ETV Bharat / bharat

করোনাকালে রাজনৈতিক বিবাদ কাম্য নয়, কেজরি সরকারকে বার্তা সুপ্রিম কোর্টের - কোভিড-19

করোনা আবহে কোনও রাজনৈতিক বিবাদ করা যাবে না ৷ শুক্রবার দিল্লির কেজরিওয়াল সরকারকে এই বার্তা দিল সুপ্রিম কোর্ট ৷ একইসঙ্গে, করোনা মোকাবিলায় সবপক্ষকে জোট বেঁধে কাজ করারও পরামর্শ দিল শীর্ষ আদালত ৷

Political Bickering is not desirable during corona situation, supreme court said to delhi government
করোনাকালে রাজনৈতিক বিবাদ কাম্য নয়, কেজরি সরকারকে বার্তা সুপ্রিম কোর্টের
author img

By

Published : Apr 30, 2021, 7:37 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল : কোভিড পরিস্থিতি নিয়ে কোনও রাজনৈতিক বিবাদ কখনই কাম্য নয় ৷ শুক্রবার দিল্লির কেজরিওয়াল সরকারের উদ্দেশ্যে এই বার্তা দিল দেশের শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, করোনা নিয়ে রাজনীতি কোনও মতেই প্রশ্রয় দেওয়া হবে না ৷ কারণ, তাতে আমজনতার প্রাণ সংশয় ঘটবে ৷

এদিন এই প্রসঙ্গে শীর্ষ আদালতের একটি বেঞ্চ বলে, ‘‘আমরা দিল্লি সরকারকে জানাতে চাই, তাদের অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ৷ দয়া করে শীর্ষস্তরে এই বার্তা পৌঁছে দিন ৷ এই পরিস্থিতিতে কোনও রাজনৈতিক বিবাদ একেবারেই কাম্য নয় ৷’’

এরপরই দিল্লির সরকারের তরফে আদালতকে আশ্বস্ত করা হয় ৷ বলা হয়, করোনা পরিস্থিতির মোকাবিলায় সকলে একসঙ্গেই কাজ করছে ৷ উল্টোদিকে, আদালতও কোভিড যুদ্ধে বিভিন্ন সরকারি কর্মী ও আধিকারিকদের কর্মতৎপরতার প্রশংসা করে ৷

প্রসঙ্গত, দিল্লি সরকারকে সহযোগিতা করার বার্তা দেওয়ার আগে এই একই বেঞ্চের তরফে কেন্দ্রীয় সরকারকেও রাজধানী দিল্লির প্রতি বিশেষ দায়িত্ব নিতে বলা হয় ৷

আরও পড়ুন : সরকারের কাছে করোনায় বাবা-মা হারানো পড়ুয়াদের বিনামূল্যে পড়ানোর আবেদন সোনু সুদের

এদিন সংশ্লিষ্ট বেঞ্চের এজলাজে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপিত করেন কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক ৷ দিল্লির করোনা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ করেছে, তা সবিস্তারে আদালতকে জানান তিনি ৷

নয়াদিল্লি, 30 এপ্রিল : কোভিড পরিস্থিতি নিয়ে কোনও রাজনৈতিক বিবাদ কখনই কাম্য নয় ৷ শুক্রবার দিল্লির কেজরিওয়াল সরকারের উদ্দেশ্যে এই বার্তা দিল দেশের শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, করোনা নিয়ে রাজনীতি কোনও মতেই প্রশ্রয় দেওয়া হবে না ৷ কারণ, তাতে আমজনতার প্রাণ সংশয় ঘটবে ৷

এদিন এই প্রসঙ্গে শীর্ষ আদালতের একটি বেঞ্চ বলে, ‘‘আমরা দিল্লি সরকারকে জানাতে চাই, তাদের অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ৷ দয়া করে শীর্ষস্তরে এই বার্তা পৌঁছে দিন ৷ এই পরিস্থিতিতে কোনও রাজনৈতিক বিবাদ একেবারেই কাম্য নয় ৷’’

এরপরই দিল্লির সরকারের তরফে আদালতকে আশ্বস্ত করা হয় ৷ বলা হয়, করোনা পরিস্থিতির মোকাবিলায় সকলে একসঙ্গেই কাজ করছে ৷ উল্টোদিকে, আদালতও কোভিড যুদ্ধে বিভিন্ন সরকারি কর্মী ও আধিকারিকদের কর্মতৎপরতার প্রশংসা করে ৷

প্রসঙ্গত, দিল্লি সরকারকে সহযোগিতা করার বার্তা দেওয়ার আগে এই একই বেঞ্চের তরফে কেন্দ্রীয় সরকারকেও রাজধানী দিল্লির প্রতি বিশেষ দায়িত্ব নিতে বলা হয় ৷

আরও পড়ুন : সরকারের কাছে করোনায় বাবা-মা হারানো পড়ুয়াদের বিনামূল্যে পড়ানোর আবেদন সোনু সুদের

এদিন সংশ্লিষ্ট বেঞ্চের এজলাজে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপিত করেন কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক ৷ দিল্লির করোনা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ করেছে, তা সবিস্তারে আদালতকে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.