নয়াদিল্লি, 27 মে: গণতন্ত্রের নতুন মন্দির ভারতের অগ্রগতিকে আরও শক্তিশালী করবে ৷ শনিবার নতুন সংসদ ভবন নিয়ে এমনই মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আশা, নয়া সংসদ ভবন ভারতের উন্নয়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং দেশের কোটি কোটি মানুষের ভালো হবে ৷
শুক্রবার টুইটারে প্রধানমন্ত্রী নবনির্মিত এই সংসদ ভবনের একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন মাই পার্লামেন্ট মাই প্রাইড ৷ অর্থাৎ আমার সংসদ আমার গর্ব ৷ সাধারণ নাগরিকদের কাছে প্রধানমন্ত্রী আবেদন করেন ওই ভিডিয়োতে ভয়েস ওভার দিয়ে আবার তা শেয়ার করতে ৷ অনেকে নিজের মতো করে সংসদ সম্পর্কে ভয়েস ওভার দিয়ে ওই ভিডিয়ো টুইট করেছেন ৷ সেগুলি রিটুইটও করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও ওই ভিডিয়ো টুইট করেছেন ৷ সেটিকেই রিটুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘এই গণতন্ত্রের মন্দির ভারতের উন্নয়নের গতিপথকে শক্তিশালী করে এবং লক্ষ লক্ষ ক্ষমতায়ন অব্যাহত রাখুক ।’’ অন্য একজনের টুইট রিটুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘মাই পার্লামেন্ট মাই প্রাইড-এর মাধ্যমে বেশ কিছু মানুষ তাদের আনন্দ প্রকাশ করছেন । অত্যন্ত আবেগঘন ভয়েস ওভারের মাধ্যমে তাঁরা গর্বিত হয়ে জানাচ্ছেন যে আমাদের দেশ একটি নতুন সংসদ পাচ্ছে, যা আরও জোরালোভাবে জনগণের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাবে ।’’
আরও পড়ুন: সংসদ ভবন উদ্বোধন কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়: রাউত, পালটা খোঁচা জয়শংকরের
আগামিকাল রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন হবে৷ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অনুষ্ঠানে প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ-সহ আরও অনেক অতিথির উপস্থিত থাকার কথা ৷ তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ সেই বিতর্কের জেরে 20টি রাজনৈতিক এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে ৷ তবে 25টি রাজনৈতিক দল উপস্থিত থাকতে পারে বলে খবর ৷