জয়পুর, 2 অক্টোবর: রাজস্থানের ভোটারদের কাছে বিবেকের কথা শোনার আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, রাজস্থানের ভোটারদের পিছিয়ে পড়া মানসিকতা, হিংসাত্মক মানসিকতা ও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ভোট দিতে হবে ৷ উন্নত রাজস্থান তৈরি করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
সোমবার রাজস্থানে একটি জনসভা থেকে এই কথা বলেন তিনি ৷ পাশাপাশি ওই রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি কংগ্রেসকে স্বার্থপর বলেও কটাক্ষ করেছেন ৷ তাঁর দাবি, স্বার্থপর কংগ্রেসের জন্য রাজস্থানের মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷
এ দিন রাজস্থানের চিত্তোরগড়ে ওই জনসভা হয় ৷ সেখান থেকে তিনি বলেন, "রাজস্থান পাথর নিক্ষেপকারী, হিংসা সৃষ্টিকারী এবং যারা মহিলাদের উপর অত্যাচার করে, তাদের সত্যিকারের স্বর্গে পরিণত হয়েছে । আপনি জানেন না কখন হিংসা শুরু হবে ! আপনি কি রাজস্থানে দুর্নীতিমুক্ত সরকার দেখতে চান না ? যদি চান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা, তাহলে বিজেপিকে ভোট দিন ।’’
তিনি আরও বলেন, "কংগ্রেস সরকার গত পাঁচ বছরে রাজ্যকে লুট করেছে । অপরাধের তালিকায় রাজ্য শীর্ষে । রাজস্থান দুর্নীতি এবং রাজ্যে আইনশৃঙ্খলা ব্যর্থতার দিক থেকে একটি শীর্ষস্থানীয় রাজ্য । মহিলাদের উপর অত্যাচার বাড়ছে ৷ কিন্তু সরকার গুরুতর সমস্যা নিয়ে উদাসীন । এই জন্যই কি কংগ্রেসকে ভোট দিয়েছিলেন ?’’
তাঁর বক্তৃতার বেশিরভাগ অংশই জুড়ে ছিল কংগ্রেসকে আক্রমণ৷ প্রধানমন্ত্রী বলেন, "মোদির আপনাদের জন্য অনেক প্রতিশ্রুতি রয়েছে । বিজেপি কংগ্রেসের মতো নয় যে আপনার টাকা লুটপাট করতে ব্যস্ত থাকবে । মুখ্যমন্ত্রী গেহলট এমন সময়ে নিজের চেয়ার বাঁচাতে ব্যস্ত, যখন তাঁর দলের সহকর্মীরা সরকারের শেষ সময় উপস্থিত বুঝতে পেরে নিজেদের পকেট নিরাপদ করার দৌড়ে ব্যস্ত । আমাকে বলুন যে সাধারণ মানুষ যারা উন্নয়নের অভাবে ও দুর্নীতির কারণে ভুগছেন কংগ্রেসের কাছে কি তাঁদের জন্য সময় আছে ?’’
তিনি মহারাণা প্রতাপ ও রানি পদ্মিনীর প্রসঙ্গ টেনে আনেন ৷ তাঁর দাবি, যে রাজস্থান মহারাণা প্রতাপ ও রানি পদ্মিনীর ভূমি, সেখানে গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে গেহলট সরকার ৷ তারা সাধারণ মানুষকে বঞ্চিত করছে ৷
আরও পড়ুন: মোদির হলুদ বোর্ড গঠনের ঘোষণায় 12 বছর পর চটি পরলেন তেলেঙ্গানার কৃষক