ETV Bharat / bharat

Narendra Modi : 'মিসাইল ম্যান' প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিনি নেতা, তিনি লেখক, শিক্ষক, বিজ্ঞানী, সুবক্তা এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ৷ তবে শুধু দেশের নয়, 'পিপলস প্রেসিডেন্ট' (People's President) নামে পরিচিত ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম আজাদ ৷ আজ তাঁর 90তম জন্মদিন ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে এপিজে আবদুল কালাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এপিজে আবদুল কালাম
author img

By

Published : Oct 15, 2021, 9:56 AM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর : তিনি বেঁচে থাকলে, আজ তাঁর বয়স হত 90 ৷ তিনি দেশের 11তম রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালাম (Dr APJ Abdul Kalam) ৷ 2002-07 পর্যন্ত দেশের রাষ্ট্রপতির পদে ছিলেন এই বিজ্ঞানী, লেখক, শিক্ষক ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়ে সকাল সকাল টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷তিনি লেখেন, "মিসাইল ম্যান নামে বিখ্যাত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামজি-কে তাঁর জন্মদিনে প্রণাম জানাই ৷ তিনি নিজের জীবন ভারতের শক্তিবৃদ্ধি, সমৃদ্ধি আর সামর্থ্যবান বানানোর কাজে উৎসর্গ করেছেন ৷ দেশবাসীর জন্য তিনি অনুপ্রেরণা ৷"

1931 সালে 15 অক্টোবর তামিলনাড়ুর (Tamil Nadu) রামেশ্বরমে (Rameswaram) জন্মগ্রহণ করেন আভুল পাকির জইনুলআবেদিন আবদুল কালাম (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) ৷ তাঁর বাবা নৌকা পারপার করে জীবিকা নির্বাহ করতেন ৷ দরিদ্র পরিবারের সন্তান আবদুল কালাম একদিন 'অগ্নি' (AGNI) এবং 'পৃথিবী' (PRITHVI) নামক ক্ষেপণাস্ত্র তৈরি করবেন, কে জানত ৷ তাই তাঁকে 'মিসাইল ম্যান' বলেও ডাকা হয় ৷ আর শুধু বিজ্ঞানী নয়, সুবক্তা কালাম পান দেশের রাষ্ট্রপতির পদ ৷

  • मिसाइल मैन के रूप में विख्यात देश के पूर्व राष्ट्रपति डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर सादर नमन। उन्होंने अपना जीवन भारत को सशक्त, समृद्ध और सामर्थ्यवान बनाने में समर्पित कर दिया। देशवासियों के लिए वे हमेशा प्रेरणास्रोत बने रहेंगे। pic.twitter.com/Pn2tF73Md6

    — Narendra Modi (@narendramodi) October 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : PM Narendra Modi : বিজয়া দশমীতে প্রধানমন্ত্রীর উপহার, দেশ পাবে 7টি নতুন প্রতিরক্ষা সংস্থা

আজ তাঁর 90তম জন্মদিনে টুইটারে স্মরণ করলেন প্রতিরক্ষামন্ত্রী (Minister of Defence of India) রাজনাথ সিং (Rajnath Singh) ৷ তিনি লিখেছেন, "দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের জন্মদিনে তাঁকে স্মরণ করছি ৷ শক্তিশালী এবং আত্মনির্ভর দেশ তৈরির অগ্নিদীপ্ত স্বপ্ন ছিল তাঁর ৷ তিনি তাঁর সম্পূর্ণ জীবন মাতৃভূমির সেবায় সমর্পণ করেছিলেন ৷ তাঁর অবদান কোনও দিন ভোলা যাবে না ৷"

  • Remembering the former President of India, Dr. APJ Abdul Kalam on his birth anniversary. He had a fiery dream of building a self-reliant and strong nation. He dedicated his entire life to serve his motherland. His contributions will never be forgotten.

    — Rajnath Singh (@rajnathsingh) October 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতে প্রথম নিজস্ব প্রযুক্তিতে এসএলভি (SLV) তৈরির প্রজেক্টের নেতৃত্ব দিয়েছিলেন বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ৷ 1980-র জুলাই মাসে এসএলভি-3 (SLV III) 'রোহিণী' নামক স্যাটেলাইটকে (Rohini satellite) পৃথিবীর কক্ষপথের কাছে ছেড়ে আসে ৷ ভারতও স্পেস ক্লাবের সদস্যপদ পেয়েছিল ৷ এটা দেশের জন্য একটা অবিস্মরণীয় পদক্ষেপ ছিল ৷

নয়াদিল্লি, 15 অক্টোবর : তিনি বেঁচে থাকলে, আজ তাঁর বয়স হত 90 ৷ তিনি দেশের 11তম রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালাম (Dr APJ Abdul Kalam) ৷ 2002-07 পর্যন্ত দেশের রাষ্ট্রপতির পদে ছিলেন এই বিজ্ঞানী, লেখক, শিক্ষক ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়ে সকাল সকাল টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷তিনি লেখেন, "মিসাইল ম্যান নামে বিখ্যাত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামজি-কে তাঁর জন্মদিনে প্রণাম জানাই ৷ তিনি নিজের জীবন ভারতের শক্তিবৃদ্ধি, সমৃদ্ধি আর সামর্থ্যবান বানানোর কাজে উৎসর্গ করেছেন ৷ দেশবাসীর জন্য তিনি অনুপ্রেরণা ৷"

1931 সালে 15 অক্টোবর তামিলনাড়ুর (Tamil Nadu) রামেশ্বরমে (Rameswaram) জন্মগ্রহণ করেন আভুল পাকির জইনুলআবেদিন আবদুল কালাম (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) ৷ তাঁর বাবা নৌকা পারপার করে জীবিকা নির্বাহ করতেন ৷ দরিদ্র পরিবারের সন্তান আবদুল কালাম একদিন 'অগ্নি' (AGNI) এবং 'পৃথিবী' (PRITHVI) নামক ক্ষেপণাস্ত্র তৈরি করবেন, কে জানত ৷ তাই তাঁকে 'মিসাইল ম্যান' বলেও ডাকা হয় ৷ আর শুধু বিজ্ঞানী নয়, সুবক্তা কালাম পান দেশের রাষ্ট্রপতির পদ ৷

  • मिसाइल मैन के रूप में विख्यात देश के पूर्व राष्ट्रपति डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर सादर नमन। उन्होंने अपना जीवन भारत को सशक्त, समृद्ध और सामर्थ्यवान बनाने में समर्पित कर दिया। देशवासियों के लिए वे हमेशा प्रेरणास्रोत बने रहेंगे। pic.twitter.com/Pn2tF73Md6

    — Narendra Modi (@narendramodi) October 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : PM Narendra Modi : বিজয়া দশমীতে প্রধানমন্ত্রীর উপহার, দেশ পাবে 7টি নতুন প্রতিরক্ষা সংস্থা

আজ তাঁর 90তম জন্মদিনে টুইটারে স্মরণ করলেন প্রতিরক্ষামন্ত্রী (Minister of Defence of India) রাজনাথ সিং (Rajnath Singh) ৷ তিনি লিখেছেন, "দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের জন্মদিনে তাঁকে স্মরণ করছি ৷ শক্তিশালী এবং আত্মনির্ভর দেশ তৈরির অগ্নিদীপ্ত স্বপ্ন ছিল তাঁর ৷ তিনি তাঁর সম্পূর্ণ জীবন মাতৃভূমির সেবায় সমর্পণ করেছিলেন ৷ তাঁর অবদান কোনও দিন ভোলা যাবে না ৷"

  • Remembering the former President of India, Dr. APJ Abdul Kalam on his birth anniversary. He had a fiery dream of building a self-reliant and strong nation. He dedicated his entire life to serve his motherland. His contributions will never be forgotten.

    — Rajnath Singh (@rajnathsingh) October 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতে প্রথম নিজস্ব প্রযুক্তিতে এসএলভি (SLV) তৈরির প্রজেক্টের নেতৃত্ব দিয়েছিলেন বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ৷ 1980-র জুলাই মাসে এসএলভি-3 (SLV III) 'রোহিণী' নামক স্যাটেলাইটকে (Rohini satellite) পৃথিবীর কক্ষপথের কাছে ছেড়ে আসে ৷ ভারতও স্পেস ক্লাবের সদস্যপদ পেয়েছিল ৷ এটা দেশের জন্য একটা অবিস্মরণীয় পদক্ষেপ ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.