নয়াদিল্লি, 26 মার্চ : আজ দু'দিনের সফলে বাংলাদেশ গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান 'মুজিব বর্ষ'-এ অংশ নেবেন তিনি ৷ এছাড়া ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি ৷ 2015 সালে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ করোনা সংক্রমণের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ৷
উপরোক্ত তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন মোদি ৷ তাছাড়া স্বাস্থ্য, রেল, সীমান্তের পরিকাঠামোগত উন্নতি ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করতে পারেন তিনি ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারবেন ৷ থাকবেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ ৷ বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গেও আলোচনা সারবেন তিনি ৷
বিদেশসচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে ৷ বাংলাদেশের সঙ্গে ভারতের বিশেষ যোগসূত্রগুলির উদযাপন করা হবে ৷ এই যোগসূত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে ৷ শ্রিংলা বলেন, উভয়পক্ষ একে অপরকে সহযোগিতার জন্য বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করবে । এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, বাণিজ্য ও জলসম্পদের উপর বিশেষ মনোযোগ দেওয়া হবে ৷ 1971 সালের সংস্কৃতি সংরক্ষণ করা হবে ৷
আরও পড়ুন : "বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্য়মন্ত্রী !" মোদির 'বহিরাগত' জবাব
এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি 'বাংলাবন্ধু'-তে শ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী ৷ গোপালগঞ্জে মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের বাড়ি যাওয়ার কথা রয়েছে তাঁর ৷ এরপর 27 মার্চ সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী ৷