ETV Bharat / bharat

PM Narendra Modi : গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মঞ্চ থেকে পরিবেশ রক্ষায় নয়া বার্তা প্রধানমন্ত্রীর - গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মঞ্চ

পরিবেশের কথা বলতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী আদিবাসীদের কথা বলেন ৷ তাঁরা যেভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সহাবস্থান করেন এদিন তার প্রশংসা করেছেন তিনি ৷

PM Narendra Modi
গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মঞ্চ থেকে পরিবেশ রক্ষায় নয়া বার্তা প্রধানমন্ত্রীর
author img

By

Published : Nov 1, 2021, 10:20 PM IST

গ্লাসগো, 1 নভেম্বর : "বিশ্ব জলবায়ু পরিবর্তন রুখতে এবং পরিবেশকে বাঁচাতে হলে সংযুক্তিকরণে যোগ দিতে হবে, ধ্বংসে নয় ৷" সোমবার ব্রিটেনের গ্লাসগোয় জলবায়ু সংক্রান্ত কোপ-26 শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী এদিন বলেন, "পরিবেশ ধ্বংস নিয়ে যত আলোচনা হয়, পরিবেশ বাঁচাতে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অভিযোজনের প্রয়োজনীয়তা নিয়ে তত আলোচনা হয় না ৷ এতে বিশ্বের উন্নয়নশীল দেশ যারা জলবায়ুর পরিবর্তনে প্রভাবিত হচ্ছে তাদের সঙ্গে সুবিচার করা হয় না ৷ আমাদের উন্নয়ন পরিকল্পনায় এই বিষয়টিকে যুক্ত করতে হবে ৷ " প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়ে ভারতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিন তারও উদাহরণ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ বলেছেন উজ্জ্বলা, নল সে জল, ক্লিন ইন্ডিয়া মিশনের কথা ৷ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে যে জীবনের মানোন্নয়ন সম্ভব এদিন তাও মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি৷

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

  • The @COP26 Summit offers a wonderful opportunity to interact with various world leaders.

    In a short while, I will be delivering the National Statement at the Summit. pic.twitter.com/25l4SqnHBH

    — Narendra Modi (@narendramodi) November 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিবেশের কথা বলতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী আদিবাসীদের কথা বলেন ৷ তাঁরা যেভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সহাবস্থান করেন এদিন তার প্রশংসা করেছেন তিনি ৷ বলেছেন, পরিবেশ রক্ষার এই জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও সঞ্চারিত করতে হবে ৷ এদিন টুইটারে বিশ্ব নেতাদের সঙ্গে তাঁর আলাপচারিতার ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

গ্লাসগো, 1 নভেম্বর : "বিশ্ব জলবায়ু পরিবর্তন রুখতে এবং পরিবেশকে বাঁচাতে হলে সংযুক্তিকরণে যোগ দিতে হবে, ধ্বংসে নয় ৷" সোমবার ব্রিটেনের গ্লাসগোয় জলবায়ু সংক্রান্ত কোপ-26 শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী এদিন বলেন, "পরিবেশ ধ্বংস নিয়ে যত আলোচনা হয়, পরিবেশ বাঁচাতে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অভিযোজনের প্রয়োজনীয়তা নিয়ে তত আলোচনা হয় না ৷ এতে বিশ্বের উন্নয়নশীল দেশ যারা জলবায়ুর পরিবর্তনে প্রভাবিত হচ্ছে তাদের সঙ্গে সুবিচার করা হয় না ৷ আমাদের উন্নয়ন পরিকল্পনায় এই বিষয়টিকে যুক্ত করতে হবে ৷ " প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়ে ভারতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিন তারও উদাহরণ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ বলেছেন উজ্জ্বলা, নল সে জল, ক্লিন ইন্ডিয়া মিশনের কথা ৷ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে যে জীবনের মানোন্নয়ন সম্ভব এদিন তাও মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি৷

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

  • The @COP26 Summit offers a wonderful opportunity to interact with various world leaders.

    In a short while, I will be delivering the National Statement at the Summit. pic.twitter.com/25l4SqnHBH

    — Narendra Modi (@narendramodi) November 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিবেশের কথা বলতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী আদিবাসীদের কথা বলেন ৷ তাঁরা যেভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সহাবস্থান করেন এদিন তার প্রশংসা করেছেন তিনি ৷ বলেছেন, পরিবেশ রক্ষার এই জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও সঞ্চারিত করতে হবে ৷ এদিন টুইটারে বিশ্ব নেতাদের সঙ্গে তাঁর আলাপচারিতার ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.