ETV Bharat / bharat

508 Rail Stations Redevelopment: আজ 508টি স্টেশনের সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন, উচ্ছ্বসিত মোদি

আজ রেলের জন্য একটি স্মরণীয় দিন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সকাল 11টায় ভার্চুয়াল মাধ্যমে দেশের 508টি স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি ৷

ETV Bharat
ছবি সৌজন্য: পিআইবি টুইটার
author img

By

Published : Aug 6, 2023, 7:11 AM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: দেশজুড়ে 508টি রেল স্টেশনের সংস্কার শুরু হচ্ছে ৷ আজ ভার্চুয়াল মাধ্যমে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সকাল 11টায় এই অনুষ্ঠান শুরু হবে ৷ অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় 27টি রাজ্যের এই 508টি রেল স্টেশনগুলির সংস্কারের কাজ হওয়ার কথা ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পে 24 হাজার 470 কোটি টাকারও বেশি খরচ হবে ৷

  • Tomorrow, 6th August, is a landmark day for the railways sector. At 11 AM, the foundation stone to redevelop 508 railway stations across India will be laid under the historic Amrit Bharat Station Scheme. At a cost of almost Rs. 25,000 crore, the redevelopment will revolutionize…

    — Narendra Modi (@narendramodi) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সামাজিক মাধ্যমে জানান, "রেলের জন্য 6 অগস্ট একটি স্মরণীয় দিন ৷ অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় ভারতজুড়ে 508টি রেল স্টেশনের সংস্কারের কাজ হবে ৷ এদিন সকাল 11টায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে ৷ নতুনভাবে স্টেশনগুলিকে ঢেলে সাজাতে খরচ হবে প্রায় 25 হাজার কোটি টাকা ৷ আমাদের দেশের রেলের পরিকাঠামোর দিক থেকে এটা একটি বিপ্লব ৷" এর সঙ্গে স্টেশনগুলিতে আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্যকেও তুলে ধরা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷

আরও পড়ুন: পূর্ব রেলের 28টি স্টেশনকে আনা হচ্ছে 'অমৃত ভারত' প্রকল্পের আওতায়

অমৃত ভারত স্টেশন স্কিম চালু হয়েছিল দেশের 1 হাজার 309টি স্টেশনকে নতুন করে তৈরি করার জন্য ৷ এর মধ্যে সবচেয়ে বেশি স্টেশন রয়েছে উত্তরপ্রদেশ ও রাজস্থানে। দুটি রাজ্যের 55টি করে স্টেশনে সংস্কারের কাজ হবে ৷ এর পাশাপাশি, পশ্চিমবঙ্গে 37টি, বিহারে 49টি, মহারাষ্ট্রে 44টি, মধ্যপ্রদেশে 34টি, অসমে 32টি, ওড়িশায় 25টি, পঞ্জাবে 22টি, গুজরাত ও তেলেঙ্গানায় 21টি, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে 15টি করে, কর্ণাটকে 13টি রেল স্টেশনে সংস্কারের কাজ হবে ৷

  • VIDEO | "Five hundred eight railway stations will be completely redeveloped with an investment of about Rs 24,000 crore. This is a huge programme," says Railways minister @AshwiniVaishnaw. pic.twitter.com/DSm3Ny17R6

    — Press Trust of India (@PTI_News) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 6 অগস্ট: দেশজুড়ে 508টি রেল স্টেশনের সংস্কার শুরু হচ্ছে ৷ আজ ভার্চুয়াল মাধ্যমে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সকাল 11টায় এই অনুষ্ঠান শুরু হবে ৷ অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় 27টি রাজ্যের এই 508টি রেল স্টেশনগুলির সংস্কারের কাজ হওয়ার কথা ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পে 24 হাজার 470 কোটি টাকারও বেশি খরচ হবে ৷

  • Tomorrow, 6th August, is a landmark day for the railways sector. At 11 AM, the foundation stone to redevelop 508 railway stations across India will be laid under the historic Amrit Bharat Station Scheme. At a cost of almost Rs. 25,000 crore, the redevelopment will revolutionize…

    — Narendra Modi (@narendramodi) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সামাজিক মাধ্যমে জানান, "রেলের জন্য 6 অগস্ট একটি স্মরণীয় দিন ৷ অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় ভারতজুড়ে 508টি রেল স্টেশনের সংস্কারের কাজ হবে ৷ এদিন সকাল 11টায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে ৷ নতুনভাবে স্টেশনগুলিকে ঢেলে সাজাতে খরচ হবে প্রায় 25 হাজার কোটি টাকা ৷ আমাদের দেশের রেলের পরিকাঠামোর দিক থেকে এটা একটি বিপ্লব ৷" এর সঙ্গে স্টেশনগুলিতে আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্যকেও তুলে ধরা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷

আরও পড়ুন: পূর্ব রেলের 28টি স্টেশনকে আনা হচ্ছে 'অমৃত ভারত' প্রকল্পের আওতায়

অমৃত ভারত স্টেশন স্কিম চালু হয়েছিল দেশের 1 হাজার 309টি স্টেশনকে নতুন করে তৈরি করার জন্য ৷ এর মধ্যে সবচেয়ে বেশি স্টেশন রয়েছে উত্তরপ্রদেশ ও রাজস্থানে। দুটি রাজ্যের 55টি করে স্টেশনে সংস্কারের কাজ হবে ৷ এর পাশাপাশি, পশ্চিমবঙ্গে 37টি, বিহারে 49টি, মহারাষ্ট্রে 44টি, মধ্যপ্রদেশে 34টি, অসমে 32টি, ওড়িশায় 25টি, পঞ্জাবে 22টি, গুজরাত ও তেলেঙ্গানায় 21টি, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে 15টি করে, কর্ণাটকে 13টি রেল স্টেশনে সংস্কারের কাজ হবে ৷

  • VIDEO | "Five hundred eight railway stations will be completely redeveloped with an investment of about Rs 24,000 crore. This is a huge programme," says Railways minister @AshwiniVaishnaw. pic.twitter.com/DSm3Ny17R6

    — Press Trust of India (@PTI_News) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.