ETV Bharat / bharat

36 ঘণ্টা আগেই শ্বাসরোধ করে হত্যা, সন্তান খুনে অভিযুক্ত 'ব্রিলিয়ান্ট মহিলা' - সূচনা শেঠ

CEO Mother Kills Son in Bengaluru: চার বছরের সন্তানকে হত্যার ঘটনায় নয়া তথ্য ৷ স্যুটকেসে ভরে নিয়ে যাওয়ার 36 ঘণ্টা আগে শিশুটিকে হত্যা করা হয় ৷ এমনটাই জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে ৷ এই বিষয়ে কী বলছেন চিকিৎসকরা ? পাশাপাশি অভিযুক্ত মা সম্পর্কেও মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

Etv Bharat
সন্তান খুনে ধৃত মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 12:40 PM IST

Updated : Jan 10, 2024, 2:44 PM IST

চিত্রদুর্গা (কর্ণাটক), 10 জানুয়ারি: গোয়ায় 4 বছরের সন্তানকে খুনের ঘটনায় নয়া তথ্য পেল পুলিশ ৷ চিকিৎসকরা জানিয়েছেন, অভিযুক্ত মা নিজের সন্তানকে 36 ঘণ্টা আগেই হত্যা করেছিলেন ৷ মৃত শিশুর পোস্টমর্টেম রিপোর্ট দেখে এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীণ চিকিৎসকরা। ঘটনায় ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে শিশুটির মা সূচনা শেঠকে ৷ সোমবার রাতে কর্ণাটকের চিত্রদুর্গ থেকে প্রথমে তাঁকে আটক করা হয় ৷ পরে গ্রেফতার করে পুলিশ। তখন তিনি গোয়া থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন ৷ পুলিশের অনুমান, পেশায় একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট-আপের সিইও তার 4 বছরের ছেলেকে খুন করে দেহ একটি স্যুটকেসে ভরে নিয়ে যাচ্ছিলেন । গোয়া পুলিশের থেকে খবর পেয়েই সূচনাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ ।

এই ঘটনায় হিরিউর তালুক হাসপাতালের আধিকারিক ডাঃ কুমার নায়েক সাংবাদিকদের বলেন, "শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷ চিকিৎসা পরিভাষায় বিষয়টি স্মোদারিং বলা হয়। কাপড় বা বালিশ জাতীয় কিছু দিয়ে নাক মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷ মৃত্যুর ধরন দেখে মনে হচ্ছে বালিশ বা অন্য কিছু ব্যবহার করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট বলছে, মায়োফাইব্রিলের রাসায়নিক পরিবর্তনের কারণে শিশুটির শরীরের পেশিগুলি শক্ত হয়ে গিয়েছিল ৷ সব দেখে মনে হচ্ছে মৃত্যুর পর 36 ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে ৷ তবে সঠিক কোন সময়ে মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না ৷ শিশুটির শরীরে রক্তক্ষরণ বা ছটফটানির কোনও চিহ্ন নেই ৷"

অভিযুক্ত শিশুটির মা সূচনা শেঠ 'দ্য মাইন্ডফুল এআই ল্যাব'-এর সিইও। তার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে দেখা গিয়েছে, তিনি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও নৈতিকতা বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি ডেটা বিজ্ঞানী ৷ স্টার্টআপ এবং শিল্প গবেষণা ল্যাবগুলিতে ডেটা সায়েন্স টিমগুলিকে পরামর্শ দেওয়া এবং মেশিন লার্নিং সমাধানগুলি স্কেলিং করার ক্ষেত্রে 12 বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর । আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এথিক্স তালিকার 100 জন বুদ্ধিমতী মহিলার মধ্যে রয়েছেন সূচনা ৷ ডেটা অ্যান্ড সোসাইটিতে মোজিলা ফেলো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টারের ফেলো এবং রামন রিসার্চ ইনস্টিটিউটের একজন রিসার্চ ফেলোও ছিলেন । তিনি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের পেটেন্টও রাখেন ৷

আরও পড়ুন :

  1. চার বছরের ছেলেকে খুন, ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা মায়ের
  2. 'ও আমার সন্তান নয়', সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন অণ্ডালে! আটক বাবা
  3. স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী চিকিৎসক

চিত্রদুর্গা (কর্ণাটক), 10 জানুয়ারি: গোয়ায় 4 বছরের সন্তানকে খুনের ঘটনায় নয়া তথ্য পেল পুলিশ ৷ চিকিৎসকরা জানিয়েছেন, অভিযুক্ত মা নিজের সন্তানকে 36 ঘণ্টা আগেই হত্যা করেছিলেন ৷ মৃত শিশুর পোস্টমর্টেম রিপোর্ট দেখে এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীণ চিকিৎসকরা। ঘটনায় ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে শিশুটির মা সূচনা শেঠকে ৷ সোমবার রাতে কর্ণাটকের চিত্রদুর্গ থেকে প্রথমে তাঁকে আটক করা হয় ৷ পরে গ্রেফতার করে পুলিশ। তখন তিনি গোয়া থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন ৷ পুলিশের অনুমান, পেশায় একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট-আপের সিইও তার 4 বছরের ছেলেকে খুন করে দেহ একটি স্যুটকেসে ভরে নিয়ে যাচ্ছিলেন । গোয়া পুলিশের থেকে খবর পেয়েই সূচনাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ ।

এই ঘটনায় হিরিউর তালুক হাসপাতালের আধিকারিক ডাঃ কুমার নায়েক সাংবাদিকদের বলেন, "শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷ চিকিৎসা পরিভাষায় বিষয়টি স্মোদারিং বলা হয়। কাপড় বা বালিশ জাতীয় কিছু দিয়ে নাক মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷ মৃত্যুর ধরন দেখে মনে হচ্ছে বালিশ বা অন্য কিছু ব্যবহার করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট বলছে, মায়োফাইব্রিলের রাসায়নিক পরিবর্তনের কারণে শিশুটির শরীরের পেশিগুলি শক্ত হয়ে গিয়েছিল ৷ সব দেখে মনে হচ্ছে মৃত্যুর পর 36 ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে ৷ তবে সঠিক কোন সময়ে মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না ৷ শিশুটির শরীরে রক্তক্ষরণ বা ছটফটানির কোনও চিহ্ন নেই ৷"

অভিযুক্ত শিশুটির মা সূচনা শেঠ 'দ্য মাইন্ডফুল এআই ল্যাব'-এর সিইও। তার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে দেখা গিয়েছে, তিনি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও নৈতিকতা বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি ডেটা বিজ্ঞানী ৷ স্টার্টআপ এবং শিল্প গবেষণা ল্যাবগুলিতে ডেটা সায়েন্স টিমগুলিকে পরামর্শ দেওয়া এবং মেশিন লার্নিং সমাধানগুলি স্কেলিং করার ক্ষেত্রে 12 বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর । আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এথিক্স তালিকার 100 জন বুদ্ধিমতী মহিলার মধ্যে রয়েছেন সূচনা ৷ ডেটা অ্যান্ড সোসাইটিতে মোজিলা ফেলো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টারের ফেলো এবং রামন রিসার্চ ইনস্টিটিউটের একজন রিসার্চ ফেলোও ছিলেন । তিনি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের পেটেন্টও রাখেন ৷

আরও পড়ুন :

  1. চার বছরের ছেলেকে খুন, ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা মায়ের
  2. 'ও আমার সন্তান নয়', সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন অণ্ডালে! আটক বাবা
  3. স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী চিকিৎসক
Last Updated : Jan 10, 2024, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.