ETV Bharat / bharat

PM Modi Slams Critics: গড়পড়তা ভারতের উপস্থিতিই এখন সারা বিশ্বে সবচেয়ে উজ্জ্বল, বিরোধীদের জবাব মোদির

শুক্রবার নয়াদিল্লিতে পরীক্ষা পে চর্চার আসর বসেছিল ৷ সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জবাব দিয়েছেন সমালোচকদের ৷ তাঁর কথায়, গড়পড়তা ভারতের উপস্থিতিই এখন সারা বিশ্বে সবচেয়ে উজ্জ্বল (PM Modi Slams Critics) ৷

PM Modi Slams Critics
PM Modi Slams Critics
author img

By

Published : Jan 27, 2023, 7:47 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) শুক্রবার সরকারের অর্থনীতি পরিচালনা নিয়ে সমালোনার জবাব দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, তাঁর সরকার গড়পড়তা প্রতিভায় পরিপূর্ণ বলে কটাক্ষ করা হত ৷ অথচ এখন সেই গড়পড়তা প্রতিভাদের দৌলতেই ভারত এখন বিশ্বে উজ্বল অবস্থানে রয়েছে ৷ আর পরবর্তী সময়ের জন্য আশার আলো তৈরি করছে ৷

‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha pe Charcha)-র ষষ্ঠ সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি এই কথা বলেন ৷ তিনি জানান, শক্তিশালী গণতন্ত্রের (Democracy) জন্য সমালোচনায় শুনেই শুদ্ধিকরণ অনুশীলন করতে হয় ৷ আর এটা তাঁর দৃঢ় প্রত্যয় ও বিশ্বাসের দ্বারা তিনি করেছেন ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে সমালোচনা ও অভিযোগ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে ৷

যাঁরা গড়পড়তা, তাঁদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে ৷ তার উত্তরে মোদি এই কথাগুলি বলেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "আপনি দুই-তিন বছর আগে দেখেছেন যে আমাদের সরকার সম্পর্কে লেখা হয়েছিল যে এটির কোনও অর্থনীতিবিদ নেই । এটি গড়পড়তা লোকে পরিপূর্ণ । প্রধানমন্ত্রীরও অর্থনীতি বোঝেন না । এটিই লেখা হয়েছিল । কিন্তু একই দেশ, যাকে গড়পড়তা বলা হয়েছিল, তারাই এখন বিশ্বে জ্বলজ্বল করছে ।"

বিশ্ব এমন এক সময়ে ভারতকে আশার আলো হিসেবে দেখছে, যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে, আরও বেশি করে কোভিড-19 অতিমারী (Covid Pandemic) পরবর্তী পরিস্থিতিতে ৷ তিনি বলেন, "এটা এমন নয় যে বিশ্বে অর্থনীতিবিদদের অভাব রয়েছে । অনেক বড় নোবেল পুরষ্কার বিজয়ী আছেন, যাঁরা অর্থনৈতিক পরিস্থিতিতে কী ধরনের সম্ভাবনাকে প্রভাবিত করবে, তা নির্দেশ করতে পারেন । আজকাল প্রতিটি কোণে জ্ঞানের কথা বলার লোক পাওয়া যায় । এমন পণ্ডিতও আছেন, যাঁরা অনেক কাজ করেছেন ৷"

তিনি আরও জানান, অনেক উন্নত দেশে অর্থনৈতিক বৃদ্ধি (Growth of Economy) মন্থর হয়েছে ৷ অথচ ভারত দ্রুত বৃহৎ অর্থনীতির দিকে এগিয়ে চলেছে ৷ অনেক আন্তর্জাতিক সংস্থাও ভারতের মধ্যে সেই সম্ভাবনা দেখতে পেয়েছেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, অধিকাংশ সফল লোকই শুরুতে গড়পড়তা ছিলেন ৷ নিজের সক্ষমতা অনুযায়ী কাজ করলে সাফল্যের রাস্তা সহজে খুঁজে পাওয়া যায় ৷ অন্য এক পড়ুয়া আবার বিরোধীদের সমালোচনা ও অভিযোগ নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ প্রধানমন্ত্রী সেই প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে গিয়েছেন ৷ বিষয়টি তাঁর সিলেবাসের বাইরে বলে মজার ছলে উত্তর দিয়েছেন ৷ তবে সমালোচনা ও অভিযোগের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, সেটাও তিনি বুঝিয়েছেন ৷

আরও পড়ুন: ঘরে প্রযুক্তিমুক্ত জায়গা রাখুন, পড়ুয়াদের পরামর্শ মোদির; জোর প্রযুক্তি উপবাসে

নয়াদিল্লি, 27 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) শুক্রবার সরকারের অর্থনীতি পরিচালনা নিয়ে সমালোনার জবাব দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, তাঁর সরকার গড়পড়তা প্রতিভায় পরিপূর্ণ বলে কটাক্ষ করা হত ৷ অথচ এখন সেই গড়পড়তা প্রতিভাদের দৌলতেই ভারত এখন বিশ্বে উজ্বল অবস্থানে রয়েছে ৷ আর পরবর্তী সময়ের জন্য আশার আলো তৈরি করছে ৷

‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha pe Charcha)-র ষষ্ঠ সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি এই কথা বলেন ৷ তিনি জানান, শক্তিশালী গণতন্ত্রের (Democracy) জন্য সমালোচনায় শুনেই শুদ্ধিকরণ অনুশীলন করতে হয় ৷ আর এটা তাঁর দৃঢ় প্রত্যয় ও বিশ্বাসের দ্বারা তিনি করেছেন ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে সমালোচনা ও অভিযোগ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে ৷

যাঁরা গড়পড়তা, তাঁদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে ৷ তার উত্তরে মোদি এই কথাগুলি বলেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "আপনি দুই-তিন বছর আগে দেখেছেন যে আমাদের সরকার সম্পর্কে লেখা হয়েছিল যে এটির কোনও অর্থনীতিবিদ নেই । এটি গড়পড়তা লোকে পরিপূর্ণ । প্রধানমন্ত্রীরও অর্থনীতি বোঝেন না । এটিই লেখা হয়েছিল । কিন্তু একই দেশ, যাকে গড়পড়তা বলা হয়েছিল, তারাই এখন বিশ্বে জ্বলজ্বল করছে ।"

বিশ্ব এমন এক সময়ে ভারতকে আশার আলো হিসেবে দেখছে, যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে, আরও বেশি করে কোভিড-19 অতিমারী (Covid Pandemic) পরবর্তী পরিস্থিতিতে ৷ তিনি বলেন, "এটা এমন নয় যে বিশ্বে অর্থনীতিবিদদের অভাব রয়েছে । অনেক বড় নোবেল পুরষ্কার বিজয়ী আছেন, যাঁরা অর্থনৈতিক পরিস্থিতিতে কী ধরনের সম্ভাবনাকে প্রভাবিত করবে, তা নির্দেশ করতে পারেন । আজকাল প্রতিটি কোণে জ্ঞানের কথা বলার লোক পাওয়া যায় । এমন পণ্ডিতও আছেন, যাঁরা অনেক কাজ করেছেন ৷"

তিনি আরও জানান, অনেক উন্নত দেশে অর্থনৈতিক বৃদ্ধি (Growth of Economy) মন্থর হয়েছে ৷ অথচ ভারত দ্রুত বৃহৎ অর্থনীতির দিকে এগিয়ে চলেছে ৷ অনেক আন্তর্জাতিক সংস্থাও ভারতের মধ্যে সেই সম্ভাবনা দেখতে পেয়েছেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, অধিকাংশ সফল লোকই শুরুতে গড়পড়তা ছিলেন ৷ নিজের সক্ষমতা অনুযায়ী কাজ করলে সাফল্যের রাস্তা সহজে খুঁজে পাওয়া যায় ৷ অন্য এক পড়ুয়া আবার বিরোধীদের সমালোচনা ও অভিযোগ নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ প্রধানমন্ত্রী সেই প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে গিয়েছেন ৷ বিষয়টি তাঁর সিলেবাসের বাইরে বলে মজার ছলে উত্তর দিয়েছেন ৷ তবে সমালোচনা ও অভিযোগের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, সেটাও তিনি বুঝিয়েছেন ৷

আরও পড়ুন: ঘরে প্রযুক্তিমুক্ত জায়গা রাখুন, পড়ুয়াদের পরামর্শ মোদির; জোর প্রযুক্তি উপবাসে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.