ETV Bharat / bharat

10th Class Student rescue from Bihar: অপহরণের 48 ঘণ্টার মধ্যে বিহার থেকে উদ্ধার মালদার নাবালিকা - Student Rescue From Bihar

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে বিহার থেকে দশম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করল পুলিশ । গ্রেফতার 4 অভিযুক্ত ৷ ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে (Student Rescue From Bihar)৷

10th Class Student rescue from Bihar
অপহরণের 48 ঘণ্টার মধ্যে বিহার থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রী
author img

By

Published : Mar 25, 2022, 5:59 PM IST

Updated : Mar 25, 2022, 6:54 PM IST

মালদা, ২৫ মার্চ : অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে বিহার থেকে এক ছাত্রীকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে । পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয় । ধৃতরা সকলেই হরিশচন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা (Student Rescue From Bihar) ৷

অপহরণের 48 ঘণ্টার মধ্যে বিহার থেকে উদ্ধার মালদার নাবালিকা

পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকার এক দশম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে চার যুবক । ওই ছাত্রীকে নিয়ে তারা বিহারে চলে যায় । এদিকে রাত হয়ে গেলেও মেয়ে ঘরে না ফেরায় তার খোঁজ শুরু করেন অভিভাবকরা । তখনই তাঁরা বিষয়টি জানতে পেরে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ (Police Rescue a 10th Class Student From Bihar)।

আরও পড়ুন: Girl Body Found Beside Railtrack : বৈষ্ণবনগরে রেললাইনের পাশে ছাত্রীর গলাকাটা দেহ ! সন্দেহে প্রেমিক

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস বলেন, “বিয়ে দেওয়ার উদ্দেশ্যে ওই ছাত্রীকে বিহারের কাটিহার জেলার আমদাবাদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেই খবর পেয়ে আমরা সেখান থেকে ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি চার অপহরণকারীকে গ্রেফতার করেছি। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হচ্ছে। গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত চলছে।” ধৃতদের সঙ্গে নারী পাচার চক্রের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, ওই ছাত্রীকে বিহারের আমদাবাদ থানা এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল । অবশেষে গতকাল রাতে প্রতিবেশী রাজ্য থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিক কর্মীরা । পুলিশ দেখে দুই যুবক পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে ৷ শেষ পর্যন্ত পুকুরে ঝাঁপিয়ে তাঁদের ধরে ফেলেন সিভিক ভলান্টিয়াররা । গ্রেফতার করা হয়েছে 4 অভিযুক্তকে । আজ ওই ছাত্রীকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে ।

মালদা, ২৫ মার্চ : অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে বিহার থেকে এক ছাত্রীকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে । পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয় । ধৃতরা সকলেই হরিশচন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা (Student Rescue From Bihar) ৷

অপহরণের 48 ঘণ্টার মধ্যে বিহার থেকে উদ্ধার মালদার নাবালিকা

পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকার এক দশম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে চার যুবক । ওই ছাত্রীকে নিয়ে তারা বিহারে চলে যায় । এদিকে রাত হয়ে গেলেও মেয়ে ঘরে না ফেরায় তার খোঁজ শুরু করেন অভিভাবকরা । তখনই তাঁরা বিষয়টি জানতে পেরে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ (Police Rescue a 10th Class Student From Bihar)।

আরও পড়ুন: Girl Body Found Beside Railtrack : বৈষ্ণবনগরে রেললাইনের পাশে ছাত্রীর গলাকাটা দেহ ! সন্দেহে প্রেমিক

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস বলেন, “বিয়ে দেওয়ার উদ্দেশ্যে ওই ছাত্রীকে বিহারের কাটিহার জেলার আমদাবাদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেই খবর পেয়ে আমরা সেখান থেকে ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি চার অপহরণকারীকে গ্রেফতার করেছি। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হচ্ছে। গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত চলছে।” ধৃতদের সঙ্গে নারী পাচার চক্রের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, ওই ছাত্রীকে বিহারের আমদাবাদ থানা এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল । অবশেষে গতকাল রাতে প্রতিবেশী রাজ্য থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিক কর্মীরা । পুলিশ দেখে দুই যুবক পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে ৷ শেষ পর্যন্ত পুকুরে ঝাঁপিয়ে তাঁদের ধরে ফেলেন সিভিক ভলান্টিয়াররা । গ্রেফতার করা হয়েছে 4 অভিযুক্তকে । আজ ওই ছাত্রীকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে ।

Last Updated : Mar 25, 2022, 6:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.