সিকার (রাজস্থান), 27 জুলাই: লাল ডায়েরি ইস্যুতে রাজস্থান সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেসকে লুটের দোকান বলেও কটাক্ষ করলেন তিনি ৷ বৃহস্পতিবার রাজস্থানের সিকারায় এক কর্মসূচি অংশ নেন তিনি ৷ সেখানেই তিনি রাজস্থানের কংগ্রেস সরকার থেকে অপসারিত মন্ত্রী রাজেন্দ্র গুধার লাল ডায়েরির প্রসঙ্গ তোলেন ৷ কটাক্ষ করেন যে কংগ্রেস তাদের সমস্ত অনৈতিক কাজ ওই লাল ডায়েরিতে নথিভুক্ত করে রেখেছে ৷
প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজস্থান বিধানসভায় ওই রাজ্যের মন্ত্রী রাজেন্দ্র গুধা সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন ৷ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন ৷ এই নিয়ে শুরু হয় তরজা ৷ বিজেপি এই নিয়ে রাজস্থানের অশোক গেহলত সরকারকে নিশানা করে ৷ পরে রাজেন্দ্রকে সরিয়ে দেয় গেহলত সরকার ৷ তার পর এক লাল ডায়েরি সামনে আনেন রাজেন্দ্র ৷ তিনি দাবি করেন, গেহলত সরকারের সমস্ত অনৈতিক কাজ এই ডায়েরিতে নথিভুক্ত করা আছে ৷
সেই ইস্যুকেই মোদি এ দিন হাতিয়ার করেন ৷ তাছাড়া গেহলত সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তিনি সরব হন ৷ সেই কারণে রাজস্থানের মানুষ আর কংগ্রেসের সরকারকে সহ্য করতে পারছে না বলেও তিনি দাবি করেন ৷ তাই মোদির বিশ্বাস, এবার রাজস্থানে পদ্মই ফুটবে ৷ বিজেপিই জিতবে ৷
এ দিন রাজস্থানের সিকারে একাধিক কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন ৷ ভবিষ্য়তে রাজস্থানের জন্য অত্যাধুনিক পরিকাঠামো তৈরির কথাও বলেছেন তিনি ৷
আরও পড়ুন: গান্ধিজীর ‘কুইট ইন্ডিয়া’ স্লোগান তুলে বিরোধী জোটকে আক্রমণ প্রধানমন্ত্রীর
তাছাড়া বিরোধীদের ইন্ডিয়া জোটকেও তিনি কটাক্ষ করেছেন ৷ এই জোটের বিরুদ্ধে মহাত্মা গান্ধির কুইট ইন্ডিয়া স্লোগানকে হাতিয়ার করে পালটা প্রচারে নামার নির্দেশ দিয়েছেন বিজেপির নেতা-কর্মীদের ৷ প্রধানমন্ত্রীর অভিযোগ, পুরনো দুর্নীতি ঢাকতেই কংগ্রেস ইউপিএ জোটের নাম বদলে ইন্ডিয়া করে দিয়েছে ৷