নয়াদিল্লি, 24 জুন : টয়কাথন-2021 (Toycathon 2021) এ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বৃহস্পতিবার সেখানে প্রধানমন্ত্রী খেলনার বাজারে লোকাল ফর ভোকাল হওয়ার দিকে নজর দিতে বললেন ৷ বোঝানোর চেষ্টা করলেন যে খেলনা কীভাবে নিয়ন্ত্রণ করছে বিশ্বের অর্থনীতিকে (World Economy) ৷
প্রধানমন্ত্রী এদিন জানান, সারা বিশ্বে খেলনা সংক্রান্ত অর্থনীতির পরিমাণ প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার ৷ সেই অর্থনীতিতে ভারতের অবদান মাত্র 1.5 বিলিয়ন মার্কিন ডলার ৷ মোদি চান এই অবস্থায় বদল ঘটুক ৷
আরও পড়ুন : কোভ্যাকসিন প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে : মমতা
কেন তিনি এই কথা বলছেন, তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি জানিয়েছেন যে ভারতে যত খেলনা ব্যবহার করা হয়, তার 80 শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয় ৷ এর অর্থ ভারতের কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে ৷ সেই কারণেই প্রধানমন্ত্রী দেশে খেলনা তৈরির উপর জোর দিয়েছেন ৷
এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলনা শিল্পের ক্ষেত্রে জোর দেওয়ার কথা উল্লেখ করেছিলেন ৷ বৃহস্পতিবার আবার তিনি এই বিষয়টি নিয়ে সরব হলেন ৷ এদিন তিনি যে অনুষ্ঠানে এই নিয়ে সরব হয়েছেন, সেই অনুষ্ঠান মূলত খেলনা ও গেমের দুনিয়ায় আরও উদ্ভাবনী কিছু তৈরি করতে আয়োজন করা হয়েছে ৷
আরও পড়ুন : Narendra Modi : জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী
এর আয়োজনে যৌথভাবে রয়েছে কেন্দ্রের একাধিক মন্ত্রক ৷ সারা দেশের প্রায় 1.2 লক্ষ অংশগ্রহণকারী টয়কাথন-2021 এর সঙ্গে যুক্ত হয় ৷ খেলনা ও গেম সংক্রান্ত উদ্ভাবনী ভাবনা জমা পড়ে প্রায় 17 হাজার ৷ এর পর গত 22 জুন থেকে 24 পর্যন্ত তিনদিনের টয়কাথন গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হয় ৷ সেখান থেকে 1567টি ভাবনাকে বেছে নেওয়া হয় ৷
সরকারি সূত্রের বক্তব্য, এভাবেই নতুন নতুন খেলনা ও গেম তৈরি হোক, এমনটাই চায় সরকার ৷ সেগুলি ক্রমশ ভারতের বাজারে জনপ্রিয়তা পেলে খেলনার বিদেশ নির্ভরতা কমবে ৷ বিশেষ করে চিনের নির্ভরতা অনেকটাই কমে যাবে ৷ কারণ, বিদেশ থেকে ভারতে আমদানি করা খেলনার বেশিরভাগটাই চিন থেকে আসে ৷ খেলনা নিয়ে চিনের নির্ভরতা কমানো গেলে ওই দেশের অর্থনীতিকে আরও একবার ধাক্কা দিতে পারবে ভারত ৷
আরও পড়ুন : Indian Olympic Anthem : টোকিও অলিম্পিক্সগামী ভারতীয় দলের থিম সং প্রকাশ