শ্রীনগর, 12 অগস্ট: জঙ্গি হামলায় ফের অশান্ত উপত্য়কা ৷ শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়েছেন জম্মু-কাশ্মীরের এক পুলিশকর্মী ৷ জানা গিয়েছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে বিজবেহারায় নাকা চেকিং চলার সময়ে প্রকাশ্যে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা ৷ জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন ওই পুলিশকর্মী (Policeman injured in millitants attack in Anantnag) ৷ গুলিবিদ্ধ পুলিশকর্মীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
এলাকা ঘিরে রেখে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷ জম্মু-কাশ্মীর পুলিশ টুইটে তাঁদের সহকর্মীর আহত হওয়ার বিষয়টি সম্পর্কে জ্ঞাত করে লিখেছে, "অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় পুলিশ-সিআরপিএফের যৌথ নাকা পার্টির সময় জঙ্গি আক্রমণে এক পুলিশকর্মী আহত হয়েছেন ৷ তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷"
আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে শ্রীনগরের ডাল লেকে তেরঙা শিকারা
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজৌরিতে 3 জন সেনা জওয়ানের আহত হওয়ার খবর সামন আসে ৷ আত্মঘাতী বোমা বহনকারী দুই জওয়ানকে নিষ্ক্রিয় করতে গিয়ে বিপদের কবলে পড়েন ওই সেনা জওয়ানরা ৷ যদিও শেষ পর্যন্ত বোমা নিষ্ক্রিয় করে দুই জঙ্গিকে নিকেশ করতে করতে সক্ষম হন সুবেদার রাজেন্দ্র প্রসাদ, রাইফেলম্যান মনোজ কুমার এবং লক্ষ্মণন ডি ৷ ওই একইদিনে বান্দিপোরা জেলায় জঙ্গিহানায় বিহার-নিবাসী এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া মেলে ৷