নয়াদিল্লি, 8 নভেম্বর: ‘ভোকাল ফর লোকাল’ স্লোগান অনেক আগেই তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু এবার তিনি দেখতে চান দেশবাসী ‘লোকাল’-এর জন্য ঠিক কতটা ‘ভোকাল’ হচ্ছেন ৷ তাই এবার দীপাবলিতে স্থানীয়দের তৈরি সামগ্রী কেনার আবেদন করেই থেমে যাননি প্রধানমন্ত্রী ৷ সঙ্গে জুড়ে দিয়েছেন আরও একটি আবেদন ৷ জানিয়েছেন, স্থানীয়দের তৈরি সামগ্রী কিনে সেলফি তুলুন ৷ তার পর সেটি পোস্ট করে দিন নমো অ্যাপে ৷
এই নিয়ে এক্স হ্যান্ডেলে (আগে যা টুইটার নামে পরিচিত ছিল) একটি পোস্টও করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘এই দীপাবলি আমরা ভারতের উদ্যোগ ও শিল্পীসত্ত্বাকে সঙ্গে নিয়ে পালন করি ৷’’ সেখানে তিনি এই উৎসব নমো অ্যাপে হ্যাশট্যাগ ভোকাল ফর লোকাল লিখে পালন করার আর্জি জানান ৷ এই একটি ইউআরএল-ও পোস্ট করেন ৷
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও লিখেছেন, "স্থানীয়ভাবে তৈরি করা পণ্য কিনুন এবং তারপরে নমো অ্যাপে পণ্য বা নির্মাতার সঙ্গে একটি সেলফি পোস্ট করুন । আপনার বন্ধু এবং পরিবারকে আপনার থ্রেডে যোগ দিতে এবং ইতিবাচকতার চেতনা ছড়িয়ে দিতে আমন্ত্রণ জানান ৷"
তিনি আরও লিখেছেন, "আসুন আমরা স্থানীয় প্রতিভাকে সমর্থন করতে, সহ-ভারতীয়দের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ রাখতে ডিজিটাল মিডিয়ার শক্তি ব্যবহার করি ।" এর আগে অক্টোবরের মন কি বাতেও ‘ভোকাল ফর লোকাল’-এর সমর্থনে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷
সেই সময় তিনি বলেছিলেন, ‘‘প্রতিবারের মতো এবারও উৎসবের সময় আমাদের অগ্রাধিকার হওয়া উচিত 'ভোকাল ফর লোকাল' । আমি আমার অনুরোধ পুনর্ব্যক্ত করতে চাই যে আপনি যেখানেই পর্যটন বা তীর্থ ভ্রমণে যান না কেন, স্থানীয় কারিগরদের তৈরি পণ্য কিনুন ।’’
তিনি লেনদেনের সময় ইউপিআই ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করার উপর জোর দেওয়ার জন্য সকলকে আহ্বান করেন ৷ তাঁর আবেদন, স্থানীয় পণ্য কেনা হলে তা কারিগরদের জন্য আসন্ন দীপাবলি উৎসবের উজ্জ্বলতা ছড়িয়ে দেবে ।
সংবাদসংস্থা - পিটিআই
আরও পড়ুন: মোদির 'ভোকাল ফর লোকাল' প্রমোশনে অনুপমা টিম, 'যুগপুরুষের' প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী রূপালি