ETV Bharat / bharat

PM Narendra Modi: সিলভাসায় নমো মেডিক্যাল কলেজ, উদ্বোধনে নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন-দিউ সফরে যাবেন । এই সফরে তিনি সিলভাসায় নমো মেডিক্যাল কলেজের উদ্বোধন করবেন । জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ।

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 25, 2023, 1:12 PM IST

দাদরা, 25 এপ্রিল: মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন-দিউ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্বোধন করবেন তাঁর নামাঙ্কিত একটি মেডিক্যাল কলেজের ৷ গুজরাতের দাদরা নগর হাভেলির সিলভাসাতে 13 একর জমিতে 260 কোটি টাকা ব্যয়ে নমো মেডিক্যাল কলেজটি তৈরি করা হয়েছে । বিনোভা ভাবে মেডিক্যাল কলেজের অংশ এটি ৷ মোদি এখানে 50 হাজারের বেশি মানুষের উদ্দেশে ভাষণ দেবেন । যার জন্য প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে । এছাড়াও প্রধানমন্ত্রী দাদরা নগর হাভেলি এবং দমন দিউতে আনুমানিক 5000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পগুলির উদ্বোধন করবেন ।

প্রধানমন্ত্রী মোদির সফর সূচি: ডেপুটি কালেক্টর চার্মি পারেখের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন বিকেল 4টেয় হেলিকপ্টারে করে সিলভাসাতে আসবেন প্রধানমন্ত্রী মোদি । এখানে হেলিপ্যাডে নেমে তিনি রাজ্যে নির্মিত নমো মেডিক্যাল কলেজের উদ্বোধন করবেন । কলেজ পরিদর্শন করে সেখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেবেন । এরপর পাশে একটি সভায় জনসাধারণের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী জনসভার জন্য বিশেষ ব্যবস্থা: নরেন্দ্র মোদির জনসভার জন্য সেখানে 65 হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে । গরমের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করেছে প্রশাসন । ফ্যান ছাড়াও এয়ার-কুলারের ব্যবস্থা করা হয়েছে । সমাবেশ ভবনের চারপাশে 9টি পার্কিং লট নির্ধারণ করা হয়েছে । সেখানে বাস, গাড়ি, বাইক-সহ যানবাহন পার্কিং করা হবে । যারা পায়ে হেঁটে আসেব তাদের জন্য ইলেকট্রিক বাসের ব্যবস্থা করা হয়েছে । জল ছাড়াও মানুষের জন্য লেমনেড, ওআরএস, টয়লেটের ব্যবস্থা রয়েছে ।

প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন: সিলভাসা ময়দানে নমো মেডিক্যালের উদ্বোধন ছাড়াও 4850 কোটিরও বেশি মূল্যের 96টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং যেই প্রকল্পগুলি কাজ শেষ হয়েছে সেগুলি চালু করে দেবেন । এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে দাদরা ও নগর হাভেলির বিভিন্ন রাস্তার সৌন্দর্যায়ন, শক্তিশালীকরণ এবং প্রশস্তকরণ, দাদরা ও নগর হাভেলি জেলার মরখাল, খেরডি, সিন্দোনি এবং মাসাতে সরকারি স্কুল ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে । স্থানীয় পুলিশ প্রশাসন ছাড়াও কাছাকাছি মহারাষ্ট্র, গুজরাতের পুলিশ স্টাফ, কমান্ডো স্টাফ, বিএসএফ জওয়ানদের সমন্বয়ে একটি কনভয় মোতায়েন করা হয়েছে । দাদরা নগর হাভেলিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসনের পাশাপাশি বিজেপি দল এবং সামাজিক সংগঠনগুলিও বিশেষ প্রস্তুতি নিয়েছে । সিলভাসা শহর এবং স্যালি মার্গে মোদিকে স্বাগত জানাতে ব্যানার লাগানো হয়েছে । আলোকসজ্জায় সেজেছে কলেজ ক্যাম্পাস-সহ অন্যান্য ভবন ।

আরও পড়ুন: পরনে কেরলের ঐতিহ্যবাহী পোশাক, কোচিতে রোড-শো প্রধানমন্ত্রীর

দাদরা, 25 এপ্রিল: মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন-দিউ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্বোধন করবেন তাঁর নামাঙ্কিত একটি মেডিক্যাল কলেজের ৷ গুজরাতের দাদরা নগর হাভেলির সিলভাসাতে 13 একর জমিতে 260 কোটি টাকা ব্যয়ে নমো মেডিক্যাল কলেজটি তৈরি করা হয়েছে । বিনোভা ভাবে মেডিক্যাল কলেজের অংশ এটি ৷ মোদি এখানে 50 হাজারের বেশি মানুষের উদ্দেশে ভাষণ দেবেন । যার জন্য প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে । এছাড়াও প্রধানমন্ত্রী দাদরা নগর হাভেলি এবং দমন দিউতে আনুমানিক 5000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পগুলির উদ্বোধন করবেন ।

প্রধানমন্ত্রী মোদির সফর সূচি: ডেপুটি কালেক্টর চার্মি পারেখের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন বিকেল 4টেয় হেলিকপ্টারে করে সিলভাসাতে আসবেন প্রধানমন্ত্রী মোদি । এখানে হেলিপ্যাডে নেমে তিনি রাজ্যে নির্মিত নমো মেডিক্যাল কলেজের উদ্বোধন করবেন । কলেজ পরিদর্শন করে সেখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেবেন । এরপর পাশে একটি সভায় জনসাধারণের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী জনসভার জন্য বিশেষ ব্যবস্থা: নরেন্দ্র মোদির জনসভার জন্য সেখানে 65 হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে । গরমের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করেছে প্রশাসন । ফ্যান ছাড়াও এয়ার-কুলারের ব্যবস্থা করা হয়েছে । সমাবেশ ভবনের চারপাশে 9টি পার্কিং লট নির্ধারণ করা হয়েছে । সেখানে বাস, গাড়ি, বাইক-সহ যানবাহন পার্কিং করা হবে । যারা পায়ে হেঁটে আসেব তাদের জন্য ইলেকট্রিক বাসের ব্যবস্থা করা হয়েছে । জল ছাড়াও মানুষের জন্য লেমনেড, ওআরএস, টয়লেটের ব্যবস্থা রয়েছে ।

প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন: সিলভাসা ময়দানে নমো মেডিক্যালের উদ্বোধন ছাড়াও 4850 কোটিরও বেশি মূল্যের 96টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং যেই প্রকল্পগুলি কাজ শেষ হয়েছে সেগুলি চালু করে দেবেন । এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে দাদরা ও নগর হাভেলির বিভিন্ন রাস্তার সৌন্দর্যায়ন, শক্তিশালীকরণ এবং প্রশস্তকরণ, দাদরা ও নগর হাভেলি জেলার মরখাল, খেরডি, সিন্দোনি এবং মাসাতে সরকারি স্কুল ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে । স্থানীয় পুলিশ প্রশাসন ছাড়াও কাছাকাছি মহারাষ্ট্র, গুজরাতের পুলিশ স্টাফ, কমান্ডো স্টাফ, বিএসএফ জওয়ানদের সমন্বয়ে একটি কনভয় মোতায়েন করা হয়েছে । দাদরা নগর হাভেলিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসনের পাশাপাশি বিজেপি দল এবং সামাজিক সংগঠনগুলিও বিশেষ প্রস্তুতি নিয়েছে । সিলভাসা শহর এবং স্যালি মার্গে মোদিকে স্বাগত জানাতে ব্যানার লাগানো হয়েছে । আলোকসজ্জায় সেজেছে কলেজ ক্যাম্পাস-সহ অন্যান্য ভবন ।

আরও পড়ুন: পরনে কেরলের ঐতিহ্যবাহী পোশাক, কোচিতে রোড-শো প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.