ETV Bharat / bharat

Aditya L1 Launch: আদিত্য এল1 এর সফল উৎক্ষেপণের পর ইসরোকে অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Successful Launch of Aditya L1: শনিবার বেলা 11টা 50 মিনিটে শ্রীহরিকোটা থেকে ইসরোর আদিত্য এল1 এর সফল উৎক্ষেপণ হয় ৷ সূর্যকে জানতে এই মহাকাশ যান পাড়ি দিল ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অনেকেই এই সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন ৷

Aditya L1 Launch
Aditya L1 Launch
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 2:44 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: সূর্যকে জানতে শনিবার নির্ধারিত সময়েই মহাকাশের পথে পাড়িয়ে দিয়েছে আদিত্য এল-1 ৷ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই সাফল্যে উচ্ছ্বসিত সকলেই ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য এল-1 এর সফল উৎক্ষেপণের পর অভিনন্দন বার্তার বন্যা বইছে ইসরোতে ৷ স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন ইসরোকে ৷

সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, ‘‘ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-1 এর উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ ৷ এটা দেশীয় প্রযুক্তি নির্ভর ভারতের মহাকাশ গবেষণাকে একটি নতুন গতিপথে নিয়ে যাবে । এটি আমাদের মহাকাশ ও মহাকাশে ঘটে চলা নানা ঘটনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে । আমি ইসরোর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়রদের অভিনন্দন জানাই এই ব্যতিক্রমী কৃতিত্বের জন্য । মিশনের সাফল্যের জন্য আমার শুভেচ্ছা ।’’

  • The launch of Aditya-L1, India's first solar mission, is a landmark achievement that takes India’s indigenous space programme to a new trajectory. It will help us better understand space and celestial phenomena. I congratulate the scientists and engineers at @isro for this…

    — President of India (@rashtrapatibhvn) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, দিন কয়েক আগেই চন্দ্রযান-3 মিশনের সাফল্য পেয়েছে ভারত ৷ ইসরোর পাঠানো বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ৷ তার পর চাঁদের মাটিতে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান রোভার ৷ যা সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে ৷ ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছালো ৷ ফলে সেই সাফল্য নিয়েও সারা দেশ উচ্ছ্বসিত ছিল ৷

সেই উচ্ছ্বাসের রেশ কাটার আগেই নয়া মাইলফলক ছুঁল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷ আর সেই বিষয়টিকে মাথায় রেখেই সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় ইসরোকে অভিনন্দন জানাতে গিয়ে চন্দ্রাভিযানের সাফল্যের প্রসঙ্গ টেনেছেন ৷

  • After the success of Chandrayaan-3, India continues its space journey.

    Congratulations to our scientists and engineers at @isro for the successful launch of India’s first Solar Mission, Aditya -L1.

    Our tireless scientific efforts will continue in order to develop better…

    — Narendra Modi (@narendramodi) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘‘চন্দ্রযান-৩ এর সাফল্যের পর ভারত তার মহাকাশ যাত্রা চালিয়ে যাচ্ছে । আমাদের ইসরোর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়রদের অভিনন্দন ভারতের প্রথম সৌর মিশন, আদিত্য এল1 এর সফল উৎক্ষেপণের জন্য । সমগ্র মানবজাতির কল্যাণে মহাবিশ্ব সম্পর্কে আরও ভালো বোঝার বিকাশের জন্য আমাদের অক্লান্ত বৈজ্ঞানিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ।’’

আরও পড়ুন: গন্তব্য সূয্যিমামার দেশ, মহাকাশে পাড়ি দিল ইসরোর আদিত্য-এল1

কলকাতা, 2 সেপ্টেম্বর: সূর্যকে জানতে শনিবার নির্ধারিত সময়েই মহাকাশের পথে পাড়িয়ে দিয়েছে আদিত্য এল-1 ৷ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই সাফল্যে উচ্ছ্বসিত সকলেই ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য এল-1 এর সফল উৎক্ষেপণের পর অভিনন্দন বার্তার বন্যা বইছে ইসরোতে ৷ স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন ইসরোকে ৷

সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, ‘‘ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-1 এর উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ ৷ এটা দেশীয় প্রযুক্তি নির্ভর ভারতের মহাকাশ গবেষণাকে একটি নতুন গতিপথে নিয়ে যাবে । এটি আমাদের মহাকাশ ও মহাকাশে ঘটে চলা নানা ঘটনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে । আমি ইসরোর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়রদের অভিনন্দন জানাই এই ব্যতিক্রমী কৃতিত্বের জন্য । মিশনের সাফল্যের জন্য আমার শুভেচ্ছা ।’’

  • The launch of Aditya-L1, India's first solar mission, is a landmark achievement that takes India’s indigenous space programme to a new trajectory. It will help us better understand space and celestial phenomena. I congratulate the scientists and engineers at @isro for this…

    — President of India (@rashtrapatibhvn) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, দিন কয়েক আগেই চন্দ্রযান-3 মিশনের সাফল্য পেয়েছে ভারত ৷ ইসরোর পাঠানো বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ৷ তার পর চাঁদের মাটিতে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান রোভার ৷ যা সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে ৷ ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছালো ৷ ফলে সেই সাফল্য নিয়েও সারা দেশ উচ্ছ্বসিত ছিল ৷

সেই উচ্ছ্বাসের রেশ কাটার আগেই নয়া মাইলফলক ছুঁল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷ আর সেই বিষয়টিকে মাথায় রেখেই সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় ইসরোকে অভিনন্দন জানাতে গিয়ে চন্দ্রাভিযানের সাফল্যের প্রসঙ্গ টেনেছেন ৷

  • After the success of Chandrayaan-3, India continues its space journey.

    Congratulations to our scientists and engineers at @isro for the successful launch of India’s first Solar Mission, Aditya -L1.

    Our tireless scientific efforts will continue in order to develop better…

    — Narendra Modi (@narendramodi) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘‘চন্দ্রযান-৩ এর সাফল্যের পর ভারত তার মহাকাশ যাত্রা চালিয়ে যাচ্ছে । আমাদের ইসরোর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়রদের অভিনন্দন ভারতের প্রথম সৌর মিশন, আদিত্য এল1 এর সফল উৎক্ষেপণের জন্য । সমগ্র মানবজাতির কল্যাণে মহাবিশ্ব সম্পর্কে আরও ভালো বোঝার বিকাশের জন্য আমাদের অক্লান্ত বৈজ্ঞানিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ।’’

আরও পড়ুন: গন্তব্য সূয্যিমামার দেশ, মহাকাশে পাড়ি দিল ইসরোর আদিত্য-এল1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.