ETV Bharat / bharat

Varanasi Posters ban non-Hindus : অহিন্দুদের প্রবেশ নিষেধ, বারাণসী গঙ্গার ঘাটে ভিএইচপি-বজরং দলের পোস্টার - Varanasi ghats Kashi Poster news

যাঁদের সনাতন ধর্মে বিশ্বাস নেই, তাঁরা মা গঙ্গার ঘাট ও মন্দিরে আসবেন না ৷ চেতাবনি পোস্টারে ছেয়ে গিয়েছে কাশীর বারণসী ঘাট ৷ পুলিশের দাবি বিতর্কিত পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়েছে (Posters ban non-Hindus entry in Varanasi ghats Kashi) ৷

Posters ban non-Hindus
বারণসীর ঘাটে বিতর্কিত পোস্টার
author img

By

Published : Jan 8, 2022, 12:50 PM IST

বারাণসী, 8 জানুয়ারি : 'সনাতন ধর্মে বিশ্বাস থাকলে কাশীতে মা গঙ্গার ঘাট আর মন্দিরে আসুন, নতুবা দূরে থাকুন ৷ অহিন্দুদের প্রবেশ নিষেধ', হিন্দিতে একথা জানিয়ে পোস্টার লাগানো হয়েছে বারাণসী ঘাটগুলিতে ৷ পুলিশের বক্তব্য, এই পোস্টারগুলি কোনও কট্টরপন্থী সংগঠনের কাজ ৷ যদিও পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়েছে (Posters ban non-Hindus entry in Varanasi ghats Kashi) ৷

জানা গিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল এই কাজ করেছে ৷ অহিন্দু মানুষেরা যাতে এখানে গঙ্গার ঘাটে না আসেন, তাঁদের উদ্দেশ্যে হিন্দি ভাষায় পোস্টারে লেখা, "কাশীতে মা গঙ্গার সংলগ্ন ঘাট এবং মন্দির সনাতন ধর্ম, ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসের প্রতীক ৷ যাঁদের সনাতন ধর্মে বিশ্বাস আছে, তাঁদের স্বাগত ৷ নতুবা, এটা পিকনিক স্পট নয় ৷"

আরও পড়ুন : Haridwar Dharma Sansad Hate Speech Case : হরিদ্বারের ধর্মীয় সম্মলনে বিদ্বেষমূলক ভাষণের তদন্তে গঠিত হল সিট

বজরং দলের (Bajrang Dal) নেতা নিখিল ত্রিপাঠী রুদ্র জানান, যাঁরা এই ঘাটকে পিকনিক স্পট মনে করেন, তাঁদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই পোস্টারে ৷ তিনি বলেন, "অহিন্দুরা ঘাটের পবিত্রতা নষ্ট করে ৷ তাদের জন্য এই সতর্কবার্তা ৷" তাঁর অভিযোগ, অনেক মানুষের সনাতন ধর্মে বিশ্বাস নেই ৷ তাঁরা ঘাটে এসে মদ খান, আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন ৷ তাই নিখিল ত্রিপাঠীর সাফ কথা, "আমরা তাঁদের সতর্ক করছি ৷ তাঁরা গঙ্গার ঘাট থেকে দূরে থাকুন ৷ এটা সনাতন সংস্কৃতির প্রতীক, কিন্তু পিকনিকের জায়গা নয় ৷"

শহরের বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad, VHP) সচিব রঞ্জন গুপ্তা ৷ তিনিও একই কথা বললেন, "সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা থাকলে, আমরা তাঁদের অভ্যর্থনা জানাব ৷" পোস্টারে এও লেখা হয়েছে, "এটা অনুরোধ নয়, সতর্কবার্তা ৷"

এক পুলিশ আধিকারিক জানালেন, এখনও পর্যন্ত এই পোস্টার নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি তাদের কাছে ৷ যদিও স্থানীয়রা বিষয়টি সামনে আনার পর পুলিশ এবিষয়ে নজর রাখছে ৷ তিনি বলেন, "পোস্টারগুলো সরিয়ে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন : Dharam Sansad in Haridwar : হরিদ্বারের ধর্ম সংসদে বিতর্কিত মন্তব্য, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে উত্তরপ্রদেশের পূর্বে অবস্থিত এই তীর্থ শহরে বহু পর্যটক আসেন ৷ বিশ্বের অন্যতম প্রাচীন শহর বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র ৷

বারাণসী, 8 জানুয়ারি : 'সনাতন ধর্মে বিশ্বাস থাকলে কাশীতে মা গঙ্গার ঘাট আর মন্দিরে আসুন, নতুবা দূরে থাকুন ৷ অহিন্দুদের প্রবেশ নিষেধ', হিন্দিতে একথা জানিয়ে পোস্টার লাগানো হয়েছে বারাণসী ঘাটগুলিতে ৷ পুলিশের বক্তব্য, এই পোস্টারগুলি কোনও কট্টরপন্থী সংগঠনের কাজ ৷ যদিও পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়েছে (Posters ban non-Hindus entry in Varanasi ghats Kashi) ৷

জানা গিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল এই কাজ করেছে ৷ অহিন্দু মানুষেরা যাতে এখানে গঙ্গার ঘাটে না আসেন, তাঁদের উদ্দেশ্যে হিন্দি ভাষায় পোস্টারে লেখা, "কাশীতে মা গঙ্গার সংলগ্ন ঘাট এবং মন্দির সনাতন ধর্ম, ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসের প্রতীক ৷ যাঁদের সনাতন ধর্মে বিশ্বাস আছে, তাঁদের স্বাগত ৷ নতুবা, এটা পিকনিক স্পট নয় ৷"

আরও পড়ুন : Haridwar Dharma Sansad Hate Speech Case : হরিদ্বারের ধর্মীয় সম্মলনে বিদ্বেষমূলক ভাষণের তদন্তে গঠিত হল সিট

বজরং দলের (Bajrang Dal) নেতা নিখিল ত্রিপাঠী রুদ্র জানান, যাঁরা এই ঘাটকে পিকনিক স্পট মনে করেন, তাঁদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই পোস্টারে ৷ তিনি বলেন, "অহিন্দুরা ঘাটের পবিত্রতা নষ্ট করে ৷ তাদের জন্য এই সতর্কবার্তা ৷" তাঁর অভিযোগ, অনেক মানুষের সনাতন ধর্মে বিশ্বাস নেই ৷ তাঁরা ঘাটে এসে মদ খান, আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন ৷ তাই নিখিল ত্রিপাঠীর সাফ কথা, "আমরা তাঁদের সতর্ক করছি ৷ তাঁরা গঙ্গার ঘাট থেকে দূরে থাকুন ৷ এটা সনাতন সংস্কৃতির প্রতীক, কিন্তু পিকনিকের জায়গা নয় ৷"

শহরের বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad, VHP) সচিব রঞ্জন গুপ্তা ৷ তিনিও একই কথা বললেন, "সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা থাকলে, আমরা তাঁদের অভ্যর্থনা জানাব ৷" পোস্টারে এও লেখা হয়েছে, "এটা অনুরোধ নয়, সতর্কবার্তা ৷"

এক পুলিশ আধিকারিক জানালেন, এখনও পর্যন্ত এই পোস্টার নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি তাদের কাছে ৷ যদিও স্থানীয়রা বিষয়টি সামনে আনার পর পুলিশ এবিষয়ে নজর রাখছে ৷ তিনি বলেন, "পোস্টারগুলো সরিয়ে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন : Dharam Sansad in Haridwar : হরিদ্বারের ধর্ম সংসদে বিতর্কিত মন্তব্য, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে উত্তরপ্রদেশের পূর্বে অবস্থিত এই তীর্থ শহরে বহু পর্যটক আসেন ৷ বিশ্বের অন্যতম প্রাচীন শহর বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.