সূর্যকুণ্ড (হরিয়ানা), 28 অক্টোবর: এবার ‘এক দেশ, পুলিশের এক উর্দি’ (One Nation One Police Uniform)-র পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ শুক্রবার হরিয়ানার সূর্যকুণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেওয়া ভার্চুয়াল ভাষণে তিনি এই কথা বলেন ৷
এর আগে মোদি সরকারের তরফে এই ধরনের একাধিক প্রকল্প নেওয়া হয়েছে ৷ তার মধ্যে রয়েছে, ‘এক দেশ, এক গতিশীলতা’, ‘এক দেশ, এক রেশন কার্ড’ (One Nation One Ration Card), ‘এক দেশ, এক সাইন ল্যাঙ্গুয়েজ’, ‘এক দেশ, এক গ্রিড’ চালু করেছেন ৷ নাগরিক পরিষেবাকে উন্নত করতেই এই প্রকল্পগুলি নেওয়া হয়েছে বলে বারবার দাবি করা হয় মোদি সরকারের তরফে ৷ এবার স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে (Chintan Shivir) এই ধরনের নতুন এক প্রকল্পের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী ৷
এদিন তিনি বলেন, ‘‘এটা একটা পরামর্শ এবং এটা প্রয়োগ করতে পাঁচ বছর অথবা 50 বছরও লাগতে পারে ৷ কিন্তু চলুন আমরা এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করি ৷’’ প্রধানমন্ত্রীর মতে, ‘‘এক দেশ, পুলিশের এক উর্দি আইনরক্ষকদের একটা অভিন্ন পরিচয় তৈরি করবে ৷’’
এর আগে 2019 সালের অগস্টে এক দেশ, এক রেশন কার্ড প্রকল্প চালু করা হয়েছিল ৷ খুবই কম সময়ের মধ্যে দেশের অধিকাংশ জায়গায় এই প্রকল্প চালু হয় ৷ যার মাধ্যমে গণবণ্টন ব্যবস্থার আওতায় থাকা 81 কোটি মানুষকে দেশের যে কোনও জায়গা থেকে রেশনের সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল ৷ এই ধরনের অন্য প্রকল্পগুলিতেও একই লক্ষ্য নেওয়া হয় ৷
কিন্তু কেন্দ্রীয় সরকার এই ধরনের যে প্রকল্পগুলি চালু করে, সেখানে অনেক সময়ই বেশ কিছু রাজ্যকে অনীহা প্রকাশ করতে দেখা যায় ৷ এবারও কি সেইরকম কিছু হবে ? নাকি রাজ্যগুলি এই প্রস্তাবে সায় দেবে সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন: সশস্ত্র ও বুদ্ধিজীবী, দুই ধরনের মাওবাদীকেই শেষ করার বার্তা প্রধানমন্ত্রীর