ETV Bharat / bharat

PM Modi Slams Opposition: অস্তিত্ব সংকটে পড়ে বিরোধী শিবির মোদির কবর খোঁড়ার কথা বলছে, অভিযোগ প্রধানমন্ত্রীর - বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিজেপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অস্তিত্ব সংকটে পড়েই মরিয়া হয়ে বিরোধীদের তাঁকে নিয়ে বিরূপ মন্তব্য করছে দাবি মোদির ৷

PM Modi Slams Opposition
PM Modi Slams Opposition
author img

By

Published : Apr 6, 2023, 5:04 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল: তাঁর বিরুদ্ধে মরিয়া হয়ে উঠেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা ৷ সেই কারণেই বারবার তাঁর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হচ্ছে বিরোধীদের তরফে ৷ এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার তিনি তাঁর এই মনের কথা জানিয়েছেন বিজেপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে ৷ আজ বিজেপির 44তম প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে সারা দেশের বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন মোদি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি বিরোধীরা ‘সামন্তবাদী মানসিকতা’ দেখাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন ৷

এদিন দলের কর্মীদের উদ্দেশ্যে মোদি বিরোধীদের সঙ্গে বিজেপির পার্থক্য বুঝিয়েছেন ৷ জানিয়েছেন, বিরোধীরা স্বজনপোষণ, পরিবারতন্ত্র, জাতপাত ও আঞ্চলিকতায় আবদ্ধ রয়েছে ৷ অথচ বিজেপি সকলকে নিয়ে চলার নতুন সংস্কৃতি তৈরি করেছে ভারতে ৷ সেই কারণে বিরোধী দলগুলি অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছে ৷ তাই তারা মরিয়া হয়ে বিজেপি, কেন্দ্রে বিজেপির সরকার ও তাঁকে আক্রমণ করছে বলে প্রধানমন্ত্রী দাবি করেছেন ৷

মোদি বলেন, ‘‘আজ তারা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে প্রকাশ্যে বলছে ‘মোদি তোর কবর খোঁড়া হবে’ ৷’’ কিন্তু বিরোধীদের এই চক্রান্তের বিরুদ্ধে ভারতের দরিদ্র, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, দলিত ও মহিলারা পদ্মকে রক্ষা করবে এবং তার আরও বিকাশে সাহায্য করবে বলে প্রধানমন্ত্রীর মত ৷ তাঁর আরও দাবি, আগে গরিবদের ভৃত্য় বলে মনে করা হত ৷ কিন্তু 2014 সালের পর থেকে সমাজের এই অংশের মানুষের জীবনযাপনের মান ভালো হতে শুরু করেছে ৷

একই সঙ্গে বিজেপির নেতা ও কর্মীদের প্রতি তাঁর পরামর্শ, "আমাদের ভোটে জেতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় । আমাদের লক্ষ্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করা । জনসংঘের সময় থেকে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সেই একই পরিশ্রমের সঙ্গে আমাদের প্রতিটি নির্বাচনে লড়তে হবে ।" তিনি দাবি করেন, ভারত থেকে দুর্নীতি, স্বজনপোষণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বাধা দূর করতে বিজেপি বদ্ধপরিকর ৷ সেটা মানুষও বোঝে ৷ তাই তাঁরাই এখন বলছেন যে 2024 সালে বিজেপিকে কেউ হারাতে পারবে না ৷ কিন্তু এর জন্য নেতা-কর্মীরা যাতে আত্মতুষ্টিতে না ভোগেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি ৷

পাশাপাশি তিনি কর্মীদের আরও বড় কিছু করার জন্য প্রস্তুত হতে বলেছেন ৷ উদাহরণ, হিসেবে তুলে ধরেছেন জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্তি ঘটানোর বিষয়টি ৷ প্রধানমন্ত্রীর কথায়, বিরোধীরা ভাবতেও পারেননি যে একদিন 370 ধারা ইতিহাস হয়ে যাবে ৷

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হনুমানই অনুপ্রেরণা, বিজেপির প্রতিষ্ঠা দিবসে দাবি মোদির

নয়াদিল্লি, 6 এপ্রিল: তাঁর বিরুদ্ধে মরিয়া হয়ে উঠেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা ৷ সেই কারণেই বারবার তাঁর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হচ্ছে বিরোধীদের তরফে ৷ এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার তিনি তাঁর এই মনের কথা জানিয়েছেন বিজেপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে ৷ আজ বিজেপির 44তম প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে সারা দেশের বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন মোদি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি বিরোধীরা ‘সামন্তবাদী মানসিকতা’ দেখাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন ৷

এদিন দলের কর্মীদের উদ্দেশ্যে মোদি বিরোধীদের সঙ্গে বিজেপির পার্থক্য বুঝিয়েছেন ৷ জানিয়েছেন, বিরোধীরা স্বজনপোষণ, পরিবারতন্ত্র, জাতপাত ও আঞ্চলিকতায় আবদ্ধ রয়েছে ৷ অথচ বিজেপি সকলকে নিয়ে চলার নতুন সংস্কৃতি তৈরি করেছে ভারতে ৷ সেই কারণে বিরোধী দলগুলি অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছে ৷ তাই তারা মরিয়া হয়ে বিজেপি, কেন্দ্রে বিজেপির সরকার ও তাঁকে আক্রমণ করছে বলে প্রধানমন্ত্রী দাবি করেছেন ৷

মোদি বলেন, ‘‘আজ তারা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে প্রকাশ্যে বলছে ‘মোদি তোর কবর খোঁড়া হবে’ ৷’’ কিন্তু বিরোধীদের এই চক্রান্তের বিরুদ্ধে ভারতের দরিদ্র, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, দলিত ও মহিলারা পদ্মকে রক্ষা করবে এবং তার আরও বিকাশে সাহায্য করবে বলে প্রধানমন্ত্রীর মত ৷ তাঁর আরও দাবি, আগে গরিবদের ভৃত্য় বলে মনে করা হত ৷ কিন্তু 2014 সালের পর থেকে সমাজের এই অংশের মানুষের জীবনযাপনের মান ভালো হতে শুরু করেছে ৷

একই সঙ্গে বিজেপির নেতা ও কর্মীদের প্রতি তাঁর পরামর্শ, "আমাদের ভোটে জেতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় । আমাদের লক্ষ্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করা । জনসংঘের সময় থেকে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সেই একই পরিশ্রমের সঙ্গে আমাদের প্রতিটি নির্বাচনে লড়তে হবে ।" তিনি দাবি করেন, ভারত থেকে দুর্নীতি, স্বজনপোষণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বাধা দূর করতে বিজেপি বদ্ধপরিকর ৷ সেটা মানুষও বোঝে ৷ তাই তাঁরাই এখন বলছেন যে 2024 সালে বিজেপিকে কেউ হারাতে পারবে না ৷ কিন্তু এর জন্য নেতা-কর্মীরা যাতে আত্মতুষ্টিতে না ভোগেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি ৷

পাশাপাশি তিনি কর্মীদের আরও বড় কিছু করার জন্য প্রস্তুত হতে বলেছেন ৷ উদাহরণ, হিসেবে তুলে ধরেছেন জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্তি ঘটানোর বিষয়টি ৷ প্রধানমন্ত্রীর কথায়, বিরোধীরা ভাবতেও পারেননি যে একদিন 370 ধারা ইতিহাস হয়ে যাবে ৷

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হনুমানই অনুপ্রেরণা, বিজেপির প্রতিষ্ঠা দিবসে দাবি মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.