কলকাতা, 28 অক্টোবর : 24 সেপ্টেম্বর দিল্লির রোহিণী আদালতে এজলাসের ভিতরেই শুরু হয় গ্যাংওয়ার ৷ তাতে কুখ্যাত গ্যাংস্টার গোগী ও দুই হামলাকারীর মৃত্যু হয় ৷ যদিও ঘটনার দু'দিনের মাথাতেই আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ ৷ অন্যদিকে নয়াদিল্লির এই ঘটনার পরেও শিক্ষা নেয়নি কলকাতা ৷ শহরের আদালতগুলির নিরাপত্তার কার্যত বেহাল দশা ৷ যা দেখিয়েছিল ইটিভি ভারত ৷ তারপরেই নড়েচড়ে বসল প্রশাসন ৷
আরও পড়ুন : Court Security : শহরের আদালতগুলির নিরাপত্তা বেহাল, ক্ষোভ আইনজীবীদের
এবার শহরের আদালতগুলির নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে লালবাজার । বুধবার বিকেলে এই সংক্রান্ত একটি বৈঠক হয় । লালবাজার সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা । ছিলেন প্রেসিডেন্সি জেলের সুপার-সহ আইনজীবী মহলের একাংশও ।
আরও পড়ুন : Delhi shootout : গ্যাংস্টার গোগী খুনের জের, দিল্লির সমস্ত জেলে জারি হাই এলার্ট
বৈঠকে জানা গিয়েছে, বিচার ভবনের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রত্যেক ফ্লোরে মেটাল ডিটেক্টর, সদর দরজায় ব্যাগেজ স্ক্যানার এবং প্রত্যেক ফ্লোরে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিচ্ছে লালবাজার । যদিও এ বিষয়ে এখনই লালবাজারের তরফে স্পষ্টভাবে কিছু বলা হয়নি ।