ETV Bharat / bharat

PM Modi Slams Congress: দেশের মানুষ আগেই কংগ্রেসের উপর অনাস্থা দেখিয়েছেন, আক্রমণ মোদির - অনাস্থা প্রস্তাব নিয়ে জবাবি ভাষণ

PM Narendra Modi Slams Congress in Lok Sabha: বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে বৃহস্পতিবার লোকসভায় জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি আগাগোড়া কংগ্রেসকেই আক্রমণ করেন ৷ তাঁর কথায়, দেশের মানুষ আগেই কংগ্রেসের উপর অনাস্থা দেখিয়েছেন ৷

PM Modi Slams Congress
PM Modi Slams Congress
author img

By

Published : Aug 10, 2023, 7:43 PM IST

Updated : Aug 10, 2023, 11:08 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট: অনাস্থা প্রস্তাব নিয়ে জবাবি ভাষণে কংগ্রেসকে লাগাতার আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের মানুষই কংগ্রেসকে আর পছন্দ করে না বলেও তিনি দাবি করলেন ৷ উদাহরণ হিসেবে একাধিক রাজ্যের নাম টানলেন৷ তাঁর কথায়, দেশের মানুষ অনেক আগেই কংগ্রেসের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন ৷

বৃহস্পতিবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কংগ্রেসের প্রতি দেশের মানুষের আস্থা নেই । ঔদ্ধত্যের কারণে তারা বাস্তবতা দেখতে পাচ্ছে না । তামিলনাড়ুতে তারা 1962 সালে জিতেছিল এবং 1962 সাল থেকে তামিলনাড়ুর মানুষ বলছে 'নো কংগ্রেস' । পশ্চিমবঙ্গে তারা 1972 সালে জিতেছিল, পশ্চিমবঙ্গের মানুষও বলছে 'নো কংগ্রেস' । উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতে তারা 1985 সালে জিতেছিল এবং এই রাজ্যের মানুষও বলছে 'নো কংগ্রেস ৷"

একই সঙ্গে তিনি বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করেছেন ৷ তাঁর কথায়, বেঙ্গালুরুতে ইউপিএ-র শেষকৃত্য করেছে বিরোধীরা ৷ ইউপিএ-র শেষকৃত্য করার সঙ্গে সঙ্গেই উৎসবও বিরোধীরা পালন করেছে ৷ সেই উৎসব আসলে ব্যর্থতায় নতুন করে রঙের প্রলেপ দেওয়ার কাজ করছে ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর কটাক্ষ, জোট তৈরি শেষ হওয়ার আগেই কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই শুরু হয়ে গিয়েছে বিরোধীদের মধ্যে ৷

আরও পড়ুন: অনাস্থা প্রস্তাবে ফিল্ডিং সাজিয়েও বিরোধীদের নো বলে বিজেপির সেঞ্চুরি, দাবি প্রধানমন্ত্রীর

এর পাশাপাশি তিনি বিরোধী জোটের নাম নিয়েও কটাক্ষ করেছেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, "তাদের কষ্টটা এমন যে, নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তাদের এনডিএ-র সাহায্য নিতে হয়েছে । কিন্তু, আই (চোখ)-এর অহংকার তাদের ছাড়ে না । সেই জন্য, তারা দুটি আই-এর অহংকার ঢুকিয়েছে এনডিএ-র মধ্যে । প্রথম আই 26টি দলের অহংকার এবং দ্বিতীয় আই একটি পরিবারের অহংকার । তারা এনডিএকেও চুরি করেছে । তারা ভারতকেও ভেঙে দিয়েছে - আই ডট এন ডট ডি ডট আই ডট এ ৷’’

এছাড়া এ দিন আরও একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করেন ৷ তাঁর দাবি, ভারতে যে ভালো জিনিসগুলি ঘটতে যায়, সেগুলি নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলে ৷ আর প্রশ্ন তোলে বলেই সেই জিনিসগুলি আরও ভালো ভাবে সম্পন্ন হয় ৷ তাই তিনি বিরোধীরা দেশের উন্নতিতে কালো টিকার কাজ করে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: অধীরকে কোণঠাসা করতে কি কলকাতা থেকে ফোন এসেছিল, কটাক্ষ প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, 10 অগস্ট: অনাস্থা প্রস্তাব নিয়ে জবাবি ভাষণে কংগ্রেসকে লাগাতার আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের মানুষই কংগ্রেসকে আর পছন্দ করে না বলেও তিনি দাবি করলেন ৷ উদাহরণ হিসেবে একাধিক রাজ্যের নাম টানলেন৷ তাঁর কথায়, দেশের মানুষ অনেক আগেই কংগ্রেসের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন ৷

বৃহস্পতিবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কংগ্রেসের প্রতি দেশের মানুষের আস্থা নেই । ঔদ্ধত্যের কারণে তারা বাস্তবতা দেখতে পাচ্ছে না । তামিলনাড়ুতে তারা 1962 সালে জিতেছিল এবং 1962 সাল থেকে তামিলনাড়ুর মানুষ বলছে 'নো কংগ্রেস' । পশ্চিমবঙ্গে তারা 1972 সালে জিতেছিল, পশ্চিমবঙ্গের মানুষও বলছে 'নো কংগ্রেস' । উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতে তারা 1985 সালে জিতেছিল এবং এই রাজ্যের মানুষও বলছে 'নো কংগ্রেস ৷"

একই সঙ্গে তিনি বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করেছেন ৷ তাঁর কথায়, বেঙ্গালুরুতে ইউপিএ-র শেষকৃত্য করেছে বিরোধীরা ৷ ইউপিএ-র শেষকৃত্য করার সঙ্গে সঙ্গেই উৎসবও বিরোধীরা পালন করেছে ৷ সেই উৎসব আসলে ব্যর্থতায় নতুন করে রঙের প্রলেপ দেওয়ার কাজ করছে ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর কটাক্ষ, জোট তৈরি শেষ হওয়ার আগেই কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই শুরু হয়ে গিয়েছে বিরোধীদের মধ্যে ৷

আরও পড়ুন: অনাস্থা প্রস্তাবে ফিল্ডিং সাজিয়েও বিরোধীদের নো বলে বিজেপির সেঞ্চুরি, দাবি প্রধানমন্ত্রীর

এর পাশাপাশি তিনি বিরোধী জোটের নাম নিয়েও কটাক্ষ করেছেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, "তাদের কষ্টটা এমন যে, নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তাদের এনডিএ-র সাহায্য নিতে হয়েছে । কিন্তু, আই (চোখ)-এর অহংকার তাদের ছাড়ে না । সেই জন্য, তারা দুটি আই-এর অহংকার ঢুকিয়েছে এনডিএ-র মধ্যে । প্রথম আই 26টি দলের অহংকার এবং দ্বিতীয় আই একটি পরিবারের অহংকার । তারা এনডিএকেও চুরি করেছে । তারা ভারতকেও ভেঙে দিয়েছে - আই ডট এন ডট ডি ডট আই ডট এ ৷’’

এছাড়া এ দিন আরও একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করেন ৷ তাঁর দাবি, ভারতে যে ভালো জিনিসগুলি ঘটতে যায়, সেগুলি নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলে ৷ আর প্রশ্ন তোলে বলেই সেই জিনিসগুলি আরও ভালো ভাবে সম্পন্ন হয় ৷ তাই তিনি বিরোধীরা দেশের উন্নতিতে কালো টিকার কাজ করে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: অধীরকে কোণঠাসা করতে কি কলকাতা থেকে ফোন এসেছিল, কটাক্ষ প্রধানমন্ত্রী মোদির

Last Updated : Aug 10, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.