নয়াদিল্লি, 9 জানুয়ারি : দেশের কোভিড পরিস্থিতি (Covid surge in India) সম্পর্কে তথ্য নিতে রবিবার বিকেল সাড়ে চারটেয় পর্যালোচনা বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi will chair Review Meeting on Corona situation) ৷ সূত্রের দাবি, দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়াতেই পর্যালোচনা বৈঠকে বসার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী ৷ প্রসঙ্গত, রবিবারের হিসাব অনুযায়ী, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ৷ সেইসঙ্গে গোটা দেশে ওমিক্রন আক্রান্তের (Omicron Variant) সংখ্যা বেড়ে হয়েছে 3 হাজার 623 ৷
আরও পড়ুন : Corona Update in India : লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের হার ছাড়াল 10 শতাংশ
রবিবার যে তথ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হাতে এসেছে, সেই অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় কোভিড ভাইরাসে (Covid-19) আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 59 হাজার 632 জন ৷ এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) বেড়ে হয়েছে 10.21 শতাংশ ৷ মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি (1 হাজার 9 জন ৷) ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজধানী দিল্লি (513) এবং দক্ষিণের রাজ্য কর্নাটক (441) ৷
আরও পড়ুন : Varun Gandhi Tests Covid Positive : করোনা আক্রান্ত বিজেপি সাংসদ বরুণ গান্ধি