনো ছবি !

  • 15 हजार करोड़ की लागत से बना एक्सप्रेसवे अगर बरसात के 5 दिन भी ना झेल सके तो उसकी गुणवत्ता पर गंभीर प्रश्न खड़े होते हैं।

    इस प्रोजेक्ट के मुखिया, सम्बंधित इंजीनियर और जिम्मेदार कंपनियों को तत्काल तलब कर उनपर कड़ी कार्यवाही सुनिश्चित करनी होगी।#BundelkhandExpressway pic.twitter.com/krD6G07XPo

    — Varun Gandhi (@varungandhi80) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সরকারি প্রকল্পের উদ্বোধন করতে গত 2 সেপ্টেম্বর ম্যাঙ্গালুরুতে এসেছিলেন মোদি ৷ সেই সফরের আগেই ব্যস্ততা বাড়ে শহরের রাস্তায় ৷ সংশ্লিষ্ট প্রশাসনের তরফে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয় ৷ রাতারাতি 'ভ্য়ানিশ' হয়ে যায় রাস্তার গর্ত ৷ কিন্তু, ইতিমধ্য়েই পিচের আলগা প্রলেপ উঠে গিয়ে সেইসব গর্ত ফের দেখা দিতে শুরু করেছে ! এর মধ্য়ে ম্যাঙ্গালুরুর কুলুরু সেতুতেও তৈরি হয়েছে খানা-খন্দ ! ফলে বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রী ও গাড়ির চালকদের ৷ এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ বেহাল রাস্তা ও সেতুর ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

  • ये है भाजपा के आधे-अधूरे विकास की गुणवत्ता का नमूना… उधर बुंदेलखंड एक्सप्रेस-वे का बड़े लोगों ने उद्घाटन किया ही था कि इधर एक हफ़्ते में ही इस पर भ्रष्टाचार के बड़े-बड़े गड्ढे निकल आए।

    अच्छा हुआ इस पर रनवे नहीं बना। pic.twitter.com/Dcl22VT8zv

    — Akhilesh Yadav (@yadavakhilesh) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে বিজেপি-তে 'মিশে' গেলেন গোয়ার আট বিধায়ক !

গত জুলাই মাসে প্রায় একই ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মধ্য়ে অবস্থিত বুন্দেলখণ্ডে ৷ চলতি বছরের 16 জুলাই রীতিমতো ধুমধাম করে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে এমন ঝাঁ-চকচকে রাস্তা পাওয়ার জন্য আমজনতাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, এর কয়েক দিন পরই শুরু হয় ভারী বৃষ্টি ৷ তাতে 296 কিলোমিটার দীর্ঘ রাস্তার নানা জায়গায় পিচের প্রলেপ উঠে গিয়ে তৈরি হয় বেহাল দশা ৷

  • सावधान ❗

    उत्तर प्रदेश में 'विनाश' को विकास कहा जाता है। pic.twitter.com/kcLND0GEDn

    — UP Congress (@INCUttarPradesh) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের সেই ঘটনা সামনেই আসতেই গেরুয়া শিবিরের সমালোচনায় সরব হয় বিরোধীরা ৷ এ নিয়ে টুইট করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ৷ টুইটে মোদির ভাষণের ভিডিয়ো পোস্ট করে কটাক্ষ করা হয় উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেসের তরফে ৷ এমনকী, এ নিয়ে মুখ খোলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধিও !

Last Updated : Sep 14, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.