ETV Bharat / bharat

অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়েতে আপত্তি, দিদিকে ভুয়ো নার্স দিয়ে খুনের চেষ্টা ভাইয়ের ! - ভুয়ো নার্স

Honor Killing in PGI Chandigarh: বাড়ির অমতে অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে দিদির বিয়েতে আপত্তি ছিল ভাইয়ের ৷ অভিযোগ, সেই আক্রোশ থেকে হাসপাতালে ভুয়ো নার্স পাঠিয়ে দিদিকে মারার চেষ্টা করে যুবক ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ভাই এবং ভুয়ো নার্স-সহ চারজন ৷

honor killing
দিদিকে ভুয়ো নার্স দিয়ে খুনের চেষ্টা ভাইয়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 11:03 AM IST

চণ্ডীগড়, 23 নভেম্বর: প্রেম করে অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করেছিলেন দিদি ৷ তাতেই আপত্তি ছিল ভাইয়ের ৷ শেষমেশ ভুয়ো নার্সকে হাসপাতালে পাঠিয়ে দিদিকে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে ৷ ইনজেকশন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন যুবতী ৷ এই ঘটনায় মঙ্গলবার যুবতীর ভাই, ভুয়ো নার্স-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে ৷ বর্তমানে যুবতীর অবস্থা আশঙ্কাজনক ৷ তিনি পিজিআই হাসপাতালের আইসিইউতে ভরতি । এ ব্যাপারে ওই যুবতীর শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে ।

চণ্ডীগড়ের এসএসপি কানওয়ারদীপ কৌর বলেন, "প্রেম করে বিয়ে করেছিল দিদি ৷ তাতেই দীর্ঘদিন ধরে যুবতীর ভাই ক্ষিপ্ত ছিল ৷ শেষে আরও এক আত্মীয়র সঙ্গে মিলে দিদিকে হত্যার ষড়যন্ত্র করে সে । এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে । অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে । ধৃতরা হল যুবতীর ভাই জসমিত সিং, আত্মীয় বুটা সিং, তাঁর বন্ধু মনদীপ সিং এবং ভুয়ো নার্স জসপ্রীত কৌর । ইনজেকশন দেওয়া মহিলা জসপ্রীত কৌর একজন কেয়ারটেকার হিসেবে কাজ করেন ।"

পুলিশের তরফে জানা গিয়েছে, 2022 সালে প্রেম করে বিয়ে হয় যুবতীর । তিনি মোহালির বানুর গ্রামের বাসিন্দা । তিনি তাঁর নিজের ইচ্ছায় অন্য সম্প্রদায়ের একটি ছেলেকে বিয়ে করেছিলেন । এই কারণে তাঁর পরিবারের পক্ষ থেকে বিয়ের বিরোধিতা করা হয় । 24 বছর বয়সি যুবতী 3 নভেম্বর একটি সন্তানের জন্ম দেন । কিন্তু কিডনির সমস্যার কারণে বানুর হাসপাতাল তাঁকে পিজিআইতে রেফার করে । এরপর তাঁকে নেহেরু হাসপাতালের তৃতীয় তলায় গাইনি ওয়ার্ডে ভরতি করা হয় । যুবতীকে হত্যা করার জন্য একটি ইনজেকশন দেওয়া হয়েছিল ৷ এটিকে অনার কিলিং মামলা হিসেবে বিবেচনা করে পুলিশ তদন্তে নামে ।

15 নভেম্বর যুবতী হাসপাতালের ওয়ার্ডে ছিলেন ৷ তখন লাল কুর্তা এবং নীল জিন্স পরিহিত একজন অচেনা মহিলা পরে এসে বলেন কিডনির ডাক্তার একটি ইনজেকশন দিয়েছেন । সেটা রোগীকে দিতে হবে ৷ এই বলে জসপ্রীত কৌর রোগীকে একটি ইনজেকশন দিয়ে দেয় । এরপরই স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয় যে জসপ্রীত নার্স নন । তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি তাড়াহুড়ো করে চলে যান ৷ এই ঘটনার সামান্য পর থেকেই রোগীর স্বাস্থ্যের অবনতি হতে থাকে । এরপর যুবতীকে আইসিইউতে ভরতি করা হয় ।

চণ্ডীগড়ের এসএসপি কানওয়ারদীপ কৌর জানান, যুবতীর স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে সেক্টর 11 থানায় অভিযোগ দায়ের হয় ৷ পুলিশ পাতিয়ালার রাজপুরের বাসিন্দা জিতেন্দ্র কৌরের অভিযোগে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে । 15 নভেম্বর থেকে পুলিশ পিজিআই হাসপাতালের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে । এরপর ওই ভুয়ো নার্সের খোঁজ মেলে। তদন্তের সময় চণ্ডীগড় পুলিশ বুঝতে পারে যে এটি অনার কিলিং মামলা। যুবতীর ভাই তাঁকে হত্যার চেষ্টা করেছিলেন । এমতাবস্থায় যুবতীর ভাই ও আত্মীয়-সহ আরও একজনকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন:

  1. বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন যুবতীর!
  2. মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ, ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মারল ছেলে
  3. পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী

চণ্ডীগড়, 23 নভেম্বর: প্রেম করে অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করেছিলেন দিদি ৷ তাতেই আপত্তি ছিল ভাইয়ের ৷ শেষমেশ ভুয়ো নার্সকে হাসপাতালে পাঠিয়ে দিদিকে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে ৷ ইনজেকশন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন যুবতী ৷ এই ঘটনায় মঙ্গলবার যুবতীর ভাই, ভুয়ো নার্স-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে ৷ বর্তমানে যুবতীর অবস্থা আশঙ্কাজনক ৷ তিনি পিজিআই হাসপাতালের আইসিইউতে ভরতি । এ ব্যাপারে ওই যুবতীর শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে ।

চণ্ডীগড়ের এসএসপি কানওয়ারদীপ কৌর বলেন, "প্রেম করে বিয়ে করেছিল দিদি ৷ তাতেই দীর্ঘদিন ধরে যুবতীর ভাই ক্ষিপ্ত ছিল ৷ শেষে আরও এক আত্মীয়র সঙ্গে মিলে দিদিকে হত্যার ষড়যন্ত্র করে সে । এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে । অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে । ধৃতরা হল যুবতীর ভাই জসমিত সিং, আত্মীয় বুটা সিং, তাঁর বন্ধু মনদীপ সিং এবং ভুয়ো নার্স জসপ্রীত কৌর । ইনজেকশন দেওয়া মহিলা জসপ্রীত কৌর একজন কেয়ারটেকার হিসেবে কাজ করেন ।"

পুলিশের তরফে জানা গিয়েছে, 2022 সালে প্রেম করে বিয়ে হয় যুবতীর । তিনি মোহালির বানুর গ্রামের বাসিন্দা । তিনি তাঁর নিজের ইচ্ছায় অন্য সম্প্রদায়ের একটি ছেলেকে বিয়ে করেছিলেন । এই কারণে তাঁর পরিবারের পক্ষ থেকে বিয়ের বিরোধিতা করা হয় । 24 বছর বয়সি যুবতী 3 নভেম্বর একটি সন্তানের জন্ম দেন । কিন্তু কিডনির সমস্যার কারণে বানুর হাসপাতাল তাঁকে পিজিআইতে রেফার করে । এরপর তাঁকে নেহেরু হাসপাতালের তৃতীয় তলায় গাইনি ওয়ার্ডে ভরতি করা হয় । যুবতীকে হত্যা করার জন্য একটি ইনজেকশন দেওয়া হয়েছিল ৷ এটিকে অনার কিলিং মামলা হিসেবে বিবেচনা করে পুলিশ তদন্তে নামে ।

15 নভেম্বর যুবতী হাসপাতালের ওয়ার্ডে ছিলেন ৷ তখন লাল কুর্তা এবং নীল জিন্স পরিহিত একজন অচেনা মহিলা পরে এসে বলেন কিডনির ডাক্তার একটি ইনজেকশন দিয়েছেন । সেটা রোগীকে দিতে হবে ৷ এই বলে জসপ্রীত কৌর রোগীকে একটি ইনজেকশন দিয়ে দেয় । এরপরই স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয় যে জসপ্রীত নার্স নন । তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি তাড়াহুড়ো করে চলে যান ৷ এই ঘটনার সামান্য পর থেকেই রোগীর স্বাস্থ্যের অবনতি হতে থাকে । এরপর যুবতীকে আইসিইউতে ভরতি করা হয় ।

চণ্ডীগড়ের এসএসপি কানওয়ারদীপ কৌর জানান, যুবতীর স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে সেক্টর 11 থানায় অভিযোগ দায়ের হয় ৷ পুলিশ পাতিয়ালার রাজপুরের বাসিন্দা জিতেন্দ্র কৌরের অভিযোগে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে । 15 নভেম্বর থেকে পুলিশ পিজিআই হাসপাতালের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে । এরপর ওই ভুয়ো নার্সের খোঁজ মেলে। তদন্তের সময় চণ্ডীগড় পুলিশ বুঝতে পারে যে এটি অনার কিলিং মামলা। যুবতীর ভাই তাঁকে হত্যার চেষ্টা করেছিলেন । এমতাবস্থায় যুবতীর ভাই ও আত্মীয়-সহ আরও একজনকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন:

  1. বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন যুবতীর!
  2. মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ, ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মারল ছেলে
  3. পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.