ETV Bharat / bharat

PM Modi on Naming Islands: এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা দিতেই দ্বীপের নামকরণ, জানালেন প্রধানমন্ত্রী - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 21টি দ্বীপের নামকরণ করল কেন্দ্রীয় সরকার ৷ সোমবার নেতাজি জয়ন্তীতে (Netaji Birth Anniversary) এর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দ্বীপগুলি পরমবীর চক্র প্রাপক ভারতীয় জওয়ানদের নামে করা হয়েছে ৷

PM Modi on Naming Islands
PM Modi on Naming Islands
author img

By

Published : Jan 23, 2023, 8:44 PM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: সর্বাগ্রে ভারতে গুরুত্ব দিতে হবে ৷ এই নীতিকে সামনে রেখেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের (Andamans and Nicobar Islands) 21টি দ্বীপের নামকরণ করা হয়েছে ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই কথা জানিয়েছেন ৷ এদিন কেন্দ্রীয় সরকারের তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Shubas Chandra Bose) জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ পরাক্রম দিবসের সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ প্রথমে তিনি 21টি দ্বীপের নামকরণের ঘোষণা করেন ৷ তার পর এই কথা জানান ৷

তাছাড়া আন্দামানের উন্নতিতে গত আট বছর ধরে এই নীতি মেনে চলা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ৷ আন্দামানের উন্নতির প্রসঙ্গেও প্রধানমন্ত্রী এদিন নাম না করে কংগ্রেসকে (Congress) খোঁচা দিয়েছেন ৷ মোদির কথায়, এই ভারতীয় দ্বীপকে গুরুত্ব দেওয়া হয়নি ৷ কিন্তু এখনও অনেক বদল ঘটেছে৷ তিনি জানান, 21টি দ্বীপের নামকরণে অনেক বার্তা রয়েছে ৷ রয়েছে এক ভারত, শ্রেষ্ঠ ভারতের বার্তা ৷ সেনাবাহিনীর সাহসিকতার বার্তাও দেওয়া হল ৷ এই নামকরণে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে ৷

এদিন নেতাজির নামাঙ্কিত দ্বীপে একটি ন্যাশানাল মেমোরিয়ালের (National Memorial) মডেল প্রকাশ করেছেন ৷ ওই দ্বীপে এবার তা তৈরির কাজ শুরু হবে ৷ মোদির মতে, ওই মেমোরিয়াল জাতীয়তাবাদ উৎসাহ দেবে ৷ পাশাপাশি কর্তব্য পথে নেতাজির মূর্তি কীভাবে কর্তব্য় মনে করিয়ে দেয় সেকথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ নেতাজি নিয়ে ফাইল প্রকাশের বিষয়টি নিয়ে দেশে কাজ হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷ এই নিয়েও তিনি নাম না করে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন ৷ জানিয়েছেন, এই কাজ অনেক বছর আগেই হয়ে যাওয়া উচিত ছিল ৷

প্রসঙ্গত, যে দ্বীপগুলির নামকরণ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় যেটি, সেটির নাম দেওয়া হয়েছে পরমবীর চক্রে সম্মানিত মেজর সোমনাথ শর্মার নামে ৷ তিনি 1947 সালের 3 নভেম্বর পাকিস্তানী অনুপ্রবেশকারীদের (Pakistani Infiltrators) রুখতে গিয়ে শহিদ হয়েছিলেন ৷ এছাড়াও বাকি 20টি যাঁদের নামে হয়েছে, তাঁরা সকলেই পরমবীর চক্র পেয়েছেন ৷ সেই তালিকায় উল্লেখ যোগ্য নাম ক্যাপ্টেন বিক্রম বাতরা ৷ যিনি কারগিল যুদ্ধের (Kargill War) সময় শহিদ হয়েছিলেন ৷

আরও পড়ুন: স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, দাবি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 23 জানুয়ারি: সর্বাগ্রে ভারতে গুরুত্ব দিতে হবে ৷ এই নীতিকে সামনে রেখেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের (Andamans and Nicobar Islands) 21টি দ্বীপের নামকরণ করা হয়েছে ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই কথা জানিয়েছেন ৷ এদিন কেন্দ্রীয় সরকারের তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Shubas Chandra Bose) জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ পরাক্রম দিবসের সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ প্রথমে তিনি 21টি দ্বীপের নামকরণের ঘোষণা করেন ৷ তার পর এই কথা জানান ৷

তাছাড়া আন্দামানের উন্নতিতে গত আট বছর ধরে এই নীতি মেনে চলা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ৷ আন্দামানের উন্নতির প্রসঙ্গেও প্রধানমন্ত্রী এদিন নাম না করে কংগ্রেসকে (Congress) খোঁচা দিয়েছেন ৷ মোদির কথায়, এই ভারতীয় দ্বীপকে গুরুত্ব দেওয়া হয়নি ৷ কিন্তু এখনও অনেক বদল ঘটেছে৷ তিনি জানান, 21টি দ্বীপের নামকরণে অনেক বার্তা রয়েছে ৷ রয়েছে এক ভারত, শ্রেষ্ঠ ভারতের বার্তা ৷ সেনাবাহিনীর সাহসিকতার বার্তাও দেওয়া হল ৷ এই নামকরণে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে ৷

এদিন নেতাজির নামাঙ্কিত দ্বীপে একটি ন্যাশানাল মেমোরিয়ালের (National Memorial) মডেল প্রকাশ করেছেন ৷ ওই দ্বীপে এবার তা তৈরির কাজ শুরু হবে ৷ মোদির মতে, ওই মেমোরিয়াল জাতীয়তাবাদ উৎসাহ দেবে ৷ পাশাপাশি কর্তব্য পথে নেতাজির মূর্তি কীভাবে কর্তব্য় মনে করিয়ে দেয় সেকথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ নেতাজি নিয়ে ফাইল প্রকাশের বিষয়টি নিয়ে দেশে কাজ হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷ এই নিয়েও তিনি নাম না করে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন ৷ জানিয়েছেন, এই কাজ অনেক বছর আগেই হয়ে যাওয়া উচিত ছিল ৷

প্রসঙ্গত, যে দ্বীপগুলির নামকরণ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় যেটি, সেটির নাম দেওয়া হয়েছে পরমবীর চক্রে সম্মানিত মেজর সোমনাথ শর্মার নামে ৷ তিনি 1947 সালের 3 নভেম্বর পাকিস্তানী অনুপ্রবেশকারীদের (Pakistani Infiltrators) রুখতে গিয়ে শহিদ হয়েছিলেন ৷ এছাড়াও বাকি 20টি যাঁদের নামে হয়েছে, তাঁরা সকলেই পরমবীর চক্র পেয়েছেন ৷ সেই তালিকায় উল্লেখ যোগ্য নাম ক্যাপ্টেন বিক্রম বাতরা ৷ যিনি কারগিল যুদ্ধের (Kargill War) সময় শহিদ হয়েছিলেন ৷

আরও পড়ুন: স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, দাবি প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.