ETV Bharat / bharat

APJ Abdul Kalam Birthday: বেঁচে থাকলে বিরানব্বইয়ে পা দিতেন, জন্মবার্ষিকীতে 'মিসাইল ম্যান' ডঃ কালামকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর - মিসাইল প্রযুক্তি

আজ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের 92তম জন্মবার্ষিকী ৷ মিসাইল প্রযুক্তিতে তাঁর অবদানের জন্য আজও তিনি দেশবাসীর কাছে স্মরণীয় ৷ 'দেশবাসী তাঁকে সবসময় মনে রাখবে', সোশাল মিডিয়ায় লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
ডঃ এপিজে আব্দুল কালাম
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 12:10 PM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: রবিবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের 92তম জন্মবার্ষিকী ৷ যিনি দেশবাসীর কাছে 'মিসাইল ম্যান' নামেই বিশেষ পরিচিত ৷ রবিবার সকালে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এপিজে আব্দুল কালাম ৷ তবে বিজ্ঞানের প্রতি তাঁর ভালোবাসা এবং অদম্য মনোবলের জেরে দারিদ্র্য তাঁর জীবনে বাধা হয়নি ৷ প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামকে তাঁর জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধা জানাই ৷ তাঁর বিনয়পূর্ণ ব্যবহার, বিজ্ঞানে প্রতিভার জন্য তিনি আজও মানুষের কাছে প্রিয় ৷ দেশ গড়ার ক্ষেত্রে তাঁর অতুলনীয় অবদান মানুষ সবসময় মনে রাখবে ৷"

ভারতের মিসাইল প্রযুক্তিতে অবদানের জন্য আজও স্মরণীয় ডঃ এপিজে আব্দুল কালাম ৷ 1960 সালে তিনি প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-তে যোগ দেন ৷ 1969 সালে স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের প্রজেক্ট ডিরেক্টর হন তিনি ৷ পৃথিবীর চারদিকে রোহিণী সিরিজের স্যাটেলাইট উৎক্ষেপণে তাঁর ভূমিকা অনস্বীকার্য ৷ 1969 সালেই তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেন ৷ তাঁর প্রথম প্রজেক্ট এসএলভি-3 অবশ্য ব্যর্থ হয় ৷

  • अपने विनम्र व्यवहार और विशिष्ट वैज्ञानिक प्रतिभा को लेकर जन-जन के चहेते रहे पूर्व राष्ट्रपति डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। राष्ट्र निर्माण में उनके अतुलनीय योगदान को सदैव श्रद्धापूर्वक स्मरण किया जाएगा।

    — Narendra Modi (@narendramodi) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনীতিতে তিনি কোনও দিন আগ্রহী ছিলেন না ৷ তবে 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত দেশের 11তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলেছেন বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম ৷ দেশের প্রথম নাগরিক হয়েও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসতেন তিনি ৷ তাই 'পিপলস প্রেসিডেন্ট' বা 'মানুষের রাষ্ট্রপতি' নামেই বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন ডঃ কালাম ৷

বিজ্ঞানের পাশাপাশি মাতৃভাষা তামিলে কবিতা লিখতেন ডঃ এপিজে আব্দুল কালাম ৷ এমনকী বীণা বাজাতেও ভালোবাসতেন ৷ তাঁর জীবদ্দশাতেই তাঁর জীবনী 'উইংস অফ ফায়ার' প্রকাশিত হয় ৷ ফরাসি এবং চিনে-সহ 13টি ভাষায় তাঁর জীবনী অনুবাদ করা হয়েছে ৷ দেশের রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন ৷ 2015 সালের 27 জুলাই প্রয়াত হন দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী ৷

আরও পড়ুন: মণিপুরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

নয়াদিল্লি, 15 অক্টোবর: রবিবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের 92তম জন্মবার্ষিকী ৷ যিনি দেশবাসীর কাছে 'মিসাইল ম্যান' নামেই বিশেষ পরিচিত ৷ রবিবার সকালে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এপিজে আব্দুল কালাম ৷ তবে বিজ্ঞানের প্রতি তাঁর ভালোবাসা এবং অদম্য মনোবলের জেরে দারিদ্র্য তাঁর জীবনে বাধা হয়নি ৷ প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামকে তাঁর জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধা জানাই ৷ তাঁর বিনয়পূর্ণ ব্যবহার, বিজ্ঞানে প্রতিভার জন্য তিনি আজও মানুষের কাছে প্রিয় ৷ দেশ গড়ার ক্ষেত্রে তাঁর অতুলনীয় অবদান মানুষ সবসময় মনে রাখবে ৷"

ভারতের মিসাইল প্রযুক্তিতে অবদানের জন্য আজও স্মরণীয় ডঃ এপিজে আব্দুল কালাম ৷ 1960 সালে তিনি প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-তে যোগ দেন ৷ 1969 সালে স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের প্রজেক্ট ডিরেক্টর হন তিনি ৷ পৃথিবীর চারদিকে রোহিণী সিরিজের স্যাটেলাইট উৎক্ষেপণে তাঁর ভূমিকা অনস্বীকার্য ৷ 1969 সালেই তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেন ৷ তাঁর প্রথম প্রজেক্ট এসএলভি-3 অবশ্য ব্যর্থ হয় ৷

  • अपने विनम्र व्यवहार और विशिष्ट वैज्ञानिक प्रतिभा को लेकर जन-जन के चहेते रहे पूर्व राष्ट्रपति डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। राष्ट्र निर्माण में उनके अतुलनीय योगदान को सदैव श्रद्धापूर्वक स्मरण किया जाएगा।

    — Narendra Modi (@narendramodi) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনীতিতে তিনি কোনও দিন আগ্রহী ছিলেন না ৷ তবে 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত দেশের 11তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলেছেন বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম ৷ দেশের প্রথম নাগরিক হয়েও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসতেন তিনি ৷ তাই 'পিপলস প্রেসিডেন্ট' বা 'মানুষের রাষ্ট্রপতি' নামেই বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন ডঃ কালাম ৷

বিজ্ঞানের পাশাপাশি মাতৃভাষা তামিলে কবিতা লিখতেন ডঃ এপিজে আব্দুল কালাম ৷ এমনকী বীণা বাজাতেও ভালোবাসতেন ৷ তাঁর জীবদ্দশাতেই তাঁর জীবনী 'উইংস অফ ফায়ার' প্রকাশিত হয় ৷ ফরাসি এবং চিনে-সহ 13টি ভাষায় তাঁর জীবনী অনুবাদ করা হয়েছে ৷ দেশের রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন ৷ 2015 সালের 27 জুলাই প্রয়াত হন দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী ৷

আরও পড়ুন: মণিপুরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.