ETV Bharat / bharat

Narendra Modi : উন্নয়নের মডেল মধ্যপ্রদেশ, শিবরাজের প্রশংসায় পঞ্চমুখ মোদি - Shivraj Singh Chouhan

সাম্প্রতিক কালে শিবরাজ সিং চৌহানই মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি সময়ের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন ৷ তাঁর সরকারকে উন্নয়নের মডেল হিসেবে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী ৷ যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

pm narendra modi praises madhya pradesh chief minister shivraj singh chouhan on development issue
Narendra Modi : উন্নয়নের মডেল মধ্যপ্রদেশ, শিবরাজের প্রশংসায় পঞ্চমুখ মোদি
author img

By

Published : Aug 7, 2021, 1:43 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মধ্যপ্রদেশে যাঁরা উপভোক্তা, তাঁদের সঙ্গে শনিবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি ওই উপভোক্তাদের সঙ্গে কথা বলেন ৷ এই অনুষ্ঠানের মঞ্চ থেকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

মোদির কথায়, ‘‘মধ্যপ্রদেশের রাস্তার কী অবস্থা ছিল, তা আমি মনে করতে পারছি ৷ এখানে প্রায় বড় দুর্নীতির খবর কানে আসত ৷ কিন্তু এখন মধ্যপ্রদেশের শহরগুলি স্বচ্ছতা ও উন্নয়নের মডেল হয়ে দাঁড়িয়েছে ৷’’

আরও পড়ুন : Covid Vaccine : দেশে দৈনিক টিকার উৎপাদন আড়াই লক্ষ থেকে বেড়ে 40 লক্ষ

প্রসঙ্গত, 2003 সালে মধ্যপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি (BJP) ৷ মুখ্যমন্ত্রী হন উমা ভারতী (Uma Bharati) ৷ এক বছরের মধ্যে তাঁকে বদলে বাবুলাল গৌড়কে মুখ্যমন্ত্রী করে বিজেপি ৷ তাঁর মেয়াদও এক বছরের কিছু বেশি সময়ে শেষ হয়ে যায় ৷ তার পর 2005 সাল থেকে টানা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান শিবরাজ সিং চৌহান ৷

2018 সালের বিধানসভা ভোটে কংগ্রেসের (Congress) সঙ্গে প্রায় সমান-সমান আসনে জিতেও মধ্যপ্রদেশ হাতছাড়া হয় বিজেপির ৷ যদিও বছর দেড়েকের মধ্যে কংগ্রেস থেকে বিধায়ক ভাঙিয়ে আবার ক্ষমতায় ফেরেন শিবরাজ ৷

আরও পড়ুন : Dhanbad Judge Death : বিচারকদের নিরাপত্তার জন্য কিছুই করেনি সিবিআই, মন্তব্য সুপ্রিম কোর্টের

ফলে সাম্প্রতিক কালে তিনিই মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি সময়ের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন ৷ তাই মোদির এই প্রশংসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তো বটেই ৷

একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন মধ্যেপ্রদেশের কিছু অংশে বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি ৷ শিবরাজ সিংয়ের সরকারও বন্যা নিয়ন্ত্রণে ভাল কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Twitter on Rahul Gandhi : রাহুলের টুইটে বিতর্ক, পোস্ট সরাল টুইটার

পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে দেশের গরিবদের ভাল রাখা ও সেই মতো পরিকল্পনা করাই তাঁর সরকারের মূল উদ্দেশ্য ৷ সেই কারণেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা আনা হয়েছে ৷

তাছাড়া তিনি এদিন লকডাউনে বিনামূল্যে রেশন, গ্যাসের সিলিন্ডার দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন ৷ এই প্রকল্পের মাধ্যমে কীভাবে মানুষ উপকৃত হয়েছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Khel Ratna : রাজীবের নাম খেলরত্ন থেকে সরতেই প্রতিবাদে সরব কংগ্রেস

নয়াদিল্লি, 7 অগস্ট : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মধ্যপ্রদেশে যাঁরা উপভোক্তা, তাঁদের সঙ্গে শনিবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি ওই উপভোক্তাদের সঙ্গে কথা বলেন ৷ এই অনুষ্ঠানের মঞ্চ থেকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

মোদির কথায়, ‘‘মধ্যপ্রদেশের রাস্তার কী অবস্থা ছিল, তা আমি মনে করতে পারছি ৷ এখানে প্রায় বড় দুর্নীতির খবর কানে আসত ৷ কিন্তু এখন মধ্যপ্রদেশের শহরগুলি স্বচ্ছতা ও উন্নয়নের মডেল হয়ে দাঁড়িয়েছে ৷’’

আরও পড়ুন : Covid Vaccine : দেশে দৈনিক টিকার উৎপাদন আড়াই লক্ষ থেকে বেড়ে 40 লক্ষ

প্রসঙ্গত, 2003 সালে মধ্যপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি (BJP) ৷ মুখ্যমন্ত্রী হন উমা ভারতী (Uma Bharati) ৷ এক বছরের মধ্যে তাঁকে বদলে বাবুলাল গৌড়কে মুখ্যমন্ত্রী করে বিজেপি ৷ তাঁর মেয়াদও এক বছরের কিছু বেশি সময়ে শেষ হয়ে যায় ৷ তার পর 2005 সাল থেকে টানা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান শিবরাজ সিং চৌহান ৷

2018 সালের বিধানসভা ভোটে কংগ্রেসের (Congress) সঙ্গে প্রায় সমান-সমান আসনে জিতেও মধ্যপ্রদেশ হাতছাড়া হয় বিজেপির ৷ যদিও বছর দেড়েকের মধ্যে কংগ্রেস থেকে বিধায়ক ভাঙিয়ে আবার ক্ষমতায় ফেরেন শিবরাজ ৷

আরও পড়ুন : Dhanbad Judge Death : বিচারকদের নিরাপত্তার জন্য কিছুই করেনি সিবিআই, মন্তব্য সুপ্রিম কোর্টের

ফলে সাম্প্রতিক কালে তিনিই মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি সময়ের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন ৷ তাই মোদির এই প্রশংসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তো বটেই ৷

একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন মধ্যেপ্রদেশের কিছু অংশে বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি ৷ শিবরাজ সিংয়ের সরকারও বন্যা নিয়ন্ত্রণে ভাল কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Twitter on Rahul Gandhi : রাহুলের টুইটে বিতর্ক, পোস্ট সরাল টুইটার

পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে দেশের গরিবদের ভাল রাখা ও সেই মতো পরিকল্পনা করাই তাঁর সরকারের মূল উদ্দেশ্য ৷ সেই কারণেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা আনা হয়েছে ৷

তাছাড়া তিনি এদিন লকডাউনে বিনামূল্যে রেশন, গ্যাসের সিলিন্ডার দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন ৷ এই প্রকল্পের মাধ্যমে কীভাবে মানুষ উপকৃত হয়েছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Khel Ratna : রাজীবের নাম খেলরত্ন থেকে সরতেই প্রতিবাদে সরব কংগ্রেস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.