নয়া দিল্লি, 25 জুলাই : আজ মাসের শেষ রবিবার ৷ প্রধানমন্ত্রীর "মন কি বাত"-এর দিন ৷
প্রধানমন্ত্রী তাঁর মনের কথা নিয়ে হাজির হবেন সকাল 11টায় ৷ প্রতি মাসের শেষ রবিবারে তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান "মন কি বাত" নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি ৷ এটা 79তম "মন কি বাত" ৷
শুরু হয়েছে অলিম্পিকস ৷ এবারে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন মণিপুরের মীরাবাঈ চানু ৷ দেশের আরও খেলোয়াড় অংশগ্রহণ করেছেন ৷ তাঁদের জন্য কোনও বিশেষ বার্তা দেবেন কি প্রধানমন্ত্রী ?