ETV Bharat / bharat

Dalit Man Beaten With Slippers দলিত যুবককে হাওয়াই চটির মার, হাজতে গ্রাম প্রধান

author img

By

Published : Aug 21, 2022, 6:20 PM IST

দলিত যুবককে হাওয়াই চটি দিয়ে মেরে (Dalit Man Beaten With Slippers) শ্রীঘরে গেলেন গ্রামের প্রধান ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফ্ফরনগরের (Muzaffarnagar) ঘটনায় আরও এক অভিযুক্তের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি ৷

Police Arrest Village Head for Beating Dalit Man With Slippers
Dalit Man Beaten With Slippers দলিত যুবককে হাওয়াই চটির মার, হাজতে গ্রাম প্রধান

মুজফ্ফরনগর, 21 অগস্ট: দলিত যুবককে হাওয়াই চটি দিয়ে মারার (Dalit Man Beaten With Slippers) অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফ্ফরনগরে (Muzaffarnagar) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন ওই গ্রামেরই প্রধান ৷ যখন ওই দলিত যুবককে মারা হয়, তখন সেখানেই উপস্থিত কেউ একজন মোবাইলে ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিং করে নেন ৷ পরে সেই ভিডিয়ো আপলোড করা হয় সোশাল মিডিয়ায় ৷ মুহূর্তে ভাইরাল হয় সেটি ৷ এরপরই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

সূত্রের খবর, যে যুবক হেনস্থার শিকার হন, তাঁর নাম দীনেশ কুমার (Dinesh Kumar) ৷ বয়স 27 বছর ৷ তিনি তাজপুর গ্রামের বাসিন্দা ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাড়ির বারান্দায় বসে রয়েছেন কয়েকজন ৷ সেখানেই দীনেশকে ডাকা হয় ৷ প্রথমে তাঁকে সিমেন্টের মেঝেয় বসতে বলা হয় ৷ তারপর তিনি সেখানে মাথা হেঁট করে বসতেই সামনে চেয়ারে বসে থাকা এক ব্যক্তি দীনেশকে প্রথমে চড়, থাপ্পড় মারেন ৷ তারপর নিজের পায়ের হাওয়াই চটি খুলে মারতে শুরু করেন ৷ এরপর আর এক ব্যক্তি উঠে আসেন ৷ তিনি প্রথমজনকে থামালেও নিজে দীনেশকে কয়েকবার থাপ্পড় মারেন ! এরপর দীনেশ সেখান থেকে মাথা নিচু করেই বেরিয়ে যান ৷

আরও পড়ুন: ভোটমুখী হিমাচলে দলের পদ ছাড়লেন আনন্দ শর্মা, কংগ্রেসের অন্দরে কোন্দলের আভাস

এই ভিডিয়োয় যে দু'জনকে দীনেশকে নিগ্রহ করতে দেখা গিয়েছে, তাঁদের মধ্যে একজন তাজপুর গ্রামের প্রধান শক্তিমোহন গুর্জর এবং দ্বিতীয়জন স্থানীয় রেতা নাগলা গ্রামের প্রাক্তন প্রধান গাজে সিং ৷ এই দু'জন দীনেশকে খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ ৷ পুলিশ দু'জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে ৷

In UP's Muzaffarnagar, a village head and his people thrashed a SC youth with slippers in public and threatened him with death while abusing caste slurs.

They also recorded the incident and made it viral to humiliate the SC people.
pic.twitter.com/MeiPTfo9KF

— Mission Ambedkar (@MissionAmbedkar) August 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ সুপার অর্পিত বিজয়বার্গ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, শক্তিমোহন এবং গাজের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতি নিগ্রহ বিরোধী আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে ৷ ইতিমধ্য়েই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শক্তিমোহন ৷ তবে, গাজে আপাতত বেপাত্তা ৷ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে ৷

এদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনীতি ৷ মাঠে নেমে পড়েছেন ভিম আর্মির সদস্যরা ৷ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাপার থানার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন দলিত সমাজের প্রতিনিধিরা ৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর পদক্ষেপ করার দাবি তোলা হয়েছে ৷ অশান্তি এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ৷

মুজফ্ফরনগর, 21 অগস্ট: দলিত যুবককে হাওয়াই চটি দিয়ে মারার (Dalit Man Beaten With Slippers) অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফ্ফরনগরে (Muzaffarnagar) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন ওই গ্রামেরই প্রধান ৷ যখন ওই দলিত যুবককে মারা হয়, তখন সেখানেই উপস্থিত কেউ একজন মোবাইলে ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিং করে নেন ৷ পরে সেই ভিডিয়ো আপলোড করা হয় সোশাল মিডিয়ায় ৷ মুহূর্তে ভাইরাল হয় সেটি ৷ এরপরই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

সূত্রের খবর, যে যুবক হেনস্থার শিকার হন, তাঁর নাম দীনেশ কুমার (Dinesh Kumar) ৷ বয়স 27 বছর ৷ তিনি তাজপুর গ্রামের বাসিন্দা ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাড়ির বারান্দায় বসে রয়েছেন কয়েকজন ৷ সেখানেই দীনেশকে ডাকা হয় ৷ প্রথমে তাঁকে সিমেন্টের মেঝেয় বসতে বলা হয় ৷ তারপর তিনি সেখানে মাথা হেঁট করে বসতেই সামনে চেয়ারে বসে থাকা এক ব্যক্তি দীনেশকে প্রথমে চড়, থাপ্পড় মারেন ৷ তারপর নিজের পায়ের হাওয়াই চটি খুলে মারতে শুরু করেন ৷ এরপর আর এক ব্যক্তি উঠে আসেন ৷ তিনি প্রথমজনকে থামালেও নিজে দীনেশকে কয়েকবার থাপ্পড় মারেন ! এরপর দীনেশ সেখান থেকে মাথা নিচু করেই বেরিয়ে যান ৷

আরও পড়ুন: ভোটমুখী হিমাচলে দলের পদ ছাড়লেন আনন্দ শর্মা, কংগ্রেসের অন্দরে কোন্দলের আভাস

এই ভিডিয়োয় যে দু'জনকে দীনেশকে নিগ্রহ করতে দেখা গিয়েছে, তাঁদের মধ্যে একজন তাজপুর গ্রামের প্রধান শক্তিমোহন গুর্জর এবং দ্বিতীয়জন স্থানীয় রেতা নাগলা গ্রামের প্রাক্তন প্রধান গাজে সিং ৷ এই দু'জন দীনেশকে খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ ৷ পুলিশ দু'জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে ৷

  • In UP's Muzaffarnagar, a village head and his people thrashed a SC youth with slippers in public and threatened him with death while abusing caste slurs.

    They also recorded the incident and made it viral to humiliate the SC people.
    pic.twitter.com/MeiPTfo9KF

    — Mission Ambedkar (@MissionAmbedkar) August 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ সুপার অর্পিত বিজয়বার্গ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, শক্তিমোহন এবং গাজের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতি নিগ্রহ বিরোধী আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে ৷ ইতিমধ্য়েই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শক্তিমোহন ৷ তবে, গাজে আপাতত বেপাত্তা ৷ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে ৷

এদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনীতি ৷ মাঠে নেমে পড়েছেন ভিম আর্মির সদস্যরা ৷ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাপার থানার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন দলিত সমাজের প্রতিনিধিরা ৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর পদক্ষেপ করার দাবি তোলা হয়েছে ৷ অশান্তি এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.