দিল্লি, 15 ফেব্রুয়ারি : নিজের সংসদীয় এলাকায় দু’টি গ্রাম দত্তক নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত এমনই খবর জানা গিয়েছে৷ সাংসদ আদর্শ গ্রাম যোজনায় তিনি নিজের সংসদীয় এলাকা বারাণসীতে দু’টি গ্রাম বরিয়ারপুর ও পারহামপুর দত্তক নিতে চলেছেন৷
2014 সালে দু’টি লোকসভা আসন থেকে লড়াই করেছিলেন বিজেপির তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি৷ দু’টি আসন থেকে জেতার পর গুজরাটের বরোদা আসনটি ছেড়ে দেন তিনি৷ তার পর থেকে তিনি বারাণসীর সাংসদ৷ 2019 সালে শুধু ওই কেন্দ্র থেকে লড়েই জিতেছেন তিনি৷
গত বছর কোরোনা প্যান্ডেমিকের জন্য এই প্রকল্পের কাজ স্থগিত ছিল৷ তার আগে নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত চারটি গ্রাম দত্তক নিয়েছে৷ ওই গ্রামগুলি হল - জয়াপুর, নাগপুর, কাক্রাহিয়া ও ডোমারি৷
আরও পড়ুন : দিশার গ্রেপ্তারি "মোদির হতাশার প্রতিফলন'', টুলকিট কাণ্ডে তোপ অধীরের
এই দু’টি গ্রাম দত্তক নিলে, তা হবে পঞ্চম ও ষষ্ঠ৷ বরিয়ারপুর গ্রামটি সেউপুরি ব্লকের অবস্থিত৷ আর পারহামপুর আরজি ব্লকের গ্রাম৷ এই নিয়ে সরকারি কোনও ঘোষণা এখনও পর্যন্ত হয়নি ঠিকই৷ কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ উত্তর প্রদেশের ওই জেলার আধিকারিকদের ধারণা, খুব শিগগিরই অনুমতি চলে আসবে৷ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নিয়ে অনুমতি এলেই উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন জেলাশাসক কৌশল রাজ শর্মা৷