ETV Bharat / bharat

Constable Shot Dead: ঝাড়খণ্ডে কনস্টেবলকে গুলি করে খুন আততায়ীদের - আততায়ীদের গুলিতে মৃত্যু কনস্টেবলের

ঝাড়খণ্ডে আততায়ীদের গুলিতে মৃত্যু পুলিশ কনস্টেবলের ৷ বাইকে করে বাড়ি ফেরার সেসময় ফাঁকা রাস্তায় তাঁকে মাথায় গুলি করা হয় ৷

Constable Shot Dead
কনস্টেবলকে গুলি করে হত্যা
author img

By

Published : Jun 24, 2023, 11:48 AM IST

রামগড়, 24 জুন: ঝাড়খণ্ডের রামগড়ে পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করল আততায়ীরা । ঘটনাটি ঘটেছে জেলার ভূরকুন্ডা থানার সায়াল 10 নম্বর খাদানের কাছে । ওই কনস্টেবল হাজারিবাগের উরিমারি পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে । তিনি উরিমারি থানা থেকে রামগড়ের পাত্রতু থানা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন । সেসময় সায়াল 10 খোলা খাদানের কাছে ফাঁকা রাস্তায় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । মৃত কনস্টেবলের নাম পঙ্কজ কুমার দাস ।

মাথায় গুলি: জানা গিয়েছে, উরিমারি থেকে ওই কনস্টেবল বাইকে করে পাত্রাতু থানা এলাকায় তাঁর বাড়িতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন । খুব কাছ থেকে আততায়ীরা কনস্টেবলকে মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ওই কনস্টেবল রাস্তায় পড়ে যান ৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । পুরো রাস্তা রক্তে লাল হয়ে যায় । সূত্রের খবর, মাত্র দু'মাস আগে কনস্টেবল পঙ্কজ কুমারের বিয়ে হয়েছে ।

আরও পড়ুন: রাঁচি সেনাক্যাম্পে গুলিবিদ্ধ জওয়ান, অবস্থা আশংকাজনক

পুলিশ ঘটনার তদন্ত করছে: খবর পেয়ে ভূরকুন্ডা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে । কনস্টেবলের দেহ ময়নাতদন্তের জন্য রামগড় মর্গে পাঠানো হয়েছে । ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে । কী কারণে ওই কনস্টেবলকে গুলি করে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি ।

পুলিশ ঘটনা সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে চায়নি । তবে জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ শিগগিরই অভিযুক্তরা ধরা পড়বে । কনস্টেবলের পরিবারকে খবর দেওয়া হয়েছে । আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে ফাঁকা জায়গায় কনস্টেবলকে গুলি করায় প্রত্যক্ষদর্শী মেলেনি ৷

রামগড়, 24 জুন: ঝাড়খণ্ডের রামগড়ে পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করল আততায়ীরা । ঘটনাটি ঘটেছে জেলার ভূরকুন্ডা থানার সায়াল 10 নম্বর খাদানের কাছে । ওই কনস্টেবল হাজারিবাগের উরিমারি পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে । তিনি উরিমারি থানা থেকে রামগড়ের পাত্রতু থানা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন । সেসময় সায়াল 10 খোলা খাদানের কাছে ফাঁকা রাস্তায় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । মৃত কনস্টেবলের নাম পঙ্কজ কুমার দাস ।

মাথায় গুলি: জানা গিয়েছে, উরিমারি থেকে ওই কনস্টেবল বাইকে করে পাত্রাতু থানা এলাকায় তাঁর বাড়িতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন । খুব কাছ থেকে আততায়ীরা কনস্টেবলকে মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ওই কনস্টেবল রাস্তায় পড়ে যান ৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । পুরো রাস্তা রক্তে লাল হয়ে যায় । সূত্রের খবর, মাত্র দু'মাস আগে কনস্টেবল পঙ্কজ কুমারের বিয়ে হয়েছে ।

আরও পড়ুন: রাঁচি সেনাক্যাম্পে গুলিবিদ্ধ জওয়ান, অবস্থা আশংকাজনক

পুলিশ ঘটনার তদন্ত করছে: খবর পেয়ে ভূরকুন্ডা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে । কনস্টেবলের দেহ ময়নাতদন্তের জন্য রামগড় মর্গে পাঠানো হয়েছে । ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে । কী কারণে ওই কনস্টেবলকে গুলি করে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি ।

পুলিশ ঘটনা সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে চায়নি । তবে জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ শিগগিরই অভিযুক্তরা ধরা পড়বে । কনস্টেবলের পরিবারকে খবর দেওয়া হয়েছে । আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে ফাঁকা জায়গায় কনস্টেবলকে গুলি করায় প্রত্যক্ষদর্শী মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.