ETV Bharat / bharat

PM Modi on Startup Hub : পড়ুয়াদের জন্যই স্টার্ট আপ বিশ্বে ভারত দ্বিতীয় স্থানে, দাবি প্রধানমন্ত্রীর

মঙ্গলবার কানপুরে আইআইটির 54তম সমাবর্তন ছিল ৷ সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi at Kanpur IIT) ৷ সেখানেই তিনি জানান, পড়ুয়াদের জন্যই স্টার্ট আপ বিশ্বে ভারত দ্বিতীয় স্থানে ৷

pm-narendra-modi-says-india-emerged-as-second-biggest-startup-hub-in-world-with-the-help-of-iit-students
PM Modi on Startup Hub : পড়ুয়াদের জন্যই স্টার্ট আপ বিশ্বে ভারত দ্বিতীয় স্থানে, দাবি প্রধানমন্ত্রীর
author img

By

Published : Dec 28, 2021, 3:13 PM IST

কানপুর (উত্তর প্রদেশ), 27 ডিসেম্বর : স্টার্ট আপে দিশা দেখিয়েছে ভারত ৷ এখন স্টার্ট আপ হাবের বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় স্থানে ৷ মঙ্গলবার এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর কৃতিত্ব তিনি দিয়েছেন দেশের আইআইটি পড়ুয়াদের ৷ তাঁর দাবি, পড়ুয়াদের সাহায্য ছাড়া এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হত না (pm narendra modi says india emerged as second biggest startup hub in world with the help of iit students) ৷

এদিন উত্তরপ্রদেশের কানপুরে আইআইটির 54তম সমাবর্তনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী (Kanpur IIT Convocation) ৷ সেখানে তিনি বলেন, ‘‘স্বাধীনতার 75তম বর্ষে আমাদের কাছে 75টি ইউনিকর্ন রয়েছে ও 50 হাজার স্টার্ট আপ সংস্থা রয়েছে ৷ গত ছ’মাসে এর মধ্যে 10 হাজার স্টার্ট আপ তৈরি হয়েছে ৷ ভারত এখন সারা বিশ্বে স্টার্ট আপের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ৷ আইআইটির পড়ুয়াদের সাহায্যেই এটা হয়েছে ৷’’

তিনি আইআইটি কানপুরের কথা বিশেষ করে উল্লেখ করেছেন এদিন ৷ সারা বিশ্বে স্বীকৃতি পাওয়া 5জি প্রযুক্তি যে কানপুর আইআইটির আবিষ্কার, সেটাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভারতের স্বাধীনতার শতবর্ষের সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের পড়ুয়াদের অনেক বড় অবদান থাকবে বলেও তিনি জানিয়েছেন ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, গত সাত বছরে কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের সুযোগ-সুবিধা বৃদ্ধের ক্ষেত্রে অনেকটাই কাজ করেছে ৷ পড়ুয়াদের আরও ভাল ভবিষ্যতের স্বার্থে তৈরি করা হয়েছে জাতীয় শিক্ষানীতি ৷

আরও পড়ুন : 84th Mann Ki Baat : গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিঠি হৃদয় ছুঁয়েছে, 'মনের কথায়' আবেগঘন মোদি

কৌশলে কংগ্রেসের সমালোচনাও করেছেন তিনি ৷ জানিয়েছেন, স্বাধীনতার 25 বছরের মধ্যেই অনেক কিছু হয়ে যাওয়া উচিত ছিল ৷ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তা হয়নি ৷ তাই এখন দু’মিনিটও সময় নষ্ট করা উচিত নয় বলে তিনি মনে করেন ৷ আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান তিনি আরও একবার জানিয়েছেন ওই সমাবর্তনের মঞ্চ থেকে ৷ ওই অনুষ্ঠানে একটি ব্লকচেইন নির্ভর ডিজিটাল ডিগ্রির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ৷

কানপুর (উত্তর প্রদেশ), 27 ডিসেম্বর : স্টার্ট আপে দিশা দেখিয়েছে ভারত ৷ এখন স্টার্ট আপ হাবের বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় স্থানে ৷ মঙ্গলবার এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর কৃতিত্ব তিনি দিয়েছেন দেশের আইআইটি পড়ুয়াদের ৷ তাঁর দাবি, পড়ুয়াদের সাহায্য ছাড়া এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হত না (pm narendra modi says india emerged as second biggest startup hub in world with the help of iit students) ৷

এদিন উত্তরপ্রদেশের কানপুরে আইআইটির 54তম সমাবর্তনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী (Kanpur IIT Convocation) ৷ সেখানে তিনি বলেন, ‘‘স্বাধীনতার 75তম বর্ষে আমাদের কাছে 75টি ইউনিকর্ন রয়েছে ও 50 হাজার স্টার্ট আপ সংস্থা রয়েছে ৷ গত ছ’মাসে এর মধ্যে 10 হাজার স্টার্ট আপ তৈরি হয়েছে ৷ ভারত এখন সারা বিশ্বে স্টার্ট আপের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ৷ আইআইটির পড়ুয়াদের সাহায্যেই এটা হয়েছে ৷’’

তিনি আইআইটি কানপুরের কথা বিশেষ করে উল্লেখ করেছেন এদিন ৷ সারা বিশ্বে স্বীকৃতি পাওয়া 5জি প্রযুক্তি যে কানপুর আইআইটির আবিষ্কার, সেটাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভারতের স্বাধীনতার শতবর্ষের সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের পড়ুয়াদের অনেক বড় অবদান থাকবে বলেও তিনি জানিয়েছেন ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, গত সাত বছরে কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের সুযোগ-সুবিধা বৃদ্ধের ক্ষেত্রে অনেকটাই কাজ করেছে ৷ পড়ুয়াদের আরও ভাল ভবিষ্যতের স্বার্থে তৈরি করা হয়েছে জাতীয় শিক্ষানীতি ৷

আরও পড়ুন : 84th Mann Ki Baat : গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিঠি হৃদয় ছুঁয়েছে, 'মনের কথায়' আবেগঘন মোদি

কৌশলে কংগ্রেসের সমালোচনাও করেছেন তিনি ৷ জানিয়েছেন, স্বাধীনতার 25 বছরের মধ্যেই অনেক কিছু হয়ে যাওয়া উচিত ছিল ৷ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তা হয়নি ৷ তাই এখন দু’মিনিটও সময় নষ্ট করা উচিত নয় বলে তিনি মনে করেন ৷ আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান তিনি আরও একবার জানিয়েছেন ওই সমাবর্তনের মঞ্চ থেকে ৷ ওই অনুষ্ঠানে একটি ব্লকচেইন নির্ভর ডিজিটাল ডিগ্রির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.