নয়াদিল্লি, 18 জুলাই: "প্রথম থেকে শেষ পর্যন্ত কট্টর ভ্রষ্টাচারীদের সম্মেলন হচ্ছে", বেঙ্গালুরুতে চলা 26 বিরোধী দলের বৈঠককে ঠিক এভাবেই তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদির । তিনি বললেন, "বিরোধীদের কাছে গণতন্ত্র অর্থহীন । পরিবার আগে , দেশ পরে, এই নীতি নিয়েই বিরোধীরা জোটবদ্ধ হচ্ছে ।" প্রত্যকটি বিরোধী দলকে দুর্নীতিগ্রস্ত বলতেও পিছ'পা হলেন না মোদি। যেখানে কংগ্রেসকে 'দুর্নীতিগ্রস্ত দলগুলির নিরাপদ আশ্রয়' বলে কটাক্ষ করেছেন । কংগ্রেসের বিরুদ্ধে মোদির সেই পুরনো ভঙ্গিমায় গর্জে উঠলেন । যেখানে 'পরিবারতন্ত্র' পালে হাওয়া দিয়েই দীর্ঘ কটাক্ষ জারি রাখলেন দেশের প্রধানমন্ত্রী । বললেন, "গণতন্ত্র মানে মানুষের দ্বারা মানুষের জন্য, সেখানে বিরোধীদের নীতি গণতন্ত্রকে পরিহাসে পরিণত করা ।"
বিরোধী বৈঠক ঘিরে যখন নয়া পথ প্রশস্ত করার লক্ষ্যে বিরোধী দলগুলি, তখন তাদের বিরুদ্ধে ময়দানে নামলেন খোদ মোদিই । মঙ্গলবার পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন একটি টার্মিনালের ভার্চুয়াল উদ্বোধন করেন মোদি । সেই উদ্বোধন অনুষ্ঠানেই বিরোধীদের বৈঠক ঘিরে মোদি ছিলেন বেপরোয়া । যেখানে কংগ্রেস, তৃণমূল, সিপিএম থেকে অন্যান্য বিরোধী দলগুলির নাম নিয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন মোদি । বললেন, " কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দলগুলির পাশে দাঁড়াচ্ছে নিজেদের কারচুপি ঢাকতে । "
আরও পড়ুন: ফিরবে সাংসদ পদ ? সুপ্রিম কোর্টে রাহুল-শুনানি 21 জুলাই
মোদির দাবি, দেশবাসীদের কাছে বিরোধীদের যে ফ্রেম সামনে আসছে তা ভ্রষ্টাচারের মোড়া । একের পর এক দুর্নীতি । তারাই আবার জোট তৈরি করছে । সবমিলিয়ে নরেন্দ্র মোদি বিরোধী বৈঠককে নিজের বাক্যবাণে বিঁধতে কোনও খামতি রাখলেন না । বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধনে মোদির বক্তব্য প্রথম থেকে ছিল বিরোধীদের নিশানা করে। বক্তব্যের শেষেও তিনি সেই কটাক্ষ জারি রাখলেন । জানালেন, দেশবাসীকে সাবধান হতে হবে । বিরোধীদের দুর্নীতির বিরোধিতা করতে হবে ।